TVS Apache RTR 160 Race Edition লঞ্চ হলো বাংলাদেশে|টিভিএস অটো বাংলাদেশ
This page was last updated on 29-Jul-2024 12:50am , By Ashik Mahmud Bangla
TVS Auto Bangladesh লঞ্চ করেছে TVS Apache RTR 160 Race Edition, যে বাইকটি ১৬০সিসি সিরিজের অন্যতম পাওয়ার প্যাক্টড মোটরসাইকেল । এই মোটরসাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে, বাইকটি টিভিএস এর টিভিএস এপাচি আরটিআর সিরিজের গুনাগুন, স্টাইল ধরে রেখেছে এবং সেই সাথে যুক্ত হয়েছে রেসিং গ্রাফিক্স ও থ্রিডি ঘোড়ার লোগো।
TVS Apache RTR 160 Race Edition লঞ্চ হলো বাংলাদেশে|টিভিএস অটো বাংলাদেশ
নতুন এই ভার্সনটিতে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে । যেমন সম্পূর্ন ইউনিক স্বর্নালী ফর্ক, হাই গ্রিপ রেয়ার টায়ার, আর্টিস্টিক স্পিডোমিটার, নতুন রেক্সিন সিট যা বাইকটিকে আরও আকর্ষনীয় করে তুলেছে ।
Also Read: TVS Eid Uthsob Offer 2018
লঞ্চিং ইভেন্টে মিস্টার দিলীপ সিনিয়র, ভাইস প্রেসিডেন্ট - ইন্টারন্যাশনাল বিজনেস, টিভিএস মোটরস উপস্থিত ছিলেন, তিনি বলেছেন, " টিভিএস এপাচি আরটিআর সিরিজি পুরো বিশ্ব জুড়ে প্রায় ৩.৫ মিলিয়ন বাইকাররা ব্যবহার করে আসছে এবং বাংলাদেশের তরুন মধ্যে বাইকটি একটি বিশেষ ভালবাসার জায়গা তৈরি করেছে । এই রেসিং ডিএনএ এর বিশেষত্ব আরও বাড়িয়ে তুলেছে TVS Apache RTR 160 Race Edition এর লঞ্চিং এর মাধ্যমে ।
মোটরসাইকেলটি বিশেষ ভাবে রেসিং এর জন্য গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে এবং এর সাথে যুক্ত হয়ে ৩৭ বছরের রেসিং এর ইতিহাস, যা একে আরও আকর্ষনীয় করেছে । বাংলাদেশ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ন বাজার, আমরা বিশ্বাস করি এই লঞ্চিং এর মাধ্যমে বাংলাদেশে টিভিএস এর যাত্রা পথ আরও সুগম হবে ।"
টিভিএস অটো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ইকরাম হোসেইন বলেন - " আমরা টিভিএস অটো এর সাথে প্রায় ১২ বছর ধরে কাজ করছি এবং টিভিএস এপাচি সিরিজটি বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় । আর TVS Apache RTR 160 Race Edition লঞ্চের মাধ্যমে বাইকটি আরও বেশি জনপ্রিয়তা পাবে । বাইকটি আমাদের ২০৩টি ডিলার শপে খুব শীঘ্রই পাওয়া যাবে । "
TVS Apache RTR 160 Review By Team BikeBD
নতুন এই মোটরসাইকেলটিতে রয়েছে ১৫৯.৭সিসি বিশিষ্ট সিঙ্গেল সিলিন্ডার, ফোর ষ্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন । এই ইঞ্জিন থেকে প্রায় ১১.১২ কিলো ওয়াট @ ৮০০০আরপিএম এবং ১৩.০৩ এনএম টর্ক @ ৬০০০± ৩০০ আরপিএম পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে ।
বাইকটি এর রেসিং ডিএনএ ধরে রেখেছে, এই বাইকটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম । এই রেসিং এডিশনে দেয়া হয়েছে পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার এবং এর রং পরিবর্তন করা যায়, যা নীল থেকে সাদায় পরিনত করা সম্ভব । নতুন এই TVS Apache RTR 160 Race Edition বাইকটিতে দেয়া হয়েছে নতুন রেক্সিন সিট এবং ইউনিক ফর্ক, যা হুইলবেস এর ভিজিবিলিটি আরও বাড়িয়ে দিয়েছে ।
এছাড়া রেয়ার হুইল এ দেয়া হয়েছে হাই গ্রিপ টায়ার, যা এর স্ট্যাবিলিটিকে আরও বাড়িয়ে তুলেছে এবং এই সেগমেন্টে কন্ট্রোলিং এর ক্ষেত্রে অন্যতম । বাইকটির বর্তমান প্রাইস ধরা হয়েছে ১৭৪, ৯০০/- টাকা ।