TVS নিয়ে এল "টিভিএস বিজয় উল্লাস অফার"
This page was last updated on 08-Jul-2024 09:46am , By Saleh Bangla
সম্প্রতি দেড় মাস আগে TVS তাদের সব ধরনের মোটরসাইকেল এর মূল্য কমিয়ে ছিল, কিন্তু তারা ডিসেম্বর মাসে আমাদের বিজয় দিবস উপলক্ষে নতুন করে তাদের সব ধরনের মোটরসাইকেল এর মূল্য কমিয়েছে। তারা এই অফার এর নাম দিয়েছে “টি.ভি.এস. বিজয় উল্লাস”। এই অফার ১০ ডিসেম্বর ২০১৭ থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত চলবে এবং TVS এর সারাদেশ ব্যাপী অথোরাইজড ডিলারদের কাছে এই অফার পাওয়া যাবে।
এই ডিসকাউন্ট অফার TVS Apache RTR, TVS Styker, TVS Metro Plus and Metro এর জন্য প্রযোজ্য। নিচে উল্লেখিত মোটরসাইকেল সমূহের বর্তমান মূল্য এবং এই ডিসকাউন্ট দেয়ার পর মূল্য দেয়া হল।
Model Name | Original price (BDT) | Price for the month of December 2017 (BDT) |
Apache RTR (Single Disc) | 1,85,900 | 1,78,100 |
Apache RTR (Duel Disc) | 1,72,900 | 1,69,100 |
Apache RTR (Glossy Red) | 1,64,900 | |
Stryker | 1,29,900 | 1,22,100 |
Metro Plus 110 (Disc) | 1,23,900 | 1,16,100 |
Metro Plus 110 (Drum) | 1,18,900 | 1,11,100 |
Metro (ES) | 1,04,900 | 98,500 |
Metro (KS) | 95,900 | 89,500 |
শীতের এই সময়টা হচ্ছে মোটরসাইকেল মার্কেট এর জন্য খুব ভাল সময়। কারন বছরের এ সময় টাতে ঈদ সহ নানা ধরনের ছুটি থাকে, তাতে এই সময়ে মোটরসাইকেল এর বিক্রি বেড়ে যায়।বাজাজের পরে টি.ভি.এস. অটো বাংলাদেশ লিমিটেড হচ্ছে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল কোম্পানী । তাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল এর মডেল হচ্ছে Apache RTR.
Also read: টি.ভি.এস অ্যাপাচি আর.টি.আর ১৫০ নিয়ে একটি রিভিউ - আরেফিনের লেখা
Metro এবং Stryker মোটরসাইকেল দুটি হচ্ছে বাংলাদেশে বিক্রি হওয়া কমিউটার মোটরসাইকেল এর মধ্যে অন্যতম। আমরা আশা করছি যে ২০১৮ সালের জানুয়ারী মাসের মধ্যে TVS Apache RTR 160 বাংলাদেশে লাঞ্চ হবে। এছাড়া আমরা আরও আশা করছি যে নতুন আপডেটেড TVS Apache RTR 160 ( RTR 200 এর ছোট ভার্সন) মোটরসাইকেলটিও খুব তারাতারি বাংলাদেশে লাঞ্চ হবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের মোটরসাইকেল হচ্ছে TVS এর। TVS XL 100 হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের মোটরসাইকেল যার মূল্য হচ্ছে ৫৯,৯০০ টাকা। XL 100 হচ্ছে মপড টাইপ মোটরসাইকেল যা যাত্রী বহন করার জন্য এবং মালামাল বহন করার উপযোগী করে তৈরি করা হয়েছে। এই মোটরসাইকেলটি কমিউটিং এর জন্য বিশেষ করে ঢাকা শহরে চলার জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে।
XL 100 মোটরসাইকেল এর আছে ১০০ সিঃ সিঃ ইঞ্জিন। এর ইঞ্জিন 4 BHP এবং 6.3 NM টর্ক উৎপন্ন করে। মোটরসাইকেলটির ওজন হচ্ছে ৭৫ কেজি এবং এটি ২১০ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে। এই বাইক সম্পর্কে বিস্তারিত আমরা আমাদের ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করব। “টি.ভি.এস. বিজয় উল্লাস” অফারটি ২০১৭ এর ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত থাকবে।