Yamaha FZS V2 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - রমজান আলী

This page was last updated on 20-Nov-2023 08:59am , By Shuvo Bangla

আমার নাম রমজান আলী এবং পেশায় একজন চাকুরীজীবি। আমি Yamaha FZS V2 বাইকটি ব্যবহার করি । আজ আমার বাইকটি নিয়ে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।

Yamaha FZS V2

Yamaha FZS V2 বাইক নিয়ে রাইডিং অভিজ্ঞতা - রমজান আলী


আমি ঢাকার গুলশান কালাচাঁদপুর এলাকায় বাস করি । বাইকটা আমার খুবই ভালো লাগে এবং এর লুকিং কোয়ালিটি অনেক ভালো। সবাই এই বাইকটা অনেক পছন্দ করে। আমি ইয়ামাহার শোরুম Cresent Enterprise Mirpur থেকে বাইকটি ক্রয় করি।

বাইকটি ব্রেকিং পিরিয়ড এ চলার কারনে স্পিড ৪০ এর বেশি উঠাতে পারিনা। ভাবছি ব্রেকিং পিরিয়ড শেষ হলে লং টুরে যাব ইনশাআল্লাহ। এই বাইকটি আমি প্রতি লিটারে ৪০-৪৫ মাইলেজ পাচ্ছি। এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যায় পরি নাই। কিছু আলাদা পাটস লাগিয়েছি যেমন শাড়িগাড, সাইলেন্সার গার্ড।

Yamaha FZS V2

Yamaha FZS V2 বাইকের কিছু ভালো দিক -

  • ইঞ্জিন অনেক শক্তিশালী
  • ব্রেকিং
  • মাইলেজ
  • চাকা মোটা
  • সার্ভিসিং খরচ অনেক কম
  • ইঞ্জিন স্মুথনেস
  • লং টুরে যাওয়ার জন্য খুবই ভালো বাইক

Yamaha FZS V2

Yamaha FZS V2 বাইকের কিছু খারাপ দিক -

  • হালোজেন লাইট হওয়ায় বাইকটির আলো কম
  • নতুন অবস্থায় মাইলেজ একটু কম পাওয়া যায়
  • গিয়ার শিফটিং একটু হাড
  • নতুন অবস্থায় একটু ঝাকুনি লাগে

বাইকটির মুল্য এখন ২,৩০,০০০ টাকা। ২০০০ টাকা ক্যাশবাক ও আছে। ইয়ামাহা ১ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেয়। তাদের সার্ভিসের মান অনেক ভালো কিস্তিতেও নেওয়া যায়। এর স্পেয়ার পার্টস গুলো আপনি হাতের নাগালেই পাবেন। ধন্যবাদ ।

Yamaha FZS V2

লিখেছেনঃ রমজান আলী
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।