TVS Apache RTR 160 Race Edition লঞ্চ হলো বাংলাদেশে|টিভিএস অটো বাংলাদেশ
This page was last updated on 15-Jan-2025 03:11pm , By Ashik Mahmud Bangla
TVS Auto Bangladesh লঞ্চ করেছে TVS Apache RTR 160 Race Edition, যে বাইকটি ১৬০সিসি সিরিজের অন্যতম পাওয়ার প্যাক্টড মোটরসাইকেল । এই মোটরসাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে, বাইকটি টিভিএস এর টিভিএস এপাচি আরটিআর সিরিজের গুনাগুন, স্টাইল ধরে রেখেছে এবং সেই সাথে যুক্ত হয়েছে রেসিং গ্রাফিক্স ও থ্রিডি ঘোড়ার লোগো।
TVS Apache RTR 160 Race Edition লঞ্চ হলো বাংলাদেশে|টিভিএস অটো বাংলাদেশ
নতুন এই ভার্সনটিতে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে । যেমন সম্পূর্ন ইউনিক স্বর্নালী ফর্ক, হাই গ্রিপ রেয়ার টায়ার, আর্টিস্টিক স্পিডোমিটার, নতুন রেক্সিন সিট যা বাইকটিকে আরও আকর্ষনীয় করে তুলেছে ।
Also Read: TVS Eid Uthsob Offer 2018
লঞ্চিং ইভেন্টে মিস্টার দিলীপ সিনিয়র, ভাইস প্রেসিডেন্ট - ইন্টারন্যাশনাল বিজনেস, টিভিএস মোটরস উপস্থিত ছিলেন, তিনি বলেছেন, " টিভিএস এপাচি আরটিআর সিরিজি পুরো বিশ্ব জুড়ে প্রায় ৩.৫ মিলিয়ন বাইকাররা ব্যবহার করে আসছে এবং বাংলাদেশের তরুন মধ্যে বাইকটি একটি বিশেষ ভালবাসার জায়গা তৈরি করেছে । এই রেসিং ডিএনএ এর বিশেষত্ব আরও বাড়িয়ে তুলেছে TVS Apache RTR 160 Race Edition এর লঞ্চিং এর মাধ্যমে ।
মোটরসাইকেলটি বিশেষ ভাবে রেসিং এর জন্য গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে এবং এর সাথে যুক্ত হয়ে ৩৭ বছরের রেসিং এর ইতিহাস, যা একে আরও আকর্ষনীয় করেছে । বাংলাদেশ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ন বাজার, আমরা বিশ্বাস করি এই লঞ্চিং এর মাধ্যমে বাংলাদেশে টিভিএস এর যাত্রা পথ আরও সুগম হবে ।"
Also Read: Israt Khan Mojlish shares her daily life experience-TVS Wego-110.
টিভিএস অটো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ইকরাম হোসেইন বলেন - " আমরা টিভিএস অটো এর সাথে প্রায় ১২ বছর ধরে কাজ করছি এবং টিভিএস এপাচি সিরিজটি বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় । আর TVS Apache RTR 160 Race Edition লঞ্চের মাধ্যমে বাইকটি আরও বেশি জনপ্রিয়তা পাবে । বাইকটি আমাদের ২০৩টি ডিলার শপে খুব শীঘ্রই পাওয়া যাবে । "
TVS Apache RTR 160 Review By Team BikeBD
নতুন এই মোটরসাইকেলটিতে রয়েছে ১৫৯.৭সিসি বিশিষ্ট সিঙ্গেল সিলিন্ডার, ফোর ষ্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন । এই ইঞ্জিন থেকে প্রায় ১১.১২ কিলো ওয়াট @ ৮০০০আরপিএম এবং ১৩.০৩ এনএম টর্ক @ ৬০০০± ৩০০ আরপিএম পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে ।
Also Read: TVS Stryker বাইক নিয়ে আমার কিছু অভিজ্ঞতা মালিকানা রিভিউ
বাইকটি এর রেসিং ডিএনএ ধরে রেখেছে, এই বাইকটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম । এই রেসিং এডিশনে দেয়া হয়েছে পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার এবং এর রং পরিবর্তন করা যায়, যা নীল থেকে সাদায় পরিনত করা সম্ভব । নতুন এই TVS Apache RTR 160 Race Edition বাইকটিতে দেয়া হয়েছে নতুন রেক্সিন সিট এবং ইউনিক ফর্ক, যা হুইলবেস এর ভিজিবিলিটি আরও বাড়িয়ে দিয়েছে ।
এছাড়া রেয়ার হুইল এ দেয়া হয়েছে হাই গ্রিপ টায়ার, যা এর স্ট্যাবিলিটিকে আরও বাড়িয়ে তুলেছে এবং এই সেগমেন্টে কন্ট্রোলিং এর ক্ষেত্রে অন্যতম । বাইকটির বর্তমান প্রাইস ধরা হয়েছে ১৭৪, ৯০০/- টাকা ।