TVS Ronin 225 - নতুন প্রজন্মের ক্রুজার

This page was last updated on 18-Aug-2024 05:25pm , By Badhan Roy

TVS মোটর কেবলমাত্র পাওয়ারফুল ন্যাকেড স্পোর্টস এবং কম্যুটারই বানায় না, বরং তাদের লাইনআপ এ ২২৫ সেগমেন্ট এর অন্যতম সেরা ক্রুজার বাইক ও রয়েছে। Live and Ride Unscripted স্লোগানের সাথে TVS বেশ কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছে Ronin 225 মডেলটি। তরুন প্রজন্মের বাইকারদের টার্গেট করে তৈরী করা বাইকটি ক্রুজার সেগমেন্টে ইতিমধ্যেই ভারতসহ আন্তর্জাতিক মার্কেটে ভালই সাড়া ফেলেছে। তো এক নজরে TVS Ronin 225এর বিস্তারিত এই লেখায় বর্ণনা করা হলো।

 

TVS Ronin 225 - ডিজাইন 

TVS এর Ronin 225 বাইকে ক্রুজার শেপড ডিজাইন লক্ষ করা যায়। সিম্পল মিনিমালিস্টিক লুকের বাইকটি যথেষ্ট স্টাইলিশ বটে। Royal Enfield Hunter 350 এর সাথে Tvs Ronin 225 এর কিছুটা মিল লক্ষ্য করা যায়। ইংরেজি T শেপের ডি আর এল সহ গোল এলইডি হেডলাইট এবং পয়েন্টিং এলইডি ইন্ডিকেটর দেখতে অনেক সুন্দর এবং প্র্যাক্টিকাল। আপরাইট হ্যান্ডেলবার এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের পজিশন টা কিছুটা সাইডে হওয়াতে বাইকটিতে একটি ইউনিক লুক আসে। এক কথায় বাইকটির লুক নিয়ে বলা যায় “সিম্পলের মধ্যে গর্জিয়াস।“

TVS Ronin 225 - ইঞ্জিন স্পেসিফিকেশন 

Ronin 225 বাইকটিতে রয়েছে BS VI প্রযুক্তির ফুয়েল ইঞ্জেক্টেড (FI) অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার, SOHC ২২৫.৯ সিসির ৪ ভাল্ভ ৪ স্ট্রোক ইঞ্জিন যা ৭৭৫০ আরপিএম এ সর্বোচ্চ ২০.৪ হর্সপাওয়ার শক্তি ও ৩৭৫০ আরপিএম এ ১৯.৪ মিটার টর্ক উৎপন্ন করে। ওয়েট মাল্টিপ্লেট এসিস্ট এন্ড স্লিপার ক্লাচ এবং ৫ স্পিড গিয়ারবক্স একটি স্মুথ এবং প্রতি গিয়ারেই কুইক রেসপন্স দিতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০-১২৫ কিমি প্রতি ঘন্টায়।

TVS Ronin 225 - ফিচারস 

Ronin 225 এর কিছু উল্লেখযোগ্য ফিচারস হলো:

সিট হাইট, ওজন ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ৭৯৫ মি.মি এর সিট হাইটের সাথে ১৮১ মি.মি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে বাইকটিতে, ফলে কম উচ্চতার বাইকাররাও বাইকটি সহজেই রাইড করতে পারবেন। ১৫৯ কেজি ওজনের কার্ব ওয়েট হওয়াতে বাইকটি কিছুটা ভারী মনে হলেও ক্রুজার বাইকের স্টেবিলিটির জন্য এইরকম ওজন হওয়া স্বাভাবিক যা চলন্ত বাইকে বিন্দুমাত্র প্রভাব ফেলে না। 

ইগনিশন সিস্টেম: সেলফ ইলেক্ট্রিক ইগনিশন।

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার: সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিতে গতানুগতিক ক্লাস্টারগুলোর থেকে ভিন্ন ডিজাইনের, গোল শেপের। TVS এই ক্লাস্টারটির নাম দিয়েছে Asymmetric Cluster. ক্লাস্টার টি ছোট হলেও এতে ফুয়েল লেভেল, একাধিক ট্রিপ মিটার, স্পিডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার, সার্ভিস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, এবিএস ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ঘড়ি ইত্যাদি অনেক রকম তথ্য দেখা যায়।  

গ্লাইড থ্রু টেকনলজি: ট্রাফিক জ্যামে এই প্রযুক্তির মাধ্যমে ক্লাচ ছাড়লেই পিকআপ ঘোরানোর প্রয়োজন নেই, ৩ গিয়ার পর্যন্ত বাইক আস্তে আস্তে নিজে থেকেই অগ্রসর হতে থাকবে। নিঃসন্দেহে এটি ট্রাফিক জ্যামে রাইডার এবং ইঞ্জিনের উপর প্রেশার কিছুটা হলেও কমায়।

