Yamaha R15M এবং Yamaha R15 V4 প্রি-বুকিং করলেই পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক

This page was last updated on 30-Jul-2024 08:30am , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট প্রতিদিন পরিবর্তিত হচ্ছে এবং সেই সাথে প্রতিযীগতার বেড়েই চলছে। সকল মোটরসাইকেল কোম্পানি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। 

বাংলাদেশের মোটরসাইকেল কোম্পানি গুলোর মধ্যে বড় বড় নাম হচ্ছে ইয়ামাহা, হোন্ডা, সুজুকি, কাওয়াসাকি, বাজাজ, হিরো, টিভিএস, লিফান ইত্যাদি। 

প্রতিটি কোম্পানি কাস্টমারদের জন্য নিয়ে আসছে নতুন নতুন দারূণ অফার। এতে করে মোটরসাইকেলের মার্কেটের প্রতিযোগীতা বাড়ছে। সেই সূত্র ধরে ইয়ামাহা তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে প্রি-বুকিং অফার। 

ইয়ামাহা তাদের স্পোর্টস সেগমেন্টে R15 বাইকটির জন্য জনপ্রিয়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক মডেল হচ্ছে R15। এই বাইক মডেলটি স্টাইল লুকস এবং ডিজাইনের কারণে বাইকারদের মন জয় করে নিয়েছে। 

সম্প্রতি ইয়ামাহা এই মডেলের নতুন দুটি বাইকের প্রি-বুকিং নেয়া শুরু করেছে। ইয়ামাহা তাদের Yamaha R15M এবং R15 V4 এর দুটি কালার Metallic Grey & Racing Blue এর প্রি-বুকিং নেয়া শুরু করেছে।

Yamaha R15M এবং R15 V4 এর প্রি-বুকিং এমাউন্ট হচ্ছে ৫০,০০০ টাকা। সেই সাথে প্রি-বুকিং করলেই কাস্টমার পেয়ে যাবেন ১০,০০০ টাকা ক্যাশব্যাক।

বর্তমানে Yamaha R15M এর দাম হচ্ছে ৬,০৫,০০০ টাকা এবং Yamaha R15 V4 (Racing Blue) এর দাম হচ্ছে ৫,৯৫,০০০ টাকা।

yamaha-r15m-color

প্রি-বুকিং প্রসেসঃ

আপনি যদি প্রি-বুকিং করতে চান তবে আপনাকে ইয়ামাহা বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রি-বুকিং ফর্ম লিংক দেয়া আছে সেখানে আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার পর আপনার নাম্বারে একটি মেসেজ পাবেন এবং একটি কোড পাবেন। 

এরপর আপনাকে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুম বা ডিলার পয়েন্ট ২৪ ঘণ্টার মধ্যে প্রি-বুকিং এমাউন্ট জমা দিতে হবে। প্রি-বুকিং এমাউন্ট জমা দেয়ার পর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

আমরা আশা করছি যে এই অফারটি পুরো মে মাস জুড়েই চলবে। যদি আপনি এই বাইক দুটি ক্রয় করতে আগ্রহী হন, তবে এখনই প্রি-বুক করে আপনার কাছাকাছি ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।