৮০-১২৫ সিসি বাইকের জন্য অন্যতম সেরা টায়ার হতে পারে Apollo Actigrip R1 এবং Apollo Actistreer F1
This page was last updated on 23-Dec-2024 01:09pm , By Raihan Opu Bangla
আমরা সাধারণত ১৫০ সিসি বা তার উপরের বাইকের টায়ারের ক্ষেত্রে যেমন আলোচনা শুনে থাকি সেই তুলনায় কম সিসির বাইকের ক্ষেত্রে ভালমানের টায়ার নিয়ে তেমন আলোচনা হয় না। বাংলাদেশের অধিকাংশ কমিউটার সিরিজের বাইক ব্যবহারকারীদের একটি বড় অংশ ৮০-১২৫ সিসি মোটরসাইকেলের চালকগণ।
Apollo Actizip R1 এবং Apollo Actistreer F1
এই ধরণের বাইক গুলোর মধ্যে সাধারণত সামনে ২.৭৫-১৭ এবং পিছনে ৩.০০-১৭ সাইজের টায়ার ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু টায়ার বাইকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং একমাত্র টায়ার ই রাস্তার সাথে বাইকের সংযোগ, ব্যালান্সিং এবং ব্রেকিং বজায় রাখে তাই ৮০-১২৫ সিসি বাইকারদের জন্য Apollo Tyres Bangladesh নিয়ে এসেছে Apollo Actigrip R1 এবং Apollo Actistreer F1 হতে পারে অন্যতম একটি সেরা পছন্দ।
বিশ্বখ্যাত টায়ার ব্র্যান্ড Apollo এর বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ইফাদ মটরস লিমিটেড, যারা বাংলাদেশে অশোক লেল্যান্ড এবং রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ব্র্যান্ড নিয়েও কাজ করে থাকে।
তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম এবং গ্রাহক সন্তুষ্টির কথা ভেবে তারা কমিউটার বাইকারদের জন্য বেশ কিছু টায়ার মডেল এনেছে, যার মধ্যে ব্যক্তিগত ভাবে বিভিন্ন রাস্তা এবং আবহাওয়াতে প্রায় ২৫০০ কিলোমিটার ব্যবহার করে এই দুইটি মডেল আমার কাছে খুবই ভাল মনে হয়েছে। বাজারে এটি Actigrip বা Actisteer নামেও পরিচিত বটে।
Actizip R1 টায়ারটি রিয়ার বা পিছনের এবং এর সাইজ ৩.০০-১৭ এবং Actistreer F1 টায়ারটি ফ্রন্ট বা সামনের এবং এর সাইজ ২.৭৫-১৭। টায়ার দুইটি টিউবলেস ও মাল্টিপারপস ক্যাটাগরির, ফলে যে কোন রাস্তায় সেরা পারফর্মেন্স দিতে সক্ষম।
বলে রাখা ভাল, ৮০-১২৫ সিসির বাইকের গতানুগতিক ডিজাইন অনুযায়ী চাকা গুলো বেশ চিকন হয়ে থাকে, সেইক্ষেত্রে Actizip R1 এবং Actistreer F1 টায়ারটি বেশ ভাল ব্যালান্সিং নিশ্চিত করেছে।
উভয় টায়ারের গ্রিপ গুলো খেয়াল করলে দেখা যায় মাল্টিপারপাস ব্লক থ্রেড প্যাটার্ন দেওয়া আছে, ফলে সিটি এবং হাইওয়ে এর মসৃণ রাস্তার পাশাপাশি গ্রামের ভাঙাচোরা রাস্তা এবং অমসৃণ ও হালকা কাদা অথবা বালিযুক্ত রাস্তাতেও এটি বেটার গ্রিপ ধরে রাখে, পাশাপাশি এই টায়ারের ব্রেকিং ডিস্টেন্স ও খুবই কম।
সঠিক টায়ার প্রেশার মেইনটেইন করলে এই টায়ার ব্যবহারে বাইকে অধিক লোড নিয়ে চালানো হলেও ব্রেকিং, ব্যালান্সিং বা মাইলেজ এ তেমন কোন প্রভাব ফেলে না এবং প্রায় ২৫০০ কিলোমিটার এর অভিজ্ঞতায় এখন পর্যন্ত আমার স্লিপ বা স্কিড করার মত ঘটনার সম্মুখীন হইনি। এর সাথে টায়ার গুলো টিউবলেস হওয়ার কারনে সহজে লিক বা পাংচার হওয়ার ঝুকি নেই।
এখন বাইকারদের মনে প্রশ্ন জাগতে পারে, এই টায়ার দুইটির দাম কেমন হতে পারে? টায়ারের গুণগত মান এবং ফিচারস দেখে একে বেশি সিসির বাইকের মত দামী বলে মনে হলেও Apollo Bangladesh টায়ারটির মূল্য রেখেছে কম্যুটার বাইক ব্যবহারকারীদের হাতের নাগালেই!
- Apollo ACTIZIP R1 3.00-17- ৩৯০০ টাকা মাত্র
- Apollo Actistreer F1 2.75-17 – ৩১০০ টাকা মাত্র
তাই আপনার বাইকের ব্রেকিং, ব্যালান্সিং ও রাইডিং কম্ফোর্ট নিয়ে আপোষ না করতে চাইলে ইন্সটল করতে পারেন একজোড়া Apollo Actizip R1 এবং Apollo Actistreer F1 টায়ার।