২ টি রাইডিং মোড: রাইডার তার পছন্দমত রেইন, এবং আরবান মোডে বাইকটি সেট করে তার নিজস্ব চাহিদা অনুযায়ী পাওয়ার আউটপুট এবং এবিএস ইন্টেন্সিটি নিতে পারবেন। মোড গুলোর কারনে নির্দিষ্ট আরপিএম এ যথাযথ টর্ক আউটপুট এবং সর্বোচ্চ স্পিড অটোমেটিক লক হয়ে যায়, পাশাপাশি রাস্তার ধরণ বুঝে এবিএস এর ইন্টেনসিটি ফাংশন করবে যা বিভিন্ন রোড কন্ডিশনে যথেষ্ট হেল্পফুল এবং দরকারি। নিঃসন্দেহে এটি একটি অত্যাধুনিক ফিচার বটে। 

XConnect অ্যাপ কানেক্টিভিটি: রাইডার তার স্মার্টফোনের অ্যাপ দ্বারা সহজেই বাইকের মাইলেজ, সার্ভিস ও অয়েল চেঞ্জ এর দরকারি তথ্য, ব্যাটারি ভোল্টেজ, টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, কল এন্ড এসএমএস নোটিফিকেশন সহজেই বাইকের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে সিংক করিয়ে নিতে পারবেন। এতে বেটার রাইডিং ও মেইনটেইনেন্স এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব।

টিউবলেস টায়ার: বাইকটির টায়ার সাইজ- সামনের টায়ার 110/70-17, পিছনের টায়ার: 130/70-17. টিউবলেস ওয়াইড ব্লক থ্রেড টায়ার বাইকটিতে দেওয়া হয়েছে যা মাল্টিপারপাস, ফলে সব ধরনের রাস্তায় ব্যবহারের পাশাপাশি সহজে পাংচার বা লিক হওয়ার ঝুঁকি কম। 

ব্রেক: Ronin 225বাইকটিতে ৩০০ মি.মি এর ফ্রন্ট ও ২৪০ মি.মি এর রিয়ার ডিস্ক ব্রেক ব্যাবহার করা হয়েছে। বাইকটির মাস্টার সিলিন্ডারে DOT 4 টাইপ অয়েল ব্যাবহার করা হয়েছে। ডুয়াল চ্যানেল ও সিঙ্গেল চ্যানেল দুই ধরনের এবিএস ভার্শনের বাইক আন্তর্জাতিক বাজারে পাওয়া যায়। 

সাসপেনশন সিস্টেম: বাইকটির সামনে আপসাইড ডাউন (USD) ও পিছনে মাল্টি এডজাস্টেবল মনোশক অ্যাবজর্বার ব্যাবহার করা হয়েছে যা রাইডিং আরামদায়ক করবে বলে ধারণা করা যায়।

এডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার: ৩ স্টেপের এটজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার বাইকটিতে ব্যবহার করা হয়েছে যাতে রাইডার তার সুবিধা অনুযায়ী ক্লাচ ও ব্রেক লিভারের পজিশন এডজাস্ট করে নিতে পারেন।

মাইলেজঃ মোট ১৪ লিটারের ফুয়েল ক্যাপাসিটির সাথে প্রতি লিটার জ্বালানী তেলে বাইকটি ৪২-৪৫ কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম। নিঃসন্দেহে উচ্চ সিসি বিবেচনায় এটি অনেক ভাল মাইলেজ, তবে জ্বালানীর মান ও রাইডিং স্টাইলের উপরে মাইলেজ কম বেশি হতে পারে।  

এই ছিল এক নজরে Ronin 225এর এক নজরে বিস্তারিত। ক্রুজার সেগমেন্টে বাংলাদেশের বাজারে অপশন খুবই কম, সিসি লিমিট বৃদ্ধির কারনে ক্রুজার সেগমেন্টে TVS Ronin 225 অন্যতম সেরা একটা পছন্দ হতে পারে বলে আমাদের ধারণা। TVS বাংলাদেশ বাইকারদের কথা মাথায় রেখে বরাবরের মতই স্পেয়ার পার্টসের সহজলভ্যতা এবং সন্তোষজনক বিক্রোয়োত্তর সেবা নিশ্চিত করে বাইকটি রিজনেবল প্রাইসে অতিদ্রুত বাংলাদেশের বাজারে লঞ্চ করবে বলে আমরা আশাবাদী। 

বাইকের লঞ্চিং, মূল্য ও প্রি বুকিং, বিষয়ক তথ্য সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes