হিরো এবং বাইকবিডি একসাথে আয়োজন করতে যাচ্ছে উইন এ থ্রিলার কন্টেস্ট!
This page was last updated on 30-Jul-2024 02:17am , By Raihan Opu Bangla
হিরো এবং বাইকবিডি এক সাথে আয়োজন করতে যাচ্ছে গিভওয়ে কন্টেস্ট। যেটি হচ্ছে, “হিরো প্রেজেন্টস – উইন এ থ্রিলার কনটেস্ট পাওয়ার্ড বাই বাইকবিডি”। বাইকবিডি প্রথমবারের মত এই ধরনের কোন ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে।
এই কন্টেস্টটি বাইকবিডি ও হিরো এক সাথে আয়োজন করতে যাচ্ছে। এতে বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় একটি গিফট। সেই গিফটটি হচ্ছে বাইকবিডির টেস্ট রাইড করা “Hero Thriller 160R” বাইকটি।
হ্যা, আপনি ঠিক পড়েছেন। আমাদের এই কন্টেস্ট এর বিজয়ীর জন্য রয়েছে বাইকবিডির টেস্ট রাইড করা “Hero Thriller 160R” বাইক।
এখন এই কন্টেস্ট এর জন্য আপনাকে কি করতে হবে। প্রথমত, বাইকবিডির করা Hero Thriller 160R এর টেস্ট রাইড রিভিউ ভিডিওটি দেখে নতুন একটি ভিডিও বানাতে হবে।
হিরো থ্রিলার ১৬০আর টেস্ট রাইড রিভিউ
দ্বিতীয়ত ভিডিওর বিষয়ঃ ভিডিও বানানোর মূল বিষয় হচ্ছে - “কোন ফীচার গুলোর কারণে আপনার মনে হচ্ছে Hero Thriller 160R বাইকটি এই সেগমেন্টে সবচেয়ে থ্রিলিং বাইক”।
তবে এই গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণের জন্য কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- প্রথমে বাইকবিডির ইউটিউব চ্যানেলে টেস্ট রাইড করা “Hero Thriller 160R টেস্ট রাইড রিভিউ” ভিডিওটি দেখতে হবে (ভিডিও লিংক)
- ভিডিও দেখে আপনার কাছে কোন ফীচার গুলোর কারণে মনে হচ্ছে Hero Thriller 160R বাইকটি এই সেগমেন্টে সবচেয়ে থ্রিলিং বাইক এর উপর একটি ভিডিও বানাতে হবে।
- ভিডিও কমপক্ষে ১-৩ মিনিটের হতে হবে
- ভিডিওতে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। (#বাইক_মানেই_BikeBD, #win_a_thriller, #Hero)
- ভিডিওটি বাইকবিডির অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে (গ্রুপ লিংক)
- প্রতিযোগীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে
- Hero Thriller 160R বাইকটি বাইকবিডির টেস্ট রাইড করা বাইক। তাই এটি ব্যবহৃত বাইক, সেই হিসেবে সব কিছু জেনে শুনে এবং মেনে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে হবে।
- বাইকবিডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং সেই স্ক্রিনশট আপনার ভিডিওর কমেন্ট বক্সে দিতে হবে।
- বিজয়ী নির্ধারিত হবে সর্বোচ্চ, লাইক, কমেন্ট ও বাইকবিডির বিচারক প্যানেলের মাধ্যমে।
এক্ষেত্রে ৫০% লাইক, কমেন্ট এবং বাকি ৫০% বাইকবিডির বিচারকদের মাধ্যমে নির্ধারণ করা হবে। - কোন প্রকার অটো লাইক, ফেইক লাইক, কমেন্ট, (বিশেষভাবে বিদেশী) বা অবৈধ উপায়ে লাইক, কমেন্ট করা হলে, তার প্রতিযোগীতায় অংশ গ্রহণ বাতিল বলে গণ্য হবে। কোন ধরনের ফেইক আইডি প্রযোজ্য নয় এবং প্রোফাইলে নিজের ছবি থাকতে হবে ও প্রোফাইল লক থাকা যাবে না।
- প্রতিযোগীতায় টিম বাইকবিডি বা হিরোর কোন অফিশিয়াল অংশ গ্রহণ করতে পারবেন না।
- প্রতিযোগীতায় অংশগ্রহণের সময়সীমা হচ্ছে ০৫/০৩/২০২২ – ২০/০৩/২০২২ তারিখ পর্যন্ত।
- প্রতিযোগীতার নিয়মাবলির পরিবর্তন, পরিবর্ধন ও যেকোন ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু মাত্র টিম বাইকবিডির।
তো আর বেশি দেরি নয়। এখনই আপনি প্রতিযোগীয়তা অংশ নিয়ে জিতে নিতে পারেন বাইকবিডির টেস্ট রাইড করা Hero Thriller 160R বাইকটি। প্রতিযোগীতায় অংশ গ্রহণের সময়সীমা হচ্ছে ১৫দিন। তাই বেশি দেরি না করে এখনই নিয়মগুলো ভাল ভাবে পড়ে, দেখে এবং বুঝে প্রতিযোগীতায় অংশ নিন।