Yamaha Motorcycles Cashback Offer | ইয়ামাহা সেপ্টেম্বর ক্যাশব্যাক অফার - BikeBD

This page was last updated on 14-Jul-2024 12:15am , By Ashik Mahmud Bangla

Yamaha Motorcycle Bangladesh তাদের মোটরসাইকেল এর উপর ঘোষনা করেছে Yamaha Bikes Cashback Offer । সেপ্টেম্বর মাসের জন্য তারা তাদের জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার । এই অফারটি পুরো সেপ্টেম্বর মাস জুড়ে চলবে ।

  

Yamaha Motorcycles Cashback Offer

 ACI Motors Ltd. বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, প্রায় প্রতি মাসেই তারা বাইকারদের জন্য নানা ধরনের অফার নিয়ে আসে । এছাড়া যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদের অনেক সুবিধা হয় ।

Yamaha Motorcycles Cashback Offer - সেপ্টেম্বর ক্যাশব্যাক অফার

সেপ্টেম্বরের শুরু থেকেই এই অফারটি চালু হতে যাচ্ছে, ইয়ামাহা তাদের জনপ্রিয় টু-হুইলার্স এ এই ক্যাশব্যাক অফার দিচ্ছে । এই অফারে ইয়ামাহা তাদের Yamaha FZS FI V3 এবং Yamaha FZ FI V3 দুটি মডেলেই তারা দিচ্ছে ১২,০৭৩/- টাকার ক্যাশব্যাক ।

ModelRegular Price (BDT)Cashback (BDT)Offer Price (BDT)
Yamaha FZS V32,95,00012,0732,82,927
Yamaha FZ V32,90,00012,0732,77,927
Yamaha Ray ZR Street Rally1,65,0006,0371,58,963


এছাড়া তারা আরও ৬,০৩৭ টাকার ক্যাশব্যাক দিচ্ছে Yamaha Ray ZR Street Rally স্কুটারে । তবে তারা নতুন লঞ্চ হওয়া UBS ভার্সনের Ray ZR Street Rally স্কুটারটিতে কোন ধরনের কোন অফার দিচ্ছে না ।

Yamaha Motorcycles Cashback Offer

এই অফারটি আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত চলবে । এই অফারটি উপভোগ করা যাবে সারা দেশে ইয়ামাহা এর যত গুলো অথোরাইজড ইয়ামাহা শো-রুম রয়েছে সব শো-রুম থেকে । Yamaha তাদের নতুন মডেলের মোটরসাইকেল এবং নতুন প্রযুক্তি নিয়ে এসেছে । কিছু দিন আগে তারা বাংলাদেশে লঞ্চ করেছে Yamaha FZS FI V3 মডেলের মোটরসাইকেল ।

>Click Here For Yamaha R15 V3 Monster Edition First Impression<

ইন্ডিয়াতে বাইকটি লঞ্চ হওয়ার অল্প কিছু দিন পরেই বাইকটি বাংলাদেশে লচন করা হয় । এবার তারা বাংলাদেশে লঞ্চ করেছে Yamaha R15 V3 Monster Edition এবং Yamaha Ray ZR Street Rally UBS ব্রেকিং সিস্টেম এর স্কুটার ।

Yamaha R15 V3 মডেলের মোটরসাইকেলটি আগের মভিস্টার ভার্সনের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে । বর্তমানে মনস্টার এনার্জি ইয়ামাহা মটোজিপি এর অফিশিয়াল স্পন্সর হিসেবে কাজ করছে ।তারা পুরো পৃথিবী জুড়ে মনস্টোর এডিশনের মডেলটি স্পেশাল এডিশন হিসেবে পাওয়া যাবে ।

yamaha r15 v3 monster price bikebd yamaha motorcycle cashback offer

Yamaha Motorcycles Cashback Offer টি বাইকারদের জন্য অনেক ভাল একটি অফার, যা বাইকারদের সাহায্য করবে তাদের পছন্দের ইয়ামাহা মোটরসাইকেলটি ক্রয় করতে । আশা করা যাচ্ছে, বাংলাদেশে ইয়ামাহা তাদের নতুন মডেলের এবং ফিচার্স সমৃদ্ধ মোটরসাইকেল গুলো দ্রুত নিয়ে আসবে ।