পুরাতন বাইকের বদলে নিন নতুন ইয়ামাহা বাইক - এক্সচেঞ্জ অফার
This page was last updated on 11-Jan-2025 10:04pm , By Ashik Mahmud Bangla
ইয়ামাহা মোটরসাইকেল - এসিআই মোটরস নিয়ে এসেছে মোটরসাইকেল ধামাকা এক্সচেঞ্জ অফার । এই অফারে আপনি যেকোন পুরাতন বাইক এর পরিবর্তে ইয়ামাহা এর মোটরসাইকেল এর সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ।
Also Read: দুই দিন ব্যাপি " ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা ২০১৮ " এবার খুলনায় ।
এসিআই মোটরস একটি ক্যাম্পেইন শুরু করেছে, যাতে করে বাইকাররা তাদের স্বপ্নের ইয়ামাহা বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাদের বর্তমান বাইকের পরিবর্তে । তবে বর্তমানে এই এক্সচেঞ্জ অফারটি শুধু মাত্র ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে । ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড, এবং তাদের মডেল গুলো এত বেশি জনপ্রিয় যে কিছু কিছু মানুষের স্বপ্নের বাইক হচ্ছে ইয়ামাহা । বর্তমানে ইয়ামাহা মোটরসাইকেল অনেক অফার এবং সুবিধা নিয়ে এসছে, অফারের মধ্যে রয়েছে ঈদ ডিস্কাউন্ট অফার ও সুবিধার মধ্যে হচ্ছে তারা বাইক ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক লোন সুবিধাও দিচ্ছে । এছাড়া বর্তমানে তারা ঘোষনা করেছে মোটরসাইকেল ধামাকা এক্সচেঞ্জ অফার ।
Click Here For Yamaha FZS V3 First Impression Video
ইয়ামাহা মোটরসাইকেল ধামাকা এক্সচেঞ্জ অফার
এই অফারটি একদম সহজ একটি অফার । যে কেউ তার বর্তমানে ব্যবহৃত মোটরসাইকেল এর পরিবর্তে ইয়ামাহা মোটরসাইকেল কিনতে পারবেন । ইয়ামাহা স্যালুটো থেকে ইয়ামাহা এফজেড এস এফআই এবং ইয়ামাহা আর১৫ ভি৩ স্পোর্টস মোটরসাইকেল ক্রয় করতে পারবেন ।
যারা ইয়ামাহা এর বাইক কিনতে আগ্রহী তারা তাদের ব্যবহৃত বাইকটি ইয়ামাহা এর যেকোন শোরুমে নিয়ে গিয়ে বর্তমান বাজারে মোটরসাইকেলটির মুল্য নির্ধারন করা হবে । ঠিক সেই মুল্য অনুযায়ী কাস্টোমার একটি ডিস্কাউন্ট পাবেন । এই এক্সচেঞ্জ অফারের সবচেয়ে বড় সুবিধা হলো, কাস্টোমার কে কোন ধরনের সেল পোস্ট দিতে হবে না বা মোটরসাইকেল বিক্রয় করার জন্য ক্রেতা খুজে বেরাতে হবে না । আর এই এক্সচেঞ্জ অফার খুব দ্রুত ভাবে সম্পন্ন হয় । ইয়ামাহার শোরুম কাস্টোমারের ব্যবহৃত বাইকটির মুল্য খুব দ্রুত নির্ধারন করে থাকে, আর কাস্টোমার তার স্বপ্নের ইয়ামাহা বাইকটি খুব সহজেই ক্রয় করতে পারেন । নতুন বাইকের মুল্য অনুযায়ী পুরাতন বাইকের যে মুল্য আসবে তার সাথে কাস্টোমার কে কিছু টাকা যোগ করতে হবে যখন বাইক এক্সচেঞ্জ করা হবে ।
বর্তমানে এই এক্সচেঞ্জ অফারটি শুধু মাত্র ঢাকার ক্রিসেন্ট এন্টারপ্রাইজ শোরুমে চলছে । আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সারা বাংলাদেশ জুড়ে এই অফারটি চালু হবে ।
ইয়ামাহা মোটরসাইকেল ধামাকা এক্সচেঞ্জ অফার হটলাইনঃ ০১৭১৩০৫৩০৮২ এই অফারটি বাংলাদশের মোটরসাইকেল প্রেমীদের জন্য একটি দারুন অফার ।
বাইকাররা তাদের পুরাতন মোটরসাইকেল এর বদলে পাচ্ছেন নতুন ইয়ামাহা মোটরসাইকেল কোন ঝামেলা ছাড়াই । আশা করা যাচ্ছে অন্যান্য কোম্পানি গুলোও এই সুবিধা নিয়ে আসবে ।