এসিআই সেন্টারে অনুষ্ঠিত হলো “লঞ্চিং অফ ইয়ামাহা অ্যাপারেলস”
This page was last updated on 01-Mar-2025 05:00pm , By Badhan Roy
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ তেজগাঁও এ অবস্থিত এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “লঞ্চিং অফ ইয়ামাহা অ্যাপারেলস”। ইয়ামাহা ব্র্যান্ডেড সকল লাইফস্টাইল অ্যাপারেলস বা ফ্যাশনেবল মার্চেনডাইজ প্রোডাক্ট গুলো খুব শীঘ্রই অফিশিয়ালি পাওয়া যাবে সারা বাংলাদেশের সকল এসিআই অথোরাইজড থ্রি এস সেন্টারগুলোতে।

লঞ্চিং অফ ইয়ামাহা অ্যাপারেলস
লঞ্চিং অফ ইয়ামাহা অ্যাপারেলস এর জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে আমন্ত্রিত বাইকার ও অতিথিদের সাথে নিয়ে অ্যাপারেলস প্রোডাক্ট গুলো লঞ্চ করা হয়েছে। অনুষ্ঠানে এসিআই মোটরস লিঃ এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস আনুষ্ঠানিক ভাবে অ্যাপারেলস গুলো লঞ্চ করেন এবং গর্বের সাথে ঘোষণা দেন সারা পৃথিবীতে সর্বপ্রথম বাংলাদেশেই ইয়ামাহার এই চমৎকার অ্যাপারেলস গুলো অফিশিয়ালি লঞ্চ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহা ইন্ডিয়ার ডাইরেক্টর অফ সেলস মি. হিরোসি সেতোগাওয়া। তিনি বাইকারদের জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড ইয়ামাহার অফিশিয়াল মার্চেনডাইজ লঞ্চিং এর জন্য উচ্ছ্বাস ও শুভকামনা প্রকাশ করেন।

চমৎকার এই অনুষ্ঠানে লঞ্চিং সিরোমনির পাশাপাশি অ্যাপারেলস শো-কেস ডিসপ্লে, র্যাম্প শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল যা বাইকারদের নিয়ে একটি উৎসবমুখর মিলনমেলা সৃষ্টি করে।
বাইক ও বাইকিং কম্যুনিটি বিষয়ক সকল আপডেটেড নিউজ পেতে বাইকবিডির সাথেই থাকুন।

