Yamaha YZF-R1M ১০০০ সিসির বাইক এখন বাংলাদেশে । বিস্তারিত
This page was last updated on 16-Jul-2024 08:08am , By Raihan Opu Bangla
Yamaha YZF-R1M ১০০০ সিসির বাইক অনেক বাইকারের স্বপ্নের একটা বাইক। বাইকটি একবার নিজের চোখে অনেকেই দেখতে চান, কেমন হতো যদি আপনি বাংলাদেশে থেকেই নিজের চোখে বাইকটি দেখতে পান? Yamaha Global, বাংলাদেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ACI Motors কে টোকেন অফ গিফট হিসেবে Yamaha R1M পাঠিয়েছে বাংলাদেশে শোকেস করার জন্য।
কারন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৯৯৮ সিসির ইঞ্জিন। তবে ACI MOTORS এই বাইকটিতে হয়তো তাদের অফিসিয়াল কোন শোরুমে রাখবে , আপনি সেখান থেকে বাইকটি নিজ চোখে দেখতে পারেন।
Yamaha YZF-R1M বাইকটিতে কি কি আছে ?
YZF-R1M বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৯৯৮ সিসির liquid-cooled inline 4 cylinder DOHC; 4-valves per cylinder ইঞ্জিন। এই ইঞ্জিন Fuel injection যুক্ত এবং ইঞ্জিনটিতে রয়েছে YCC-T and YCC-I ।
সাসপেনশন হিসেবে বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 43mm Öhlins ® Electronic Racing Suspension NPX fork এবং পেছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে Öhlins® Electronic Racing Suspension single shock ।
R1M বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে Dual 320mm hydraulic disc, Brake Control System এবং ABS রয়েছে। পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে 220mm hydraulic disc , Brake Control System এবং ABS রয়েছে। বাইকটিতে সামনের দিকে ব্যবহার করা হয়েছে 120/70ZR17 সেকশন টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 200/55ZR17 সেকশন টায়ার।
বাইকটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৭ লিটার এবং বাইকটির ওজন ২০০ কেজি। বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার 200 PS @ 13500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক 112.4 Nm @ 11500 rpm উৎপন্ন হয়। Yamaha YZF-R1M ১০০০ সিসির বাইকটির ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন এবং হেলমেট ব্যবহার করুন। ধন্যবাদ।