GPX মোটরসাইকেল দিচ্ছে ইদ অফার ২০২১!
This page was last updated on 29-Jul-2024 04:45am , By Raihan Opu Bangla
Speedoz Ltd বাংলাদেশে GPX Motorcycle এর একটা মাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা ২০২১ সালের ইদ উপলক্ষ্যে দিচ্ছে "ইদ অফার ২০২১"। এই অফারে রমজান মাস উপলক্ষ্যে যারা GPX এর বাইক ক্রয় করবেন তারা পেয়ে যাবেন ১৫,০০০/- টাকা ডিস্কাউন্ট এবং সেই সাথে প্রতিটি বাইকের সাথে দেয়া হবে অরিজিন ব্র্যান্ডের ফ্রী হেলমেট।
GPX মোটরসাইকেল দিচ্ছে ইদ অফার ২০২১!
এই ইদ অফার ২০২১ শুরু হয়েছে গত ২৬/০৪/২০২১ তারিখ থেকে এবং এটি চলবে শেষ রমজান পর্যন্ত। এই অফারটি বাংলাদেশে সকল GPX Showroom থেকে উপভোগ করা যাবে।
GPX Demon GR 165R – 1000 KM Road Test Review
মোটরসাইকেল হচ্ছে থাইল্যান্ডের একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্যান্ড, যাদের একটি স্পোর্টস বাইক কিছু দিন আগেই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। বাইকটিতে দেয়া হয়েছে, ১৬৫সিসি ইঞ্জিন চারটি ভাল্ব এর সাথে লিকুইড কুল ইঞ্জিন।
ইঞ্জিন থেকে 17.8 BHP @ 9000 RPM এবং 16 NM of Torque @6500 RPM উৎপন করতে পারে। বাইকটির হেডলাইট গুলো হচ্ছে পুরোপুরি এলইডি এবং টেইল লাইট গুলোও একই সাথে এলইডি। বাইকটি সাইজের দিকে থেকে একটু বড়সড় এবং এর সাথে যুক্ত করা হয়েছে স্পোর্টি হেডলাইট।
সামনের দিকে দেয়া হয়েছে ইউএসডি সাসপেনশন, অপর দিকে রেয়ারে দেয়া হয়েছে YSS, মাল্টিলিংক ৭ স্টেপ এডজাস্টেবল প্রিলোড সাসপেনশন। বাইকটির উভয় টায়ার ই টিউবলেস টায়ার এবং সামনের দিকে ১০০/৮০ সেকশন ও রেয়ারে ১৪০/৭০ সেকশন টায়ার দেয়া হয়েছে।
এছাড়া বাইকটিতে দেয়া হয়েছ ডুয়েল ডিস্ক ব্রেক, সামনের দিকে দেয়া হয়েছে ২৭৫মিমি ফ্রন্ট ডিস্ক এবং রেয়ারে দেয়া হয়েছে ২২০মিমি ডিস্ক ব্রেক। বাইকটির ফুয়েল ট্যাংকে ১১ লিটার ফুয়েল নেয়া যায় এবং বাইকটি ওজনে প্রায় ১৫৫ কেজি। GPX এর ফিচার্সের মধ্যে অন্যতম ফিচার হচ্ছে এর এলসিডি স্পিডোমিটার।
স্পিডোমিটারটির ডিস্প্লে বেশ বড় এবং অনেক ইনফরমেশন দেখা যায়। এছাড়া বাইকটিও বেশ বড়, আর অনেক ধরনের ফিচার্স যুক্ত করা হয়েছে। বাইকটি যখন লঞ্চ করা হয় তখন এর দাম রাখা হয়েছে ৩,৬০,০০০/- টাকা।
বাইকটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে, লাল, কালো এবং গ্রে। একটি শর্ট রাইড রিভিউ আমরা আমাদের বাইকবিডি ইউটিউব চ্যানেলে দিয়েছি। এই শর্ট রাইডে আমরা বাইকটির টপ স্পিড পেয়েছি ১৪৩ কিলোমিটার প্রতি ঘন্টা (স্পিডোমিটার অনুযায়ী)।
বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট এগিয়ে চলেছে, তবে যেহেতু আমাদের সিসি লিমিটেশন দেয়া হয়েছে এবং খুব শীঘ্রই এই লিমিটেশন বাড়ানোর কোন রকম সিদ্ধান্ত নেই, তাই সবাই কে ১৬৫সিসি এর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে হবে। তবে GPX Demon GR 165R কিছুটা হলেও আপনার প্রত্যাশা পূরন করতে পারবে বলে আমরা ধারনা করছি।