Triump Rocket 3 - পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনের বাইক!

This page was last updated on 23-Nov-2022 11:54am , By Raihan Opu Bangla

২০০৪ সালে Triump তাদের Triump Rocket III বাইকটি লঞ্চ করে সবাইকে অবাক করে দিয়েছিল। যদিও বাইকটি সবাইকে অবাক করার জন্য তৈরি করা হয়ছিল, কিন্তু এর ইঞ্জিন ছিল ২৩০০ সিসি। তবে এবার Triump আবারও পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তাদের নতুন বাইক দিয়ে। ২০২১ সালে আরও বড় ইঞ্জিন দিয়ে তারা লঞ্চ করেছে Triump Rocket 3

Triump Rocket 3 - পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনের বাইক!

  triump rocket 3 with bigger engine 


বৃটেনের সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে Triump Motorcycle Ltd। কোম্পানিটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। থাইল্যান্ডে তাদের বড় একটি ম্যানুফ্যাকচারিং প্লান্ট রয়েছে। তারা মুলত ৬৫০ থেকে ২৫০০সিসি পর্যন্ত রেঞ্জ এর মধ্যে বাইক তৈরি করে থাকে।


তাই বলা যায় তারা আমাদের জন্য নিয়ে এসেছে Triump Rocket 3, যাতে দেয়া হয়েছে তিন সিলিন্ডার যুক্ত ইঞ্জিন ও ইঞ্জিন থেকে 167 BHP @ 6000 RPM এবং 221 NM of Torque @ 4000 RPM উৎপন্ন হয়ে থাকে। বর্তমানে বিশ্বের যেকোন বাইকের চেয়ে এই বাইকের টর্ক সবচেয়ে বেশি।


  


যেহেতু বাইকটিতে অনেক বড় একটি ইঞ্জিন দেয়া হয়েছে, তাই বাইকটির এত টর্ক রেয়ার এ ট্রান্সমিশনের জন্য এর সাথে যুক্ত করা হয়েছে ৬ স্পিড একটি গিয়ারবক্স। আপনি ভাবছে এত টর্কের কারনে হয় বাইকটি গিয়ার শিফটিং কিছুটা হার্ড হবে। কিন্তু তা নয়, টর্ক এসিস্ট ক্লাচের কারণে গিয়ার শিফটিং আরও স্মুথ হয়েছে। এই বাইকটিতে দেয়া হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম।


কনভেনশনাল থ্রটল সিস্টেমের পরিবর্তে এই বাইকটিতে দেয়া হয়েছে ওয়ার সিস্টেম, যা সাধারণত আপনি হাই-পারফর্মেন্স গাড়িতে পেয়ে থাকবেন। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে বড় বড় দুটি এলইডি হেডলাইট। বাইকটির হ্যান্ডেল বার বাইরের দিকে প্রশস্ত করা। 


এছাড়া বাইকটি নেকেড স্পোর্টস মানে হচ্ছে এর কোন কিট নেই, তাই আপনি এর ইঞ্জিনটি বাইরে থেকে সরাসরি দেখতে পাবেন।


  triump rocket 3 250cc exhust engnie footpeg 

বাইকটি পুরোপুরি এলুমিনিয়ার ফ্রেম এবং সিঙ্গেল সাইড সুইং আর্ম এর সাথে কাস্ট এলুমিনিয়াম। এর সামনে দিকে দেয়া হয়েছে ৪৭মিমি আপ-সাইড ডাউন কার্টরিজ ফ্রন্ট ফর্ক, কম্প্রেশন এবং রিবাউন্ড, অপরদিকে তারা দিয়েছে ৩২০মিমি ডুয়েল ডিস্ক ব্রেক এর সাথে ৪টি পিস্টন যুক্ত মনোবলিক ক্যালিপার। 


টায়ারের কথা যদি বলি তবে, সামনের দিকে দেয়া হয়েছে ১৫০ সেকশন টায়ার এবং রেয়ারে দেয়া হয়েছে ২৪০ সেকশন রেয়ার টায়ার এর সাথে যুক্ত করা হয়েছে ৩০০ মিমি ডিস্ক ব্রেক। রেয়ার সিট এর নিচে দেয়া হয়েছে পুরোপুরি এডজাস্টেবল শোয়া পিগিব্যাক RSU এর সাথে রয়েছে রিমোট হাইড্রোলিক প্রিলোডেড হুইল ও মনোশক সাসপেনশন।


Triump Rocket 3 বাইকটির সিট হাইট হচ্ছে ৭৭৩মিমি এবং বাইকটি ওজনে ২৯১ কেজি। বাইকটি ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি হচ্ছে ১৮ লিটার। ট্রয়াম্প এর মতে বাইকটি ১৪.৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করবে, যা আপনি ঢাকা শহরে টয়োটা একুয়া গাড়ি থেকে পেয়ে থাকবেন।


  


স্পিডোমিটারটি মোটামুটি সব ফিচার্স সমৃদ্ধ এবং এতে সব ধরনের ওয়ার্নিং লাইটস দেয়া হয়েছে, ও এটি টিএফটি মাল্টিফ্যাংশন যুক্ত একটি ইন্সট্রুমেন্ট। বাইকটির স্প্লিট সিট রয়েছে এবং এর পিলিয়ন সিট স্যাডেল আপ করা। আর রাইডারের উপর নির্ভর করে বাইকটিতে দেয়া হয়েছে অনেক গুলো রাইডিং মোড। 


সেফটি ফিচার্স এর ক্ষেত্রে বাইকটিতে দেয়া হয়েছে সব ধরনের এবিএস, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা আপনি আপনার রাইডিং মোড অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। তাই আপনি আপনার থ্রটল রেসপন্স অনুযায়ী আপনার রাইডিং এর পরিবর্তন আনতে পারবেন।


Triump Rocket 3 বাইকটি চারটি ভিন্ন ভিন্ন মডেলে পাওয়া যাবে। বেস বা বলা যায় মুল ভার্সন কে বলা হচ্ছে Rocket 3R, এরপর রয়েছে Rocket 4GT, এবং এর সাথে রয়েছে দুটি লিমিটেড ভার্সন GT Triple Black & 3R Black।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Energica EsseEsse9+

Energica EsseEsse9+

Price: 0.00

Energica Ego+

Energica Ego+

Price: 0.00

Energica Eva Ribelle

Energica Eva Ribelle

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

CF Moto 250CL-C

CF Moto 250CL-C

Price: 429999.00

AIMA AM-Snow Leopard

AIMA AM-Snow Leopard

Price: 0.00

AIMA AM-MINE

AIMA AM-MINE

Price: 0.00

View all Upcoming Bikes