Vespa Club Bangladesh এর আয়োজনে প্রথম বারের মত হল Gentlemans Ride
This page was last updated on 13-Jul-2024 03:42pm , By Ashik Mahmud Bangla
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও "ভেসপা ক্লাব বাংলাদেশের" কল্যানে ভেসপার জনপ্রিয়তা বেড়েই চলেছে । বাংলাদেশের ভেসপা রাইডারদের জন্য গত ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার তারিখে Vespa Club Bangladesh এর উদ্যোগে প্রথম বারের মত আয়োজিত হল “Gentlemans Ride”। রাইডটি ছিল বাংলাদেশে ভেসপা লাভারদের জন্য আয়োজিত অন্য রকম স্মরনীয় একটি দিন ।
মূল বিষয় শুরু করার আগে আপনি যদি Vespa bike price in Bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন। তাছাড়া বাইকের দাম সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।
২৭ শে ডিসেম্বর ২০১৯ তারিখে বিকেল ৩ টায় রাইড শুরু হয় । ভেসপা রাইডারদের মিটিং পয়েন্ট ছিল “মানিক মিয়া এ্যাভিনিউ”এবং তাদের গন্তব্য ছিল শেফস্ টেবিল কোর্টসাইড । তবে এর মধ্যে তাদের যাত্রা পথ ছিল বিজয় স্মরনী হয়ে নাবিষ্কো দিয়ে নিকেতন আড়ং এর সামনে দিয়ে গুলশান-১ হয়ে গুলশান-২ হয়ে নতুনবাজারের ১০০ ফিট রোড । জেন্টেলম্যানস রাইডের জন্য সবার একটি নির্দিষ্ট ড্রেস কোড ছিল । আর রাইড করতে হলে অবশ্যই এই ড্রেস কোড মেনে রাইড করতে হবে । “Gentlemans Ride” এর ড্রেস কোড ছিলঃ
- Tailor suit/Long coat/Blazer/Tuxedo/Waistcoat, (Hats Optional)
- Shoes or Boots
- Tie or Bow-Tie(Optional)
এছাড়া সবাইকে একটি নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হয়েছে এই রাইডের জন্য । রেজিস্ট্রেশন ফি নির্ধারন করা হয় ৩৫০/- টাকা । বাংলাদেশের ভেসপা লাভারদের জন্য এটি ছিল একটি অসাধারন দিন । প্রথম বারের মত এত বিশাল আয়োজনে বাংলাদেশের ভেসপা রাইডাররা এই রাইডের আয়োজন করেছে । ২৭ শে ডিসেম্বর ২০১৯ তারিখে বিকেল তিন টায় ভেসপা রাইডাররা তাদের মিট পয়েন্ট মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হয় । সেখান থেকেই তাদের জেন্টেলম্যানস রাইডের শুরু হয় । এই রাইডে ৫৫+ ভেসপা রাইডার অংশ গ্রহন করেন ।
এরপর সবাই সারি বদ্ধ ভাবে এক লাইনে নিয়ম মেনে বিজয় স্মরণী হয়ে নাবিস্কোর সামনে দিয়ে নিকেতন আড়ংএর সামনে চলে আসেন । সেখান থেকে গুলশান – ১, গুলশান – ২, হয়ে নতুন বাজার ১০০ ফিট রোড ধরে মাদানী এ্যাভিনিউ এর “শেফস্ টেবিল কোর্টসাইড” এ এসে রাইড শেষ হয় । এখান রাইডাররা তাদের ভেসপা গুলোকে সারিবদ্ধ ভাবে পার্কিং করেন । সেই সাথে চলে ফটোশুট । এরপর “MAKANAN” নামের একটি রেস্ট্রুরেন্ট এ রাইডারদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় । এই রেস্ট্রুরেন্টটি একটি মালায়শিয়ান কুজিন । এছাড়া রাইডারদের জন্য সৌজন্যমুলক গিফটের ব্যবস্থাও ছিল । খাওয়া দাওয়া এরপর হালকা ফটোশুট এরপর এই রাইডের সমাপ্তি ঘোষনা করা হয় । Vespa Club Bangladesh ভেসপা রাইডারদের জন্য এই আয়োজন সত্যিকার অর্থেই অসাধারন ছিল । এছাড়া এই “Gentlemans Ride” আয়োজন ভেসপা কিনতে আগ্রহী বা যারা ভেসপা রাইড করেন তাদের আরও উৎসাহী করতে তুলবে বাংলাদেশের ভেসপার জনপ্রিয়তা বাড়াতে ।
ছবি ও তথ্যসূত্রঃ ভেসপা ক্লাব বাংলাদেশ, Rupok Rahaman