অবিশ্বাস্য দাম নিয়ে Honda CBR 150R এর নতুন কালার লঞ্চ হল
This page was last updated on 30-Jul-2024 08:51am , By Raihan Opu Bangla
বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে হোন্ডার নাম সবার উপরের দিকেই থাকবে। এর কারণ হচ্ছে অনেক আগে থেকেই দুই চাকার মোটরসাইকেল কে হোন্ডা নামেই ডাকা হয়। যদিও এখন পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে, কারণ বর্তমানে বাংলাদেশ অনেক মোটরসাইকেল কোম্পানি রয়েছে।
সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের অনেক কোম্পানি তাদের নতুন অনেক বাইক মডেল লঞ্চ করেছে। সেই সাথে কালার, গ্রাফিক্স এবং ডিজাইনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনা হয়েছে। সেই সূত্র ধরে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টে তাদের নতুন মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে।
বাংলাদেশের স্পোর্টস সেগমেন্টে Honda CBR 150R বাইকটি অনেক জনপ্রিয় একটি মডেল। স্পোর্টস সেগমেন্টের এই বাইকটি বাংলাদেশের অনেক বাইকারের স্বপ্নের বাইক। তাই হোন্ডা এবার তাদের স্পোর্টস বাইকটিকে নতুন ভাবে লঞ্চ করতে যাচ্ছে।
Honda CBR 150R এর নতুন তিনটি কালার লঞ্চ হল বাংলাদেশে
নতুন এই Honda CBR 150R বাইকটি লঞ্চ করা হচ্ছে নতুন কালার এবং সেই সাথে গ্রাফিক্সের নতুন কম্বিনেশন দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই নতুন বাইকটি মার্কেটে বেশ প্রভাব ফেলবে। কারণ CBR মডেলটির প্রতি প্রত্যেক বাইকারের একটি আকর্ষণ রয়েছে।
Honda CBR 150R এর এই নতুন ভার্সনটিতে সেভাবে কিছু পরিবর্তন আনা হয়নি। মুল ডিজাইন একই রাখা হয়েছে। ইঞ্জিন বা চেসিসেও সেভাবে কোন পরিবর্তন আনা হয়নি। শুধু মাত্র কালার ও গ্রাফিক্সের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
ইঞ্জিনের ক্ষেত্রে আগের মতোই ইঞ্জিনটি ফোর স্ট্রোক, DOHC, ফোর ভাল্ব ইঞ্জিন রাখা হয়েছে। এই ইঞ্জিন থেকে ১৬.৮৭ বিএইচপি @ ৯০০০ rpm এবং ১৪.৪ এনএম টর্ক @ ৭০০০ rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম।
এই নতুন CBR বাইকটি তিনটি নতুন কালারে লঞ্চ করা হয়েছে। কালার তিনটি হচ্ছে ভিক্টরি রেড ব্ল্যাক, মোটজিপি এডিশন বা রেপসল এডিশন এবং ট্রাই কালার বা তিন কালার।
নতুন বাইকটিতে মুল ডিজাইনের সেভাবে কোন পরিবর্তন আনা হচ্ছে না। এছাড়া এই নতুন তিনটি ভার্সনের মধ্যে ভিক্টরি রেড ব্ল্যাক ও ট্রাই কালারের দাম রাখা হয়েছে ৫,৬৫,০০০ টাকা এবং মোটজিপি বা রেপসল এডিশন এর দাম রাখা হয়েছে ৫,৭৫,০০০ টাকা।
লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে হোন্ডার এর প্রধান কার্যালয় কাওরান বাজার। লঞ্চিং ইভেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মিস্টার শিগেরু মাতসুযাকি। এছাড়া এই ইভেন্টে হোন্ডার উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
টিম বাইকবিডিও উপস্থিত ছিল এই লঞ্চিং এ। আমরা আশা করছি নতুন ভার্সনের এই CBR বাইকটি বাইকারদের অনেক পছন্দ হবে এবং বাইকারদের প্রত্যাশা পূরণ করবে। আপনি যদি বাইকটি ক্রয় করতে আগ্রহী হন তবে আপনার কাছাকাছি হোন্ডা মোটরসাইকেলের অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন।
অবশেষে হোন্ডা মার্কেট ট্রেন্ড এর সাথে চলা শুরু হয়েছে। আশা করা হচ্ছে নতুন ভার্সনের Honda CBR 150R বাইকটি বাইকারদের প্রত্যাশা পূরন করবে এবং মার্কেটে এর প্রভাব পরিলক্ষিত হবে। ধন্যবাদ।