Yamaha Family Day - ইয়ামাহা রাইডার্স ডে আউট । বাইকবিডি
This page was last updated on 15-Jul-2024 06:03am , By Ashik Mahmud Bangla
ACI Motors – Yamaha Motorcycle Bangladesh তাদের কাস্টোমার্স এবং রাইডারদের জন্য আয়োজন করেছিল Yamaha Family Day । এই প্রোগ্রামের মুল উদ্দেশ্য ছিল ইয়ামাহা রাইডার ও তাদের ফ্যামিলির জন্য শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি দিয়ে একটা আনন্দময় দিন উপহার দেয়া ।
Yamaha Family Day একটি সুন্দর ও দারুন কনসেপ্ট । এসিআই - মোটরস গত বছর থেকে এই ফ্যামিলি ডে উদযাপন করে । এই বছর তারা আবার এই প্রোগ্রামের আয়োজন করে । এই প্রোগ্রামটির আয়োজন করা হয় গত ১১ অক্টোবর ২০১৯ তারিখে ৩০০ফিট এর হান্নানস কনভেনশন সেন্টার । প্রোগ্রামটি তে অংশ নেয়ার জন্য প্রতিটি কাপল কে আগে রেজিস্ট্রেশন করতে হয়েছে । রেজিস্ট্রেশনের ফি ছিল ২০০/- টাকা যেটা এন্ট্রি ফি হিসেবে নেয়া হয়েছে, তবে বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি ছিল ।
Watch >> Dhaka Bike Carnival 2017 Video
প্রোগ্রাম শুরু হয় সকালে, সেটি সারাদিন ধরে চলে শেষ হয় সন্ধ্যা ৬ টার সময় । প্রোগ্রামটি কে সুন্দর ও আনন্দদায়ক করার জন্য সেখানে অনেক কিছুর আয়োজন ছিল । এই প্রোগ্রামটি ইয়ামাহা রাইডারদের জন্য একটি সুযোগ ছিল তারা তাদের পরিবারের সাথে একটি ভাল সময় পার করার । প্রোগ্রামটি যেখানে হয়েছে সেখানে ইনডোর গেমস এর ব্যবস্থা ছিল ।
সেখানে ক্যারাম, বেলুন শুটিং, এর সাথে আরও অনেক গেমস এর ব্যবস্থা ছিল । সেখানে সুইমিং পুলের ব্যবস্থা ছিল । বাচ্চাদের জন্য ছিল কিডস জোন, যেখানে বাচ্চারা বেলুন ও বল এর সাথে খেলাধুলা করেছে । তাছাড়া খাবার দাবারের ব্যবস্থাও ছিল, যা খুব ই সুস্বাদু ।
ইয়ামাহা ফ্যামিলি ডে এর প্রোগ্রামে আরও আকর্ষনীয় একটা দিক ছিল । সেটি হচ্ছে টেস্ট রাইডিং ইভেন্ট । ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ই ছিল স্কুটার টেস্ট রাইড, এছাড়া ছিল বাচ্চাদের জন্য বেবি বাইক টেস্ট রাইড ইভেন্ট ।
টেস্ট রাইড ইভেন্টে পুরোপুরি সেফটি গিয়ার পরে এবং সেফটি দিকে খেয়াল রেখে পরিচালনা করা হয়েছে । পুরো প্রোগ্রামটি হয়েছে সারা দিন জুড়ে । প্রোগ্রামটি শেষ হয়েছে সন্ধ্যায় গিফট প্রদানের মাধ্যমে । ইয়ামাহ ফ্যামিলি ডে তে যেসব কাপল উপস্থিত ছিল তাদের সবাইকে গিফট প্রদান করা হয়েছে ।
Yamaha Family Day একটি সুন্দর প্রোগ্রাম, যেখানে বাইক রাইডাররা তাদের ফ্যামিলি সাথে একটি সুন্দর ছুটির দিন উদযাপন করতে পেরেছেন । আশা করা যাচ্ছে ইয়ামাহা নিয়মিত এই প্রোগ্রামের আয়োজন করবে এবং অন্যান্য কোম্পানি গুলোও এর মত নতুন কোন প্রোগ্রাম আয়োজন করবে । ধন্যবাদ ।