Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ - তাফসির
This page was last updated on 01-Aug-2024 03:45am , By Shuvo Bangla
আমার নাম তাফসির খান , বাসা হালুয়াঘাট ময়মনসিংহ আমার বাইকের নাম Yamaha FZS FI । আজ আপনাদের সাথে এই বাইকটি নিয়ে আমার মালিকানা রিভিউ শেয়ার করবো । বর্তামানে এটাতে আমি ৪০ এর মতো মাইলেজ পাচ্ছি ।
আমার জীবনে প্রথম বাইক ছিলো ডিসকভার ১২৫, সত্যি বলতে জীবনের প্রথম বাইক সেটা একটু অন্য রকম ফিল কাজ করতেছিলো আমার মনে আছে যখন বাইক চালানো শিখছি সারাদিন বাইক নিয়ে পারে থাকতাম । এটার জন্য মা অনেক বকা দিছে কিন্তু কি করার বাইকের প্রতি একটা ভালোবাসা কাজ করতেছিলো ।
বাইক ভালোবাসি কারন এই বাইক আমাকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে । ছোট বেলা থেকে ইচ্ছে যখন টিভিতে দেখতাম বিভিন্ন জায়গায় আর মনে মনে ভাবতাম বড় হয়ে পুরো পৃথিবী আমি বাইক দিয়ে ঘুরবো । আমি আমার লাইফে অনেক বাইক পরিবর্তন করেছি কিন্তু বেশির ভাগ বাইক আমার কাছে কোন না কোন সমস্যা দেখা দিয়েছে আমি বিগত ৬ বছর যাবত এই বাইকটি ব্যবহার করতেছি এখন পর্যন্ত কোন প্রকার সমস্যা দেখা দেয় নাই যেমন আমি এক টানা ১৪ ঘন্টা বাইক চালিয়েছি কোন সমস্যা হয় নাই ।
আমি যখন বাইকটি কিনি তখন ২০১৮ সাল প্রথম এই ডাক নাইট কালো বাইকটা বের হয়েছে তখন । ময়মনসিংহ ইয়ামাহা শোরুম থেকে দুই লক্ষ উনষাট হাজার টাকা দিয়ে কিনেছিলাম । সবার মনে একটাই কাজ করে নতুন জিনিস তেমনি আমার মনে একটাই কাজ করছে আমার আরো একটা নতুন বাইক এবং বাবা এই বাইকের জন্য কোন টাকা দিতে চাই নাই ।
বাইক টি যখন প্রথম চালিয়েছিলাম তখন একটু অন্য রকম ফিল কাজ করতেছিলো। বাইকটি ইয়ামাহা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাই । বাইকের মাইলেজ ৪৫ +- পাই ।
বাইকের যত্ন বলতে আমি নিজের চেয়ে বেশি যত্ন বাইকটিকে করি । সবসময় ইয়ামাহা 10w40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি । হেডলাইট এবং মিটার চেঞ্জ করা হয়েছিলে কারন বাইকটি এক্সিডেণ্ট করেছিলো । বাইকের কোন অংশ মডিফাই করা হয় নাই । এই বাইক দিয়ে আমার সর্বোচ্চ স্পীড ছিলো ১৩৫ ।Yamaha FZS FI বাইকের কিছু ভালো দিক -
- চালিয়ে কম্ফোর্ট
- ব্রেকিং সিস্টেম অনেক সুন্দর
- ভালো মাইলেজ
- এল ই ডি মিটার
- ব্রেকিং সিস্টেম
Yamaha FZS FI বাইকের কিছু খারাপ দিক -
- কাদা রাস্তায় রাইড করতে সমস্যা হয়
- চেইনে সাউন্ড করে
এই বাইক টা দিয়ে আমি লং রাইডে সাজেক কক্সবাজার গিয়েছি আলহামদুলিল্লাহ ভালো পার্ফরমেন্স পেয়েছি । বাইটি নিয়ে যদি আমার চূড়ান্ত মতামত লিখতে হয় আমি এটাই বলবো যদি আমার আবার বাইক পরিবর্তন করতে হয় আমি আবার ইয়ামাহার এই বাইকটাই নিবো ইনশাআল্লাহ । রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ ।
লিখেছেনঃ তাফসির খান