ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তিতে স্পেশাল ক্যাশব্যাক অফার!
This page was last updated on 21-Jan-2025 06:22pm , By Shuvo Bangla
এই নভেম্বরে ইয়ামাহা বাংলাদেশ তাদের ৫ম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে। সেই উপলক্ষ্যে ইয়ামাহা তাদের কিছু সিলেক্টেড মডেলের উপর দিচ্ছে স্পেশাল ক্যাশব্যাক অফার এবং উপহার। ইয়ামাহা স্পেশাল এই ক্যাশব্যাক অফারে তাদের জনপ্রিয় কিছু মোটরসাইকেল মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক। এই অফারে তার সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে।
ইয়ামাহা এর ৫ম বর্ষপূর্তিতে স্পেশাল ক্যাশব্যাক অফার!
মূল বিষয় শুরু করার আগে আপনি যদি r15 v3 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।
Yamaha Fazer V2 বাইকটিতে দিচ্ছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক। বাইকটি বাংলাদেশের বাইকারদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়া এর ট্যুরিং এবিলিটির জন্য বাইকটি অনেকের কাছেই প্রিয়। অপর দিকে এর মধ্যে একটা ব্লকি ডিজাইন থাকার কারণে স্পোর্ট লুকস এসেছে। বর্তমান সময়ে ইয়ামাহা এর অন্যতম জনপ্রিয় বাইক মডেল হচ্ছে Yamaha FZS V3। ব্রেকিং, ব্যালেন্স এবং কন্ট্রোল সব দিক থেকে বাইকটি এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় বাইক হয়ে উঠেছে। ১৫০সিসি সেগমেন্টে বাইকটির লুকস এবং ডিজাইন বেশ আকর্ষণীয়।
ইয়ামাহা এই বাইকটিতে দিচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক। ইয়ামাহা স্যালুটো বাংলাদেশে ১২৫সিসি সেগমেন্টে বেশ জনপ্রিয় বাইক। বাইকটি ১২৫সিসি সেগমেন্টে বেশ পাওয়ারফুল একটি বাইক। এই বাইকটিতেও দেয়া হচ্ছে ৫,০০০ টাকার ক্যাশব্যাক। বাংলাদেশের বাইকারদের কাছে স্পোর্টস বাইক অনেক জনপ্রিয়। Yamaha R15 V3 বাংলাদেশে জনপ্রিয় একটি স্পোর্টস বাইক। ইয়ামাহার এই বাইকটি ক্রয় করার সাথে কাস্টোমার পেয়ে যাবেন Nolan N87 সিরিজের হেলমেট। এর সাথে ইয়ামাহা বাইক ক্রয় করার সাথে সাথে কাস্টোমার পেয়ে যাবেন একটি টি-শার্ট গিফট।
এই ক্যাশব্যাক অফারটি চলবে পুরো নভেম্বর মাস জুড়ে। মানে ১লা নভেম্বর থেকে অফারটি শুরু হয়েছে চলবে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত।
সম্প্রতি কিছু দিন আগে ইন্ডিয়াতে বহু জল্পনা কল্পনার পর লঞ্চ হয়েছে Yamaha R15 V4 এবং Yamaha R15M। বাইক দুটি ডিজাইন ও লুকসের দিক থেকে প্রায় কাছাকাছি হলেও অনেক কিছুর পার্থক্য রয়েছে। আবার বলা যায় ইঞ্জিনের পাওয়ার দিক থেকেও বাইক দুটি আলাদা। R15 V4 এবং R15M বাইক দুটি এর আগের ভার্সনের কিছুটা হলেও এডভান্সড। আমরা আশা করছি এসিআই মটোরস খুব শীঘ্রই বাংলাদেশে R15 V4 এবং R15M বাইক দুটি অফিশিয়ালি লঞ্চ করবে।