অবশেষে লঞ্চ হচ্ছে Hero Xtreme 125R

This page was last updated on 23-Oct-2024 03:40am , By Badhan Roy

বাংলাদেশের বাইকিং কম্যুনিটির মধ্যে যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। পর পর কয়েকটি নতুন বাইক বাংলাদেশের বাজারে লঞ্চিং হওয়া তে বাইকারদের মধ্যে যেমন অপশন বেড়েছে, তেমনই সিসি, রাইডিং স্টাইল ও বাজেট অনুযায়ী ক্রেতারাও তাদের পছন্দের বাইকটি বেছে নিচ্ছেন তাদের মন মতই।

অবশেষে লঞ্চ হচ্ছে Hero Xtreme 125R

১২৫ সিসি সেগমেন্টে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে Hero Xtreme 125r. বাইকটি তার লুক এবং পাওয়ারের কারনে বহু বাইকারদের আকর্ষণের কারন। বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে Hero Bangladesh তথা Nitol-Niloy Motors Ltd. অবশেষে Hero Xtreme 125r এর লঞ্চিং এর ঘোষণা দিয়েছে। 

হিরো এর অফিশিয়াল পেজ থেকে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার, ২৪ শে অক্টোবর ২০২৪ তারিখে অফিশিয়ালি লঞ্চিং ও প্রি-বুকিং শুরু করা হবে Xtreme 125r বাইকটির। বাইকটির প্রি-বুকিং আপডেট ও প্রাইস লঞ্চিং এর দিন রিভিল করা হবে। অন্যদিকে হিরো বাংলাদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নভেম্বর থেকে বাইকটির ডেলিভারি শুরু করা হবে। 

 

বাইকটির মূল্য, প্রি-বুকিং ও অন্য সকল ধরণের আপডেট সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।