Yamaha Ray ZR 125 FI অফিসিয়ালি আসছে বাংলাদেশে
This page was last updated on 31-Jul-2024 05:26pm , By Shuvo Bangla
আমাদের দেশে Advance Technology এবং Stylish Look এর অনেক স্কুটার লঞ্চ হচ্ছে , আর এই ধারাবাহিকতায় এ সি আই মটরস লিমিটেড বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেবে Yamaha Ray ZR 125 FI ।
Yamaha Ray ZR 125 FI অফিসিয়ালি আসছে বাংলাদেশে
এই স্কুটারে এমন কিছু Specification রয়েছে যা টেকনোলজির দিক থেকে বাজারের অন্যান্য ব্রান্ড এর স্কুটারের থেকে সামনে এগিয়ে থাকবে । সামনের দিকে ভাইজরের সাথে রয়েছে LED পজিশন লাইট । হেডলাইট এবং ইন্ডিকেটরে রয়েছে হ্যালোজেন বাল্ব । সামনে ব্যবহার করা হয়েছে ১২ সাইজের রিমের সাথে ৯০ সেকশন এর টায়ার এবং পেছনে ১০ সাইজের রিমের সাথে ১১০ সেকশন এর টায়ার । উভয় টায়ার টিউবলেস ।
সামনে ১৯০ লিলিমিটার এর ডিক্স ব্রেক , পেছনে ড্রাম ব্রেক । Yamaha Ray ZR 125 FI স্কুটারটিতে রয়েছে ইউনিফাইড ব্রেক সিস্টেম । অর্থাৎ সামনের এবং পেছনের ব্রেক একত্রে কাজ করবে । এর ব্লোক পেটার্ন টায়ার যে কোন রোড কন্ডিশনে ভালো গ্রিপ দিবে ।
Yamaha Ray ZR 125 FI স্কুটারটিতে রয়েছে ১২৫ সিসির এয়ার কুল্ড , ৪ স্টোর্ক , সিঙ্গেল সিলিন্ডার FI ইঞ্জিন । ইঞ্জিনটি প্রডিউস করে 9.7 Nm Torque @ 5000 RPM এবং 8.2 PS Power @ 6500 rpm।
Yamaha Ray ZR Review 2018 - First Impression Review By Team BikeBD
স্কুটারটিতে রয়েছে অটো স্টার্ট অন অফ টেকনোলজি যার মাধ্যেমে আপনি স্কুটারটি নিয়ে ট্রাফিক সিগনালে থামলে স্টার্ট বন্ধ হয়ে যাবে আবার চালানোর জন্য যখন থ্রটল ধরবেন তখন অটোমেটিক স্টার্ট অন হয়ে যাবে । এর কারনে ফুয়েল খরচ কম হবে। সিটের নিচে রয়েছে ২১ লিটার স্টোরেজ ক্যাপাসিটি । ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫.২ লিটার। Full Digital Instrument Cluster এর সাথে রয়েছে ওডো মিটার, ফুয়েল গেজ, স্পিড মিটার, ট্রিপ মিটার সহ জাবতীয় ইনফর্মেশন দেখা যাবে ।
স্কুটারটির সামনে দেওয়া হয়েছে Telescopic Suspension এবং পিছনে রয়েছে Mono-Shock Absorbing Suspension । স্কুটারটির ওয়েট ৯৯ কেজি যা তুলনামূলক ভাবে কম, ফিমেল রাইডারদের জন্য এই ওয়েটে স্কুটারটি রাইড করার জন্য সুবিধা হবে। সিট হাইট ৭৮৫ মিলিমিটার ।
Yamaha Ray ZR 125 FI বাংলাদেশে ৫ টি কালারে পাওয়া যাবে -
- Metallic Black
- Cyan Blue
- Dark Matte Blue
- Reddish Yellow Cocktail
- Matt Red Metallic
Yamaha Ray ZR 125 FI স্কুটারটির বর্তমান বাজার মূল্য নির্ধারন করা হয়েছে ২,২৫,০০০ টাকা। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের দেশব্যাপী যেকোনো ডিলার পয়েন্টে প্রি-বুক করা যাবে।
প্রি-বুকিং মানি ৫০,০০০ টাকা। প্রি -বুক মানি জমা দিতে হলে আপনার বাছাইকৃত ডিলারপয়েন্টের সাথে যোগাযোগ করে প্ৰি-বুকিং মানি জমা দিতে পারবেন। এবং প্রি-বুকিং-এ রয়েছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক। ডেলিভারি শুরু হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। ধন্যবাদ।