ঈদ উপলক্ষ্যে সকল মোটরসাইকেল কোম্পানির অফার - ২০১৯

This page was last updated on 09-Jan-2025 06:28pm , By Ashik Mahmud Bangla

বাংলাদেশে অন্যতম বড় একটি উৎসব হচ্ছে ঈদ-উল-ফিতর। প্রতি বছরেই ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মোটরসাইকেল কোম্পানি গুলো ঘোষনা করে থাকে আকর্ষনীয় অফার, যার মধ্যে থাকে ডিসকাউন্ট, ক্যাশব্যাক, বা অন্যান্য সুবিধা। প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি দিচ্ছে বিভিন্ন রকমের অফার। আজ আমরা এসেছি এসকল অফার সম্পর্কে বিস্তারিত জানাতে।  

মোটরসাইকেল অফার

Also Read: ঈদ স্পেশাল অফার প্রাইস ২০১৯ । Hero Motorcycle - BikeBD

ইয়ামাহা ঈদ অফার

ইয়ামাহা মোটরসাইকেল সর্বদাই বাইকারদের সুবিধার্থে বিভিন্ন অফার দিয়ে থাকে, এবং এই ঈদ উপলক্ষ্যে তারা দিচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার! এই অফারের আওতায় তারা দিচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! এই অফারটি ঈদের আগের চাঁদরাত পর্যন্ত বাংলাদেশের সকল ইয়ামাহা শোরুমে পাওয়া যাবে! ইয়ামাহা হটলাইনঃ +88016509

বাইক মডেলরেগুলার দামক্যাশব্যাক
R15 V3 (Indo)৫,২৫,০০০১২,০৭৩
FZS FI V3২,৯৫,০০০৫,০০০
FZ FI V3২,৯০,০০০৫,০০০
FZs FI V2.0 Single Disc২,৪৯,০০০২০,০০০
FZs FI V2.0 Double Disc২,৬৫,০০০২০,০০০
Fazer FI V2২,৭১,০০০১২,০৭৩
SZ-RR V2.0১,৮৫,০০০১২,০৭৩
Saluto 125১,৪৫,০০০৯,০০০
Ray ZR Street Rally১,৬৫,০০০৫,০০০


yamaha cash back offer ঈদ স্পেশাল ক্যাশব্যাক

হোন্ডা মোটরসাইকেল ঈদ অফার

হোন্ডা মোটরসাইকেল আলাদাভাবে কোন ঈদ অফার ঘোষনা করেনি, তবে বেশ কিছুদিন ধরেই নির্দিষ্ট মডেলের উপরে তারা দিচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন সাপোর্ট! হোন্ডা সিবি হর্নেট, হোন্ডা লিভো এবং হোন্ডা ড্রীম নিও তে হোন্ডা দিচ্ছে ১২,০৭৩ টাকা পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশন সাপোর্ট! এই অফারটি চলবে পরবর্তী ঘোষনা পর্যন্ত। হোন্ডা বাংলাদেশ হটলাইনঃ +88029858361

মডেলরেজিস্ট্রেশন সাপোর্ট
Honda CB Hornet Single Disc Edition১২,০৭৩ টাকা
Honda CB Hornet CBS Edition৬,০৩৭ টাকা
Honda Livo 110 Disc Edition৬,০৩৭ টাকা
Honda Livo 110 Drum Edition৬,০৩৭ টাকা
Honda Livo 110 Disc Edition৬,০৩৭ টাকা
Honda Dream Neo 110৬,০৩৭ টাকা

honda cb hornet 160r bd

সুজুকি ঈদ ডিসকাউন্ট অফার

ঈদ উপলক্ষ্যে সুজুকি মোটরসাইকেল তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেল সুজুকি জিক্সারসহ কয়েকটি মডেলে দিচ্ছে ঈদ ডিসকাউন্ট অফার! সুজুকি ঈদ ডিসকাউন্ট অফারটি সারাদেশের সকল সুজুকি মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে, এবং এই অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত। সুজুকি বাংলাদেশ হটলাইনঃ  01755-662288

মডেলবর্তমান বিক্রয়মূল্যঈদ ডিসকাউন্টডিসকাউন্ট পরবর্তী বিক্রয়মূল্য
Suzuki Hayate১,১৪,৯৫০২০,০০০৯৪,৯৫০
Suzuki Gixxer Monotone Single Disc২,০৯,৯৫০১৮,০০০১,৯২,৯৫০
Suzuki Gixxer Dual Tone Single Disc২,১৯,৯৫০১৫,০০০২,০৪,৯৫০
Suzuki Gixxer Dual Tone Dual Disc২,২৯,৯৫০১৫,০০০২,১৪,৯৫০
Suzuki Gixxer SF Dual Disc MotoGP Edition২,৫৯,৯৫০১২,০০০২,৪৭,৯৫০

