টিভিএস ইদ মেগা ক্যাশব্যাক অফার - ১০০% পর্যন্ত ক্যাশব্যাক
This page was last updated on 29-Jul-2024 04:38am , By Raihan Opu Bangla
টিভিএস বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ইদ উল আযহা উপলক্ষ্যে টিভিএস সম্প্রতি ঘোষণা করেছে "ইদ মেগা ক্যাশব্যাক অফার", এই অফারে তারা দিচ্ছে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক।
মেগা ক্যাশব্যাক অফার
টিভিএস এর এই ১০০% ক্যাশব্যাক অফার সারা বাংলাদেশে যত গুলো টিভিএস এর অথোরাইজড শোরুম রয়েছে সেখান থেকে উপভোগ করা যাবে। এছাড়া এই অফারের সাথে রয়েছে টিভিএস এক্সচেঞ্জ অফার এবং সেই সাথে কিস্তি সুবিধা। টিভিএস এর বাইক মডেলস এর লাইন আপে অনেক গুলো ধরনের বাইক রয়েছে।
তারা কমিউটার থেকে শুরু করে নেকেড স্পোর্টস বাইক সব ধরনের মডেলেই দিচ্ছে ক্যাশব্যাক অফার। সম্প্রতি তারা বাংলাদেশে লঞ্চ করেছে ১৬০সিসি সেগমেন্টের TVS Apache RTR 160 2021 ভার্সন, যার সিঙ্গেল ডিস্ক ভার্সনের দাম রাখা হয়েছে ১,৬৯,৯০০/- টাকা। এছাড়া এই বাইকটির একটি ডুয়েল ডিস্ক ভার্সন রয়েছে। ডুয়েল ডিস্ক ভার্সনটির দাম রাখা হয়েছে ১,৭৪,৯০০/- টাকা।
নতুন এই ভার্সনটিতে যুক্ত করা হয়েছে নতুন গ্রাফিক্স এবং ১২০ সেকশন প্রশস্ত রেয়ার টায়ার। Apache RTR 160 বাইকটি ১৬০সিসি সেগমেন্টে অন্যতম একটি আকর্ষণীয় বাইক। বিশেষ ভাবে তরুণদের মাঝে বাইকটি বেশ জনপ্রিয়। বাইকটির দ্রুত এক্সেলারেশন এবং RTR এর পুরো মানে দাঁড়ায় যে Racing Throttle Response ।
TVS Apache RTR 160 Test Ride Review
TVS Apache RTR160 2021 বাইকটিতে দেয়া হয়েছে ১৬০সিসির ইঞ্জিন যা থেকে 13.9 BHP @ 8000 RPM & 13.03 NM of Torque @ 6500 RPM ক্ষমতা উৎপন্ন হয়ে থাকে। বাইকটিতে নতুন ভাবে যুক্ত করা হয়েছে ১২০ সেকশন রেয়ার টায়ার এবং নতুন গ্রাফিক্স।
এছাড়া ফিচার্সের মধ্যে নতুন ভাবে যুক্ত করা হয়েছে পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার। বাইকটি তিনটি কালারে পাওয়া যাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বাইকটির আগের ভার্সনে রেয়ার টায়ার ছিল ১১০ সেকশন কিন্তু এই ভার্সনে সেটা প্রশস্ত করে ১২০ সেকশন করা হয়েছে। যাতে করে হাই স্পিড রাইডের সময় আর ভাল ভাবে রাস্তায় গ্রিপ করতে পারে।
আবার অপর দিকে বলা যায় এই বাইকটি এই সেগমেন্টে অন্যতম বাইক, যার রয়েছে থ্রি পার্ট হ্যান্ডেল বার। স্টাইল ও ফিচার্স এর কারণে বাইকটি বাইকারদের মন জয় করে নেবে বলে আশা করা যাচ্ছে। গত বছরের শেষ দিকে টিভিএস সবাইকে অবাক করে দিয়েছে।
তারা লঞ্চ করেছিল TVS Apache RTR 160 4V স্মার্ট এক্স কানেক্ট সম্পূর্ন নতুন স্টাইলে। নতুন স্টাইল, ফিচার্স নিয়ে বাইকটি খুব দ্রুত বাইকারদের মন জয় করে নিয়েছে।
এই ইদ উল আযহা আরও অনেক আনন্দময় হয়ে উঠত তবে লক ডাউনের কারণে আমরা সবাই একটু হলেও কষ্ট পেয়েছি। গন পরিবহন ব্যবহার করা কিছুটা বিপদজনক তাই সবাই কম খরচ ও সাধ্যের মধ্যে যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে চান।
তাই টিভিএস এর রয়েছে কমিউটার সেগমেন্টের অনেক বড় একটি লাইন আপ। টিভিএস মেট্রো, মেট্রো প্লাস, স্ট্রাইকার সহ অনেক বাইক রয়েছে যা বাইকাদের কমিউটার সেগমেন্টে পছন্দনীয়। এই ইদ মেগা ক্যাশব্যাক অফার বাইকারদের তাদের পছন্দের টিভিএস বাইকটি ক্রয় করতে এবং ক্যাশব্যাক উপভোগ করতে সহায়তা করবে। ধন্যবাদ।