ইয়ামাহা এর নতুন দাম ঘোষণা করল এসিআই মোটরস

This page was last updated on 05-Dec-2022 03:18am , By Raihan Opu Bangla

সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের মোটরসাইকেলের দাম বৃদ্ধি করেছে। বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেলের ভেতর অন্যতম ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “উইন্টা ভাইবস অন”, যেখানে তারা তাদের বাইকের নতুন দাম ঘোষণা করেছে।

কিছু দিন আগে আমরা দেখতে পেয়েছি যে মোটরসাইকেলের দাম বৃদ্ধি হতে পারে। আর ইয়ামাহা এখন তাদের মোটরসাইকেলের নতুন দাম ঘোষণা করেছে। তবে এই দাম বৃদ্ধি বাইক বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। 

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরসাইকেল।  সম্প্রতি এসিআই মোটরস এবং ইয়ামাহা তাদের পার্টনারশিপের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করেছে। 

ইয়ামাহা মোটরসাইকেলের নতুন দাম দেখার জন্য এখানে ক্লিক করুন

বর্তমানে বাইক আমদানী করা এবং LC বন্ধ রয়েছে, সে কারণেই মোটরসাইকেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরও কারণ রয়েছে যেমন ডলারের দাম বৃদ্ধি, পরিবহন খরচ, গোডাউন খরচ, উৎপাদন খরচ সব কিছুই বৃদ্ধি পেয়েছে, যার কারণে বাইকের দামও কিছুটা বেড়েছে। 

এই নতুন দাম পুরো ডিসেম্বর মাসে জন্য প্রোযোজ্য হবে, এবং পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত দাম বহাল থাকবে। তবে যারা বর্তমান দামে বাইক ক্রয় করবেন তাদের জন্য গিফট হিসেবে থাকছে ফ্রী উইন্টার জ্যাকেট। 

ইয়ামাহার নতুন দাম ও বাইক সম্পর্কে জানতে আপনার নিকটস্থ ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এছাড়া নতুন সব খবর, তথ্য ও টিপস এর জন্য ভিজিট করুন বাইকবিডি ওয়েব সাইট। ধন্যবাদ।