ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জানুয়ারী ২০২৫
This page was last updated on 16-Jan-2025 01:01pm , By Raihan Opu Bangla
নতুন বছরে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে নতুন অফার। এই অফারটি হচ্ছে “ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জানুয়ারী ২০২৫”। ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের জন্য নতুন অফার নিয়ে এসে থাকে, সেই সুবাধে নতুন বছরে ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে এই এক্সচেঞ্জ অফার।
ইয়ামাহা এক্সচেঞ্জ অফার জানুয়ারী ২০২৫
এখনই আপনার পুরাতন মোটরসাইকেলটি এক্সচেঞ্জ করে নিয়ে আসুন নতুন ইয়ামাহা মোটরসাইকেল। ঢাকাসহ সারা দেশে ইয়ামাহা ডিলার পয়েন্টগুলোতে চলতি ক্যাশব্যাক অফারের সাথে থাকছে এক্সচেঞ্জ স্পেশাল ডিসকাউন্ট। এই অফারটি পুরো জানুয়ারী ২০২৫ মাসব্যাপী চলবে।
Also Read: Motorcycle Price In Bangladesh
এই অফারে আপনি আপনার যেকোন মডেলের পুরাতন মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি ইয়ামাহা ছাড়াও আপনার যেকোন ব্র্যান্ডের যেকোন মডেলের মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে পারবেন।
এক্সচেঞ্জ অফারটি গ্রহণ করতে আপনাকে আপনার মোটরসাইকেলের বিস্তারিত সহ একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি আপনি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে এক্সচেঞ্জ অফার পোস্টে পেয়ে যাবেন।
এছাড়া আরও বিস্তারিত জানতে আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এই সিজনে আপনি যদি ইয়ামাহা এর মোটরসাইকেল ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তবে এই অফারটি গ্রহণ করতে পারেন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম, রাইডিং টিপস, সেফটি গিয়ার্স সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।