বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল মডেল সুজুকি জিক্সার মনোটোনে চলছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার জানুয়ারি ২০২৬
This page was last updated on 08-Jan-2026 03:42pm , By Arif Raihan Opu
বাংলাদেশে বর্তমানে সিসি লিমিটেশন হচ্ছে ৩৭৫ সিসি পর্যন্ত। তবে যখন সিসি লিমিটেশন ১৬৫সিসি পর্যন্ত ছিল তখন বাংলাদেশে নেকেড কমিউটার স্পোর্টস সেগমেন্টে অনেক জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেল ছিল বা এখনও আছে। এই মডেল গুলো মধ্যে সুজুকি জিক্সার মনোটোন অন্যতম একটি মডেল।

সুজুকি জিক্সার মনোটোন আকর্ষণীয় ক্যাশব্যাক অফার -জানুয়ারি ২০২৬
১৫৫ সিসি সেগমেন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মডেল সুজুকি জিক্সার মনোটোন। মুলত বাজেট ফ্রেন্ডলী এবং লো মেইনটেনেন্স হবার কারনে এই বাইকটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া এর লুকস, স্টাইল এবং পারফর্মেন্স সব কিছু নিয়ে তরুণদের মাঝে বাইকটি বেশ সাড়া ফেলেছিল।
আরও পড়ুনঃ সকল সুজুকি মোটরসাইকেলের দাম

বর্তমান বাজারে বাইকটি এখনও অনেক বেশি জনপ্রিয়। তাই সুজুকি নতুন রূপে বাইকটি বার বার কাস্টমারদের জন্য নিয়ে এসে থাকে।
বাইকারদের জন্য তাই জিক্সার মনোটোন মডেলের উপর আকর্ষণীয় ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে র্যানকন মটর বাইকস লিমিটেড। এই ক্যাশব্যাকে সুজুকি জিক্সার মনোটোন মডেলে ৪,০০০ টাকা ক্যাশব্যাক থাকছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
ক্যাশব্যাকের পরে বাইকটির মূল্য -
- জিক্সার মনোটোন – পূর্বের মূল্য – ২০৫,৯৫০ টাকা মাত্র, বর্তমান মূল্য – ২০১,৯৫০ টাকা মাত্র।
- জিক্সার মনোটোন ক্লাসিক ম্যাট - পূর্বের মূল্য – ২০৮,৯৫০ টাকা, বর্তমান মূল্য – ২০৪,৯৫০ টাকা মাত্র।
শুধু ক্যাশব্যাক ই নয়, বাইকারদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে এই অফারের সাথে আরো যা যা থাকছে -
- ফ্রি বাইক কভার
- ১ দিনে রেজিস্ট্রেশন সুবিধা
- 0% রেটে ৬ মাসের EMI সুবিধা
তাই দেরি না করে এখনই অফারটি গ্রহণ করতে এবং আরো বিস্তারিত জানতে নিকটস্থ সুজুকি বাংলাদেশ এর অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর, এবং আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।