শেষ হল ৮ম ঢাকা বাইক শো ২০২৪ - বিস্তারিত

This page was last updated on 31-Jul-2024 05:01am , By Raihan Opu Bangla

প্রতি বছরের মতো এই বছরও সেমস গ্লোবাল বাংলাদেশে আয়োজন করেছিল ৮ম ঢাকা বাইক শো ২০২৪। মুলত এই ইভেন্টের জন্য বাইকাররা প্রতি বছর অপেক্ষা করে থাকেন। 

শেষ হল ৮ম ঢাকা বাইক শো ২০২৪ - বিস্তারিত

শেষ হল ৮ম ঢাকা বাইক শো ২০২৪ - বিস্তারিত

এবার বঙ্গবন্ধু বাংলাদেশে চায়না এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে ৮ম ঢাকা বাইক শো ২০২৪ অনুষ্ঠিত হয়। গত ২৩ মে থেকে ২৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত ৮ম ঢাকা বাইক শো অনুষ্ঠিত হয়েছিল। 

সেমস গ্লোবাল একই সাথে ১৭তম ঢাকা মোটর শো ২০২৪, ৭তম ঢাকা অটো পার্টস শো ২০২৪, এবং ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল ভেহিকল শো ২০২৪ আয়োজন করেছিল। 

Also Read: Bike Price In Bangladesh

বাংলাদেশের জনপ্রিয় ও পরিচিত সকল ব্র্যান্ড এখানে উপস্থিত ছিল। দর্শকরা অনেক উৎসাহ নিয়ে এই শোতে অংশগ্রহণ করেছে। এছাড়া মোটর শোতে মার্সিডিজ বেনজ, এমজি, হ্যাভেলসহ অন্যান্য অনেক নামাদীম ব্র্যান্ড এখানে অংশ গ্রহণ করেছিল।

এই শোতে বাংলাদেশে সহ চায়ান এবং থাইল্যান্ড থেকে অনেক পার্টস ব্র্যান্ড অংশ গ্রহণ করেছিল। এছাড়া আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল চিরকুটের কনসার্ট এবং আতশবাজি শো। 

Team bikebd 8th dhaka bike show 2024

মোটর শো এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে টিম বাইকবিডি উপস্থিত ছিল। আমরা আশা করছি আগামী শো এর চেয়ে আরও বড় হবে এবং সেই সাথে দেশের বাইরের অনেক ব্র্যান্ডও অংশ গ্রহণ করবে। ধন্যবাদ।