ঈদ উপলক্ষে হিরো’র ২০ হাজার টাকা ছাড়!
This page was last updated on 04-Jul-2024 09:39am , By Shuvo Bangla
হিরো মটোকর্প বাংলাদেশের তৃতীয় জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। ২০১০ খ্রিস্টাব্দে হিরো হোন্ডা থেকে হোন্ডা আলাদা হয়ে যাবার পর ২০১১-তে হিরো মটোকর্প যাত্রা শুরু করে। হিরো এবার ঈদ উপলক্ষে রমজান মাস জুড়েই নগদ ২০ হাজার টাকা মূল্য ছাড় দিচ্ছে।
হিরো মটোকর্প এর সঙ্গে চুক্তিবদ্ধ নিটল নিলয় গ্রুপ এবং বাংলাদেশে গত ৫ বছর ধরেই নিলয় মটরস লিমিটেড বাংলাদেশ হিরো’র পরিবেশক হিসেবে কাজ করছে। সম্প্রতি তারা দেশে বাইক ম্যানুফেকচারিং প্ল্যান্ট দিচ্ছে, যেখানে প্রতিবছর ১৫০,০০০ বাইক তৈরি করা যাবে। এখানে হিরো অংশীদারিত্ব থাকবে ৫৫ শতাংশ এবং বাকি ৪৫ শতাংশ থাকবে নিলয় মটরস এর।
বছর জুড়েই হিরো ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম অফার দিয়েই চলেছে। একবার তো তারা তাদের হিরো এক্সট্রিম বাইকে ৫০ হাজার টাকা মূল্য ছাড় দিয়েছিলো! তাছাড়া মাঝেমধ্যেই তারা মোটরসাইকলের সার্ভিসিং ও খুচরা যন্ত্রাংশের ওপর বিশেষ ডিসকাউন্ট কুপন দেয়।
আমরা হিরো’র তিনটি বাইক টেস্ট করেছি। এর মধ্যে হিরো প্লিজার টাকে সবচেয়ে আকর্ষণীয় স্কুটার মনে হয়েছে। এটা নারী-পুরুষ সবার জন্যই উপযোগী একটি স্কুটার। তাছাড়া তারা ১০০ সিসি’র দুটি বাইকও বাজারে ছেড়েছে। যেগুলো কমিউটার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে মানুষের কাছে।
আমরা হিরো এক্সট্রিম স্পোর্টস টেস্ট করেছিলাম। কিন্তু এটা আমাদের পছন্দ হয়নি। কারণ এতে অনেক ত্রুটিবিচ্যুতি রয়েছে এবং এর ইঞ্জিনের শব্দটাও ভালো লাগেনি। তাছাড়া এই প্রথম কোনো হিরো বাইকে আমি ভাইব্রেশন অনুভব করেছি। সত্য কথা বলতে কী, প্রথমে বাইকটা আমার ভালো লাগেনি। তবে এক মাস চালানোর পর এর মধ্যে আমি কিছু ক্ষেত্রে খুবই মজা পেয়েছি, যেটা আগে পুরনো সিবিজেড এক্সট্রিমে পেতাম।
হিরো’র মূল্যছাড়ের তালিকা
রমজান মাসজুড়ে হিরো তাদের বেশ কয়েকটি বাইকে ২০ হাজার টাকা মূল্যছাড় দিচ্ছে। মডেলগুলোর তালিকা নিচে দেওয়া হলো :
- এইচএফ ডিলাক্স কিক ও সেল্ফ
- স্প্লেনডার প্রো
- আই স্মার্ট
- প্যাশন প্রো
- গ্ল্যামার
- হাঙ্ক (শুধু লাল, কালো ও সিলভার কালারে)
- এক্সট্রিম স্পোর্টস
অফারটি আগামী ৫ জুলাই পর্যন্ত চালু থাকবে। স্টকে থাকা পর্যন্তই এ সুযোগ পাওয়া যাবে।
তথ্যের জন্য যোগাযোগ করুন :
মেসার্স নিলয় মটরস
ঠিকানা : ৮৮, শহীদ তাজউদ্দিন এভিনিউ, ঢাকা, বাংলাদেশ।
টেলিফোন : +৮৮ ০২ ৮৮৭০৩৭০
হটলাইন : ০৯৬৩ ৬৬৬৬৬৬৬