ইয়োংলি ব্রেক প্যাড নিয়ে কিছু ভালো এবং খারাপ অভিজ্ঞতা - আকাশ আহম্মেদ নীল
This page was last updated on 03-Sep-2024 03:37am , By Shuvo Bangla
আমি আকশ আহম্মেদ নীল । ইয়োংলি ব্রেক প্যাড নিয়ে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো । দীর্ঘদিন ধরে আমি হিরো থ্রিলার বাইক রাইড করছি । বাইকটি দিয়ে আমার ব্যক্তিগত কাজের বাইরেও আমি স্টান প্রাক্টিস করি , যার কারনে রেগুলার পার্টস এর মধ্যে আমার সব থেকে বেশি ক্ষয় হয় বাইকের টায়ার এবং ব্রেক প্যাড ।
ইয়োংলি ব্রেক প্যাড নিয়ে কিছু ভালো এবং খারাপ অভিজ্ঞতা
প্রথম দিকে কিছুদিন আমি স্টক ব্রেক প্যাড ব্যবহার করতাম কিন্তু বাইকবিডিতে ইয়োংলির রিভিউটা দেখার পর সিদ্ধান্ত নিলাম আমিও ইয়োংলি ব্রেক প্যাড ব্যাবহার করা শুরু করবো ।
এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ২ টি কারন ছিল
১ - তারা বলেছিল এটি পার্ফরমেন্স ব্রেক প্যাড , আমি যেহেতু স্টান রাইডার সো আমার এ ধরনের পার্ফরমেন্স ব্রেক প্যাড খুব বেশি প্রয়োজন ( স্টপি ফুটেজ )
২ - স্টক ব্রেক প্যাডের দামের সাথে কম্পেয়ার করলে স্টকের তুলনায় অনেক কম দামে আমি ইয়োংলির এই পার্ফরমেন্স ব্রেক প্যাড কিনতে পারি ।
আমি যখন স্টান করি এই কেবলার ফাইবার যুক্ত ব্রেক প্যাডটি আমাকে সর্বোচ্চ পার্ফরমেন্স দিয়ে থাকে । এই ব্রেক প্যড ব্যবহার এর আরো একটি সুবিধা হচ্ছে মটোমেকানিক বাংলাদেশে ইয়োংলি ব্রেক প্যাড ইম্পোর্ট করে তাদের ফেসবুক পেজে নক দিলে প্রডাক্ট গুলো হোডেলিভারি পেয়ে যাই কষ্ট করে দোকানে গিয়ে কিনতে হয়না আর বাংলাদেশে মটোমেকানিক ই একমাত্র ইয়োংলির ইম্পোটার হওয়ার কারনে প্রডাক্ট অথেনটিক কিনা এ নিয়ে চিন্তা করতে হয়না ।
সব কিছুরই সুবিধা অসুবিধা থাকে আমিও আমার রাইডিং অভিজ্ঞতায় ইয়োংলি ব্রেক প্যাডের কিছু সুবিধা অসুবিধা পেয়েছি ।
চলুন প্রথমে অসুবিধা গুলো নিয়ে আলোচনা করা যাক -
এটি যেহেতু পার্ফরমেন্স ব্রেক প্যাড সেহেতু ক্যালিপার পরিস্কার না রাখলে ক্যালিপার এর মধ্যে ময়লা কাদা জমলে ব্রেক প্যাড থেকে কিছুটা বাজে শব্দ আসে ।
ব্রেক ভালো পাই কিন্তু তার সাথে ডিস্ক তুলনামূলক স্টক ব্রেক প্যাডে যে পরিমান ক্ষয় হতো তার থেকে কিছুটা বেশি ক্ষয় হয় ।
ডিস্ক ক্ষয় হওয়া এবং ব্রেক প্যাড থেকে শব্দ আসার এই ইস্যু গুলো আগে খুব বেশি ছিল কিন্তু বর্তমান সময়ে মটোমেকানিক নাকি তাদের প্রডাক্ট এ বেশ কিছু আপডেট নিয়ে এসেছে এই আপডেট গুলো আনাতে এখন এর প্রডাক্ট গুলোতে এই ইস্যু অনেকটাই কম ।
অসুবিধার পাশাপাশি বেশ কিছু সুবিধাও পেয়েছি এই ব্রেক প্যাড থেকে -
ব্রেক বাইট খুবই ভালো
ব্রেক প্যাডের ক্ষয় কম তাই একটি ব্রেক প্যাড লং টাইম ব্যবহার করা যায়
স্টক ব্রেক প্যাড কিনতে যে টাকা লাগে তার অর্ধেক দামে ইয়োংলি কিনতে পারি
সব সময় এভেইলেভেল পাই
পাহাড়ে এবং লং রাইডে কখনো ব্রেক ফেল হওয়ার ইস্যু পাইনি কারন এই ব্রেক প্যাড খুব দ্রুত ঠান্ডা হতে সক্ষম ।
বৃষ্টির মধ্যেও এই ব্রেক প্যাডের পার্ফরমেন্স প্রশংসনীয়
আসলে আমরা অনেকে ব্যাবহার না করেই লোক মুখে শুনে পন্যের ভালো মন্দ বিচার করে ফেলি , এটা করা উচিৎ না । কারন ইয়োংলি ব্যবহার করার আগে আমিও অনেক ভুল ধারনা নিয়ে ছিলাম কিন্তু ব্যবহার করার পর রেজাল্ট পেয়েছি সম্পূর্ন ভিন্ন ।
আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম সবার মতের সাথে আমার মত নাও মিলতে পারে । সবাই ভালো থাকুন , বাইক চালানোর আগে অবশ্যই হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করুন ধন্যবাদ ।