ঈদ আনন্দ অফার দিচ্ছে হিরো মোটরসাইকেল !!!!!
This page was last updated on 09-Jul-2024 03:58am , By Saleh Bangla
হিরো মোটরসাইকেল ২৫শে এপ্রিল থেকে শুরু করেছে হিরো মোটরসাইকেল ঈদ আনন্দ অফার । এই অফারের উপর নির্ভর করে হিরোর নির্দিষ্ট কিছু মোটরসাইকেল প্রায় ১৬,১০০টাকা পর্যন্ত ডিস্কাউন্ট যা কমিউটিং মোটরসাইকেলের ক্ষেত্রে প্রায় সর্বোচ্চ পরিমানের ডিসকাউন্ট।
স্টক শেষ না হওয়া পর্যন্ত ঈদ আনন্দ অফার চলবে এবং ২৫শে এপ্রিল তারিখ থেকে হিরো মোটরসাইকেল অথোরাইজড ডিলারস এবং ডিস্ট্রিবিউটার থেকে এই অফারটি পাবেন।
ঈদ আনন্দ অফার হিরো মোটরসাইকেলেরঃ
তালিকাতে দেখতে পারছেন যে হিরো মোটরসাইকেল হিরো স্পেলন্ডার প্লাস, এইচএফ ডিলাক্স, স্প্লেন্ডার আই স্মার্ট ১১০ এবং গ্ল্যামার । এই তিন ধরনের মোটরসাইকেলে প্রায় ১৬-১১ হাজার টাকার ডিস্কাউন্ট অফার দেওয়া হয়েছে। যেটা কমিউটিং মোটরসাইকেলের জন্য প্রায় সর্বোচ্চ। হিরো হাঙ্ক(ডুয়েল ডিস্ক) এবং এইচএফ ডিলাক্স (কিক স্টার্ট) এই দুই ধরনের মোটরসাইকেলে প্রায় ১০,০০০ টাকার ছাড় দেওয়া হয়েছে ।
হিরো স্পেলন্ডার প্লাস বাংলাদেশে ১০০ সিসির সব থেকে বেশি বিক্রিত মোটরসাইকেল। করপোরেট সেগমেন্টে বাইকটি বেশ জনপ্রিয়। বাইকটি ৯৮ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন যেটা প্রায় ৮.১ বিএইচপি পাওয়ার এবং ৮ এনএম দিতে সক্ষম। বাইকটিতে কিক এবং সেলফ স্টার্ট দুটোর মাধ্যমে চালু করা যায়। বাইকটির ফ্রন্ট সাস্পেনশন এ টেলিস্কোপ এবং রিয়ার হল সুইং আর্ম সাস্পেনশন সাথে শক আবজর্ভার ।
বাইকটিতে ড্রাম ব্রেকস এবং এ্যলয় হুইলস দেওয়া আছে কিন্তু টায়ারগুলো টিউবলেস না। বাইকটির ওজন ১০৯ কেজি এবং বাইকটিতে প্রায় ১১ লিটার তেল নিতে সক্ষম । বাইকটি দেখতে বেশ স্টাইলিশ এবং হেডলাইটগুলো হ্যালোজেন টাইপের । হিরো স্প্লেন্ডার এবং এইচএফ ডিলাক্স এর ইঞ্জিন, চেসিস এবং সাস্পেনশন একই রকম কিন্তু ডিজাইন ফ্রেম একটু ভিন্ন ধরনের ।
হিরো আই স্মার্ট ১১০ হিরো কোম্পানির ১১০ সিসি এর মোটরসাইকেল, যেটা অন্যান্য কমিউটিং মোটরসাইকেল এর তুলনায় বেশ স্টাইলিশ এবং এর দাম প্রিমিয়াম সেগমেন্টে করা হয়েছে । হিরোর এই ঈদ আনন্দ অফারটি অন্যান্য মোটরসাইকেল কোম্পানির জন্য বেশ প্রতিদ্বন্দীকর হয়ে উঠবে এবং খুব শীঘ্রই আমার ধারনা মতে মোটরসাইকেল কোম্পানিগুলো এগুলোর উপর নির্ভর করে তাদের বাইকের দাম কমিয়ে আনতে পারে ।