suzuki eid discount offer সুজুকি ঈদ ডিস্কাউন্ট অফার

কাওয়াসাকি ঈদ অফার

ঈদ উপলক্ষ্যে কাওয়াসাকি মোটরসাইকেল দিচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন অফার! কাওয়াসাকি মোটরসাইকেল এর দুটি মডেল - Kawasaki KLX 150BF এবং Kawasaki KLX 150L বাইকদুটোতে কাওয়াসাকি দিচ্ছে দুই বছরের ফ্রি রেজিস্ট্রেশন অফার! এই অফারটি কাওয়াসাকি বাংলাদেশ এর সকল অথোরাইজড ডিলার এর কাছে পাওয়া যাবে, এবং স্টক থাকা পর্যন্ত অফারটি চলবে। Kawasaki KLX 150BF এর বর্তমান বিক্রয়মূল্য হচ্ছে ৩,৯০,০০০  টাকা, এবং Kawasaki KLX 150L এর বিক্রয়মূল্য হলো  ৩,৭০,০০০ টাকা। কাওয়াসাকি হটলাইনঃ  01844-560056

মোটরসাইকেল ঈদ অফার ২০১৯

বাজাজ ঈদ অফার

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজাজ মোটরসাইকেল দিচ্ছে আকর্ষনীয় ক্যাশব্যাক অফার! এই অফারের মাধ্যমে দেয়া হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক, এবং এছাড়াও ভাগ্যবান একজন ক্রেতা পেতে পারেন ১০০% ক্যাশব্যাক! বাজাজ বাংলাদেশ হটলাইনঃ

বাইক মডেলরেগুলার বিক্রয়মূল্যডিসকাউন্টঅফার মূল্য
Bajaj Pulsar NS160১,৯৯,৫০০১০,০০০১,৮৯,৫০০
Bajaj Pulsar 150 (Single Disc)১,৭৪,৯০০৪,০০০১,৭০,৯০০
Bajaj Discover 110১,১৯,৫০০5,000১,১৪,৫০০
Bajaj Platina 100 ES৯৭,৯০০৫,০০০৯২,৯০০
Bajaj CT100 ES৯৩,৫০০৫,০০০৮৮,৫০০

  

bajaj pulsar ns160 review বাজাজ পালসার এনএস১৬০

হিরো অস্থির অফার

রমজান মাস শুরু হবার আগেই হিরো মোটরসাইকেল ঘোষনা করেছিলো তাদের হিরো অস্থির অফার, যেখানে তারা ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলে দিচ্ছে ডিসকাউন্ট! হিরো মোটরসাইকেল হটলাইনঃ  01919-194222

মডেলপূর্বের মূল্যঅফার মূল্যডিসকাউন্ট
HF Deluxe Kick৮২,৯৯০৭৪,৯৯০৮,০০০
HF Deluxe Self৯২,৯৯০৮৩,৯৯০৯,০০০
Splendor +৯৩,৯৯০৮৪,৯৯০৯,০০০
I Smart 110৯৯,৯৯০৯১,৯৯০৮,০০০
I Smart 110+১,০১,৯৯০৯৩,৯৯০৮,০০০
Passion Xpro১,০৬,৯৯০৯৮,৯৯০৮,০০০
Glamour১,১১,৯৯০১,০৩,৯৯০৮,০০০
Ignitor১,১৮,৯৯০১,১০,৯৯০৮,০০০
Hunk SD১,৪৪,৯৯০১,৩৭,৯৯০৭,০০০
Hunk DD১,৫৪,৯৯০১,৪৭,৯৯০৭,০০০
Hunk SD (Matt Edition)১,৪৯,৯৯০১,৪২,৯৯০৭,০০০
Hunk SD ( Matt Edition)১,৫৯,৯৯০১,৫২,৯৯০৭,০০০

hero osthir offer 2019 অস্থির অফার ২০১৯

টিভিএস ইচ্ছেপূরন অফার

এবারের ঈদে টিভিএস মোটরসাইকেল দিচ্ছে এক আকর্ষনীয় ডিসকাউন্ট অফার। তারা তাদের ফ্ল্যাগশিপ বাইক টিভিএস এপাচি আরটিআর ১৬০ ফোরভি বাইকের সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক - উভয় ভার্শনেই দিচ্ছে ৮ হাজার টাকা ডিসকাউন্ট! টিভিএস বাংলাদেশ হটলাইনঃ  01919-194222

মডেলপূর্বের মূল্যবর্তমান মূল্য
Apache RTR 160 4V (DD)২,০৪,৯০০১,৯৬,৯০০
Apache RTR 160 4V (SD)১,৮৬,৯০০১,৭৮,৯০০

tvs rtr 160 4v offer icchapuron offer eid offer ইচ্ছেপূরন অফারআশা করা যাচ্ছে, ২০১৯ সালের ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানির দেয়া এসকল অফার সকলেরই উপকারে আসবে, এবং বাইক কিনতে ইচ্ছুক যেকারো জন্য বাইক ক্রয় আরো সহজ হবে!