Yamaha Cashback Offer - অক্টোবর ২০১৯ । বাইকবিডি

This page was last updated on 11-Jul-2024 08:18am , By Ashik Mahmud Bangla

এসিআই মোটরস - ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ বাইকারদের জন্য নিয়ে এসেছে দারুন একটি অফার । ইয়ামাহা অক্টোবর ২০১৯ এ দিচ্ছে Yamaha Cashback Offer অক্টোবর ২০১৯, যার মধ্যে Yamaha FZS Fi V3 তে দিচ্ছে ১৮,০০০ টাকার ক্যাশব্যাক ।

এই ক্যাশব্যাক অফারে ইয়ামাহা তাদের জনপ্রিয় অনেক গুলো মোটরসাইকেল মডেলের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার ।

Yamaha Cashback Offer - অক্টোবর ২০১৯

ModelPriceCash Back Amount
FZS FI V3.0295,00018,000
FZ FI V3.0290,00025,000
Saluto Disc SE136,0007,000
Saluto Disc132,0004,000
Ray ZR (without UBS)165,0006,037


ইয়ামাহা তাদের Yamaha FZS Fi V3 দিচ্ছে ১৮,০০০/- টাকা এবং FZ Fi V3 মডেলে দিচ্ছে সর্বোচ্চ ২৫,০০০ টাকার ক্যাশব্যাক । এছাড়া ইয়ামাহা তাদের জনপ্রিয় কমিউটার সেগমেন্টের মডেল ইয়ামাহা স্যালুটো ১২৫ মোটরসাইকেলটিতেও দিচ্ছে দারুন অফার, এই অফারের সাথে ইয়ামার স্টাইলিশ স্কুটার রে জেডআর (ইউবিএস ছাড়া) তে রয়েছে দারুন ক্যাশব্যাক অফার । ইয়ামাহা স্যালুটো ১২৫ স্পেশাল এডিশন বাইকটিতে দিচ্ছে ৭০০০ টাকা এবং স্যালুটো ১২৫ ডিস্ক ব্রেকে দিচ্ছে ৪০০০ টাকার ক্যাশব্যাক অফার ।

>>Yamaha FZS V3 First Impression Review<<

অপর দিকে, ৬০৩৭ টাকার ক্যাশব্যাক দিচ্ছে ইয়ামাহা রে জেড (ইউবিএস ছাড়া) স্কুটারে । এই স্কুটারটি মাচো লুকস ও ডিজাইনের কারনে জনপ্রিয় । এই ইয়ামাহা ক্যাশব্যাক অফারটি চলবে অক্টোবর ২০১৯ এর পুরো মাস জুড়ে এবং শেষ হবে আগামী ৩১ শে অক্টোবর ২০১৯ তারিখে । ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের জন্য বিভিন্ন ধরনের অফার, ডিস্কাউন্ট এবং ক্যাশব্যাক দিয়ে থাকে । 

তাদের জনপ্রিয় সিরিজ হচ্ছে এফজেডএস সিরিজ । সেই শুরু থেকে এই সিরিজটি লুকস, ডিজাইন, স্টাইল এবং ফিচারের দিক থেকে এগিয়ে রয়েছে । বর্তমানে এই সিরিজের থার্ড ভার্সন বাংলাদেশে লঞ্চ হয়েছে । বাইকটি লুকস, ডিজাইন, স্টাইলে সব দিক থেকে থেকে নতুনত্ত্ব এসেছে আর বাইকটির সবচেয়ে আকর্ষনীয় ফিচার হচ্ছে এর এবিএস(এন্টিলক ব্রেকিং সিস্টেম) । 

  স্কুটারের দিক থেকেও ইয়ামাহা অনেক সমৃদ্ধ । তাদের রয়েছে স্টাইলিশ লুকস ও ডিজাইনের ইয়ামাহা রে জেডআর । কয়েক মাস আগে তারা এই স্কুটারটির UBS(Unified Braking Systems) ভার্সন বাংলাদেশে লঞ্চ করেছে । ইয়ামাহা তাদের স্পোর্টস সেগমেন্টে মোটরসাইকেল Yamaha R15 V3 তে কোন ধরনের অফার দিচ্ছে না । তবে এই অফারটি বাইকারদের তাদের পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল কেনায় সহায়তা করবে । ধন্যবাদ ।