এবার দাম বাড়লো সুজুকির সকল ধরনের বাইকের
This page was last updated on 30-Jul-2024 08:45am , By Shuvo Bangla
বাংলাদেশে র্যানকন মোটরবাইকস লিমিটেড জাপানি মোটরসাইকেল সুজুকি এর সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে উৎপাদন ব্যবসা পরিচালনা করে আসছে।
সমসাময়িক পরিস্থিতিতে দেশের চলমান বাজারে সবচাইতে ব্যবসাসফল পন্যগুলোর মধ্যে মোটরবাইক অন্যতম। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব এবং নানান বিধি-নিষেধ মেনে চলতে মোটরসাইকেল সহায়ক ভূমিকা পালন করেছে। করোনাকালীন সময়ে সাধারন মানুষ গনপরিবহনের বিকল্প খোঁজা শুরু করে আর চাহিদার শীর্ষে চলে আসে মোটরবাইক।
Also Read: সুজুকি দিচ্ছে সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার!
তবে এবারের বাজেটের পর দাম বাড়ছে সব ধরনের মোটরবাইকের। আর, সুজুকির ক্ষেত্রেও তাই হয়েছে । এই মুল্যবৃদ্ধির পেছনে তারা দেখিয়েছে কিছু যৌক্তিক কারন।
এবার দাম বাড়লো সুজুকির সকল ধরনের বাইকের
প্রথমত, বর্তমান মুদ্রাস্ফীতি পরিস্থিতির ফলে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এর ফলে বর্তমানে দেশীয় বাজারে প্রায় সব দিক থেকেই চলছে ভারসাম্যহীন অবস্থা। ডলারের বিপরীতে টাকার মান নিম্নমুখী হওয়ার ফলে যে কোন আমদানী নির্ভর পন্যের জন্য গুনতে হতে পারে বাড়তি টাকা।
জেনে নিন বর্তমানে সুজুকির কোন বাইকের দাম কত -
- Suzuki Hayate EP - 105,950
- Suzuki GSX 125 - 139,950
- Suzuki Access 125 FI - 169,950
- Gixxer Monotone - 186,950
- Gixxer Monotone Classic Plus - 194,950
- New Gixxer Carb-Disc - 235,950
- New Gixxer Fi ABS - 257,950
- New Gixxer SF Carb-Disc - 284,950
- New Gixxer SF Fi ABS - 309,950
- Intruder Fi ABS - 314,950
- New Gixxer SF Matt Plus - 329,950
- GSX R150 Dual ABS - 414,950
অনেকে ভাবতে পারেন যে মার্কেটে এর প্রভাব কতটুকু পরবে। কারণ অনেকেই ভাবছেন যে সিসি লিমিটেশন হয়ত বাড়বে। এই দিকে আবার বাইকের দামও বেড়ে যাচ্ছে এটা কাস্টোমারদের জন্য কিছুটা হলেও বাইক ক্রয়ে বাধা সৃষ্টি করবে। তবে আমরা আশা করছি দ্রুত আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সুজুকি মোটরসাইকেল ক্রয় ও সার্ভিস করতে আপনার নিকটস্থ সুজুকি শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ ।