Yamaha Motorcycles Cashback Offer | ইয়ামাহা সেপ্টেম্বর ক্যাশব্যাক অফার - BikeBD
This page was last updated on 14-Jul-2024 12:15am , By Ashik Mahmud Bangla
Yamaha Motorcycle Bangladesh তাদের মোটরসাইকেল এর উপর ঘোষনা করেছে Yamaha Bikes Cashback Offer । সেপ্টেম্বর মাসের জন্য তারা তাদের জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার । এই অফারটি পুরো সেপ্টেম্বর মাস জুড়ে চলবে ।
ACI Motors Ltd. বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, প্রায় প্রতি মাসেই তারা বাইকারদের জন্য নানা ধরনের অফার নিয়ে আসে । এছাড়া যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদের অনেক সুবিধা হয় ।
Yamaha Motorcycles Cashback Offer - সেপ্টেম্বর ক্যাশব্যাক অফার
সেপ্টেম্বরের শুরু থেকেই এই অফারটি চালু হতে যাচ্ছে, ইয়ামাহা তাদের জনপ্রিয় টু-হুইলার্স এ এই ক্যাশব্যাক অফার দিচ্ছে । এই অফারে ইয়ামাহা তাদের Yamaha FZS FI V3 এবং Yamaha FZ FI V3 দুটি মডেলেই তারা দিচ্ছে ১২,০৭৩/- টাকার ক্যাশব্যাক ।
Model | Regular Price (BDT) | Cashback (BDT) | Offer Price (BDT) |
Yamaha FZS V3 | 2,95,000 | 12,073 | 2,82,927 |
Yamaha FZ V3 | 2,90,000 | 12,073 | 2,77,927 |
Yamaha Ray ZR Street Rally | 1,65,000 | 6,037 | 1,58,963 |
এছাড়া তারা আরও ৬,০৩৭ টাকার ক্যাশব্যাক দিচ্ছে Yamaha Ray ZR Street Rally স্কুটারে । তবে তারা নতুন লঞ্চ হওয়া UBS ভার্সনের Ray ZR Street Rally স্কুটারটিতে কোন ধরনের কোন অফার দিচ্ছে না ।
এই অফারটি আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত চলবে । এই অফারটি উপভোগ করা যাবে সারা দেশে ইয়ামাহা এর যত গুলো অথোরাইজড ইয়ামাহা শো-রুম রয়েছে সব শো-রুম থেকে । Yamaha তাদের নতুন মডেলের মোটরসাইকেল এবং নতুন প্রযুক্তি নিয়ে এসেছে । কিছু দিন আগে তারা বাংলাদেশে লঞ্চ করেছে Yamaha FZS FI V3 মডেলের মোটরসাইকেল ।
>Click Here For Yamaha R15 V3 Monster Edition First Impression<
ইন্ডিয়াতে বাইকটি লঞ্চ হওয়ার অল্প কিছু দিন পরেই বাইকটি বাংলাদেশে লচন করা হয় । এবার তারা বাংলাদেশে লঞ্চ করেছে Yamaha R15 V3 Monster Edition এবং Yamaha Ray ZR Street Rally UBS ব্রেকিং সিস্টেম এর স্কুটার ।
Yamaha R15 V3 মডেলের মোটরসাইকেলটি আগের মভিস্টার ভার্সনের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে । বর্তমানে মনস্টার এনার্জি ইয়ামাহা মটোজিপি এর অফিশিয়াল স্পন্সর হিসেবে কাজ করছে ।তারা পুরো পৃথিবী জুড়ে মনস্টোর এডিশনের মডেলটি স্পেশাল এডিশন হিসেবে পাওয়া যাবে ।
Yamaha Motorcycles Cashback Offer টি বাইকারদের জন্য অনেক ভাল একটি অফার, যা বাইকারদের সাহায্য করবে তাদের পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি ক্রয় করতে । আশা করা যাচ্ছে, বাংলাদেশে ইয়ামাহা তাদের নতুন মডেলের এবং ফিচার্স সমৃদ্ধ মোটরসাইকেল গুলো দ্রুত নিয়ে আসবে ।