ইয়ামাহা বাংলাদেশ অগাস্ট ২০২৪ ক্যাশব্যাক অফার

This page was last updated on 10-Aug-2024 04:39am , By Raihan Opu Bangla

ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নতুন ক্যাশব্যাক অফার নিয়ে হাজির হয়েছে। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে এই বছরের অন্যতম আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। 

ইয়ামাহা বাংলাদেশ অগাস্ট ২০২৪ ক্যাশব্যাক অফার

yamaha cash back offer 2024 price

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। অগাস্ট মাস এবং বর্ষাকাল উপলক্ষ্যে ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ক্যারে ইয়ামাহা দিচ্ছে সর্বোচ্চ ৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। তবে এই অফারটি ইয়ামাহা এর কিছু নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলের উপর দেয়া হচ্ছে। 

শুধু মাত্র ইয়ামাহা এফজেডএস সিরিজের মোটরসাইকেলে দেয়া হচ্ছে এই ক্যাশব্যাক অফার।  এই সিরিজের মোটরসাইকেলে দেয়া হচ্ছে ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। 

yamaha cash back offer august 2024

ক্ল্যাসিক লুকসের ক্যাফে রেসার মোটরসাইকেল Yamaha FZ-X 150 মডেলটিতে দেয়া হচ্ছে ১,৫০০ টাকা ক্যাশব্যাক অফার। 

বাংলাদেশে অন্যতম জনপ্রিয় সেগমেন্ট হচ্ছে ১২৫সিসি সেগমেন্ট। এই সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Yamaha Saluto 125। এই বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ২,০০০ টাকার স্ক্র্যাচ কার্ড। 

এই অফারটি চলবে পুরো অগাস্ট ২০২৪ মাস জুড়ে। এই অফারটি বাংলাদেশে ইয়ামাহা এর সকল অথোরাইজড মোটরসাইকেল শোরুম থেকে গ্রহণ করা যাবে। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, রাইডিং টিপস, সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।