ইয়ামাহা ক্যাশব্যাক অফার সেপ্টেম্বর ২০১৮

This page was last updated on 09-Jul-2024 12:58pm , By Saleh Bangla

ইয়ামাহা হচ্ছে বাংলাদেশের প্রিমিয়াম কোয়ালিটি মোটরসাইকেলের জন্য জনপ্রিয় । তাদের বেশির ভাগ মোটরসাইকেল প্রিমিয়াম কোয়ালিটির । কমিউটার সেগমেন্টে তাদের যদিও মোটরসাইকেল কম । তবে কমিউটার সেগমেন্টে বেশ ভাল এবং স্টাইলিশ মোটর সাইকেল রয়েছে । ইয়ামাহা সব সময় তাদের কাস্টমারদের কথা মাথায় রেখে সার্ভিস দিয়ে থাকে । সেই সুবাদে তাদের নিয়ে এসেছে " ইয়ামাহা ক্যাশব্যাক অফার " । এই অফারটি চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে । 

<<<< Yamaha R15 Test Ride Review>>>>

 

ইয়ামাহা ক্যাশব্যাক অফার সেপ্টেম্বর ২০১৮

মডেলদামক্যাশব্যাক অফার
R15S4,15,00016,000
FZS Fi2,49,0005,000
Fazer Fi2,75,0005,000
SZ-RR V21,85,0005,000
Saluto1,46,0004,000

 

এই ক্যাশব্যাক অফার এর মধ্যে ইয়ামাহা সর্বোচ্চ ১৬,০০০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ইয়ামাহা আর১৫ এস এ এবং সর্বোনিম্ন ৪,০০০ হাজার টাকা ইয়ামাহা স্যালুটো বাইকে । তবে এই অফারটি ইয়ামাহা এফজেডএস ডাবল ডিস্ক এবং ইয়ামাহা আর১৫ ভি৩ এর ক্ষেত্রে প্রোযজ্য হবে না । 

 ইয়ামাহা ফেজার এফআই সম্পূর্ন নতুন মোটরসাইকেল । আগের ভার্সনটি থেকে অনেক বেশি স্টাইলিশ ও লুকস । বাইকটি ফুয়েল ইঞ্জেক্ট সিস্টেম । এর রয়েছে ১৫০সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ২ ভাল্ব ইঞ্জিন । ইঞ্জিন থেকে প্রায় ১৩.৮ পিএস @ ৮০০০ আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম ক্ষমতা উতপন্ন করতে সক্ষম । ইঞ্জিনের সাথে ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে । 

 বাংলাদেশের অন্যতম ব্যালেন্সড বাইক হিসেবে যে বাইকটি সবার কাছে জনপ্রিয় হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই । বাইকটি সবার কাছেই অনেক বেশি জনপ্রিয় । বাইকটি স্টান্ট এর কাছে বেশি ব্যবহার হয় এর ব্রেকিং ও ব্যালেন্স এর কারনে । এর ইঞ্জিন ও হচ্ছে ১৫০সিসি, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন । ইঞ্জিনটি থেকে ১৩.২ পিএস @ ৮০০০ আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @ ৬০০০ আরপিএম শক্তি উতপন্ন করতে পারে ।   কমিউটার সেগমেন্টে ইয়ামাহা এর দুটি অসাধারন বাইক রয়েছে । একটি হচ্ছে ১২৫সিসি সেগমেণ্টের ইয়ামাহা স্যালুটো । যা টিম বাইকবিডি অনেক আগে টেস্ট রাইড করেছে । এই বাইকটি মাইলেজ এর জন্য বেশ বিখ্যাত । অপরদিকে ১৫০সিসি সেগমেন্টে রয়েছে ইয়ামাহা এসজেডআরআর ভার্সন ২ । সম্প্রতি টিম বাইকবিডি এই বাইকটি নিয়েও টেস্ট রাইড রিভিউ প্রকাশ করেছে । 

 ইয়ামাহা এর সকল বাইক সিবিউ কন্ডিশনে বাংলাদেশে বিক্রি হয় । তাই দামের ক্ষেত্রে একটু বেশি মনে হতে পারে । তবে কোয়ালিটি ও সার্ভিস এর দিক থেকে ইয়ামাহা অনেক বেশি এগিয়ে আছে । তবে কাস্টমারদের কথা মাথায় রেখেই ইয়ামাহা এই ক্যাশব্যাক অফার । এই অফারটি চলেবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে । অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত ।