ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইন অফার মে ২০২৪

This page was last updated on 31-Jul-2024 05:19am , By Raihan Opu Bangla

বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা বিশ্বজুড়ে যেমন জনপ্রিয় ঠিক তেমনি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে বাংলাদেশেও ইয়ামাহা জনপ্রিয়। 

ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইন অফার

ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইন অফার মে ২০২৪

ইয়ামাহা বাংলাদেশে তাদের স্টাইলিশ, পারফর্মেন্স এবং প্রিমিয়াম মোটরসাইকেলের মাধ্যমে বাংলাদেশী বাইকারদের মন জয় করে নিয়েছে। এছাড়া আফটার সেলস সার্ভিসের দিক থেকেও ইয়ামাহা এর নাম সবার উপরেই থাকবে। 

সেই সুত্র ধরে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্প”। দেশের ৩৪ টি সার্ভিস সেন্টারে চলছে ইয়ামাহা এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্প।

এ সার্ভিস ক্যাম্পেইনে ইয়ামাহা ব্যবহারকারীরা পাবেন -

১০টি ফ্রী পয়েন্ট চেক আপ – 

  • ড্রাইভ চেইন ক্লিন ও এডজাস্ট
  • ট্রায়ার প্রেশার
  • এয়ার ফিল্টার ক্লিন ও রিপ্লেস 
  • স্পার্ক প্লাগ ক্লিন, এডজাস্ট বা রিপ্লেস 
  • ফ্রন্ট এবং রেয়ার ব্রেক চেক/এডজাস্ট বা রিপ্লেস
  • ইলেক্ট্রিক পার্টস ক্লিন চেক 
  • হেডলাইট, ইন্ডিকেটর ও ব্রেক লাইট চেক
  • ফুয়েল ইঞ্জেকশন/কার্বুরেটর ক্লিন
  • ফ্রী প্লে এডজাস্টমেন্ট
  • বাইক ওয়াশ

এই এক্সপার্ট কেয়ার সার্ভিস ক্যাম্পেইনে সকল স্পেয়ার পার্টস এবং ইঞ্জিন অয়েলের উপর থাকছে ১০% ডিসকাউন্ট। আপনার কাছাকাছি ইয়ামাহা এর অথোরাইজড শোরুম এ সকাল ১০টা - সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই সার্ভিস ক্যাম্পেইন চলবে।

সার্ভিস এর স্থান ও তারিখ জানতে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এ এক্সপার্ট সার্ভিস কেয়ার ক্যাম্পেইনের পোস্টটি দেখতে পারেন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্যের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।