এসিআই মোটরস লিমিটেড Yamaha R15M এর প্রি-বুকিং নেয়া শুরু করেছে

This page was last updated on 23-Jan-2025 04:25pm , By Raihan Opu Bangla

বাংলাদেশের স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় সিরিজ হচ্ছে R15 সিরিজ। এই সিরিজের প্রতিটি মোটরসাইকেল বাংলাদেশী বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এই সিরিজের জনপ্রিয় মডেল হচ্ছে  Yamaha R15M।

এই মডেলটি বাংলাদেশ লঞ্চ হবার আগে থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। লুকস, স্টাইল, ডিজাইন ও পারফর্মেন্সে এই মডেলটি সবাই মুগ্ধ করেছে। বর্তমানে ইয়ামাহা মোটরসাইকেলের বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড

সম্প্রতি এসিআই মোটরস লিমিটেড Yamaha R15M বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু করেছে। প্রি-বুকিং এমাউন্ট হচ্ছে ৫০,০০০ টাকা। বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৬,০৫,০০০/- টাকা। 

এই মডেলটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাইকটি পাওয়া এবং পারফর্মেন্সের একটি কমপ্লিট প্যাকেজ। তাই স্পোর্টস সেগমেন্ট এই মডেলটি সবার কাছের স্বপ্নের বাইক হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

প্রি-বুকিং প্রসেসঃ

আপনি যদি প্রি-বুকিং করতে চান তবে আপনাকে ইয়ামাহা বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রি-বুকিং ফর্ম লিংক দেয়া আছে সেখানে আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার পর আপনার নাম্বারে একটি মেসেজ পাবেন এবং একটি কোড পাবেন।

এরপর আপনাকে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুম বা ডিলার পয়েন্ট ২৪ ঘণ্টার মধ্যে প্রি-বুকিং এমাউন্ট জমা দিতে হবে। প্রি-বুকিং এমাউন্ট জমা দেয়ার পর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। এছাড়া আপনি সরাসরি ইয়ামাহা মোটরসাইকেলের শোরুম বা ডিলার পয়েন্টে গিয়ে বাইকটির প্রি-বুকিং করে আসতে পারেন। 

স্পোর্টস সেগমেন্টে বেশ কিছু মোটরসাইকেল রয়েছে তবে তাদের মধ্যে বাইকারদের অন্যতম পছন্দের বাইক হচ্ছে Yamaha R15M। বাইকটি সকলের কাছেই প্রিয়। তাই দ্রুত আপনার পছন্দের বাইকটি প্রিবুকিং দিয়ে রাখুন। ধন্যবাদ।