ইয়ামাহা ইদ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০২১

This page was last updated on 29-Jul-2024 12:37pm , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাইকারদের জন্য দিচ্ছে ইদ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০২১, এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় কয়েকটি মডলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার। এই অফারে তারা সর্বোচ্চ ১৬,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। 

ইদ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০২১

ইদ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০২১

এসিআই মোটরস লিমিটেডে বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। এই ইদে ইয়ামাহা তাদের জনপ্রিয় মোটরসাইকেল মডেলের উপর দিচ্ছে দারুন ক্যাশব্যাক অফার। এই অফারটি চলবে পুরো মে মাস জুড়ে, এর মানে হচ্ছে অফারটি ১ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে। 


এই অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় মোটরসাইকেল মডেলে দিচ্ছে সর্বোচ্চ ১৬,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গত বছর ইয়ামাহা জনপ্রিয় ক্যাফে রেসার বাইক Yamaha XSR 155

Yamaha XSR 155 First Impression Review


Yamaha XSR 155 বাইকটি রেট্র ডিজাইন ও আধুনিক লুকস এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে দেয়া হয়েছে ১৫৫সিসি ইঞ্জিন, যা থেকে 19.06 BHP @ 10,000 rpm এবং  14.7 Nm @ 8500 rpm উৎপন্ন হয়ে থাকে। ইয়ামাহা এই বাইকটিতে দিচ্ছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক ও সেই সাথে এর সাথে রয়েছে ফ্রী স্টাইলিশ XSR জ্যাকেট।


এছাড়া বাংলাদেশের স্পোর্টস সেগমেণ্ট জনপ্রিয় বাইক হচ্ছে Yamaha R15 V3, এই বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ১৫,০০০/- টাকার ক্যাশব্যাক। অপর দিকে নেকেড স্পোর্টস ভার্সন Yamaha MT15 বাইকে দেয়া হচ্ছে ১৫,০০০/- টাকার ক্যাশব্যাক।


ইয়ামাহা আর ছাড় দিচ্ছে তাদের জনপ্রিয় মডেল Fazer FI V2 এবং FZS FI V3 ABS বাইক গুলোতে।  Fazer FI V2 বাইকটিতে দেয়া হচ্ছে ১০,০০০/- টাকার ক্যাশব্যাক এবং FZS FI V3 ABS বাইকটিতে দেয়া হচ্ছে সর্বোচ্চ ১৬,০০০/- টাকার ক্যাশব্যাক। FZS সিরিজটি বাংলাদেশে শুরু থেকে জনপ্রিয় ছিল, বর্তমানে FZS Fi V2 Dual Disc বাইকটি বাইকারদের কাছে অনেক জনপ্রিয়। 


এই বাইকটিতে দেয়া হচ্ছে ক্যাশব্যাক অফার, যেখানে দেয়া হচ্ছে ৬,০০০/- টাকার ক্যাশব্যাক। ১২৫সিসি সেগমেন্টে ইয়ামাহার এক মাত্র বাইক হচ্ছে Yamaha Saluto। বাইকটি ১২৫ সিসি সেগমেন্টে বেশ জনপ্রিয়, এই বাইকটিতে দেয়া হচ্ছে ৫,০০০/- টাকার ক্যাশব্যাক। 

ইদ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০২১

আমরা এমন একটি অবস্থা পার করছি যেখানে জীবনের ঝুঁকি রয়েছে। যদিও কোভিড-১৯ এর কারণে আমাদের জীবনের কিছুটা পরিবর্তন এসেছে। বর্তমানে কাজের জন্য বাইরে যেতে হলে পুরোপুরি সেফটি নিয়ে বের হতে হয়। তবে গণ পরিবহন ব্যবহার করা একটু বিপদজন। 


তাই টু-হুইলারের জনপ্রিয়তা বেড়েছে। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য সব সময় অফার নিয়ে হাজির হয়। এবারের ইদেও তারা নিয়ে এসেছে ইয়ামাহা ইদ স্পেশাল ক্যাশব্যাক অফার ২০২১ এই অফারটি এবারের ইদে বাইকারদের তাদের পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে সহায়তা করবে। ধন্যবাদ।