ইয়ামাহা রাইডিং একাডেমির ট্রেইনারদের বাইক প্রদান করল এসিআই
This page was last updated on 20-Nov-2023 03:23am , By Raihan Opu Bangla
ইয়ামাহা রাইডিং একাডেমির ট্রেইনারদের বাইক প্রদান করা হলো
৫ বছরেরও বেশি সময় ধরে ইয়ামাহা রাইডিং একাডেমি বাংলাদেশের তাদের রাইডিং ট্রেইনিং প্রোগ্রাম পরিচালিত করে আসছে।
ইয়ামাহা রাইডিং একাডেমি হতে এখন পর্যন্ত ৫০০০+ বাইকপ্রেমি বাইক রাইডিং শিখেছে, যাদের মধ্যে প্রায় ৩০০০ জন মেয়ে ও ২০০০ জন ছেলে। বর্তমানে ঢাকা ও ফরিদপুরের পাশাপাশি মোট ১৩ টি জেলা হতে রাইডিং ট্রেইনারদের বাছাই করে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তারা যেন নিজ নিজ জেলায় রাইডিং ট্রেইনিং পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে সবাইকে একটি করে ইয়ামাহা স্যালুটো বাইক প্রদান করা হয়েছে। সেইসাথে ১৩ টি জেলায় ইয়ামাহা স্পীড গার্ল রাইডিং ট্রেইনার দ্বারা মেয়েদের স্কুটার চালানোর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরসাইকেল। ইয়ামাহা মোটরসাইকেল ভবিষ্যত রাইডারদের জন্য ইয়ামাহা রাইডিং প্রোগ্রাম চালু করেছে।
ঢাকা এবং ফরিদপুরে এই প্রোগ্রাম নিয়মিত ভাবে আয়োজিত হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি যে ইয়ামাহা বাংলাদেশের অন্যান্য অঞ্চল গুলোতেও এই প্রোগ্রাম আয়োজন করবে।
ইয়ামাহা রাইডিং ট্রেইনিং প্রোগ্রামের ট্রেইনারদের আরও ভালো ভাবে ট্রেইনিং প্রদানের জন্য তাদের কে ইয়ামাহা এর পক্ষ থেকে ইয়ামাহা স্যালুটো বাইকটি প্রদান করা হয়েছে।
বিজি প্রেস মাঠে এই মোটরসাইকেল প্রদান অনুষ্ঠানটি সংঘঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর, সুব্রত রঞ্জন দাস, সহকারী অধ্যাপক ডক্টর মোঃ আসিফ রায়হান, এক্সিডেন্ট রিসার্চ ইনিস্টিটিউট, বুয়েট সহ এসিআই মোটরস এর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ডক্টর মোঃ আসিফ রায়হান তার কিছু অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া ট্রাফিক রুলস ও সেফটি নিয়ে কিছু কথা বলেন। এরপর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস বাইকার ট্রেইনারদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
এরপর ট্রেইনারদের কে বাইকের চাবি প্রদান করা হয়। সবাই একসাথে ফটোসেশন করেন। এখানে ১৩টি জেলার ট্রেইনারগণ উপস্থিত ছিলেন। তবে আশা করা যাচ্ছে ভবিষ্যতে অন্যান্য জেলারে ট্রেইনারদেরও মোটরসাইকেল প্রদান করা হবে।
আমরা আশা করছি যে, ভবিষ্যতে প্রতিটি জেলায় রাইডিং ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এছাড়া বিস্তারিত জানতে ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।