Team YRC - বিজয় দিবসে শীতার্তদের মাঝে কম্বল বিতরন !

This page was last updated on 14-Jul-2024 02:32am , By Ashik Mahmud Bangla

বিজয় দিবস বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই অন্যতম একটি গুরুত্বপূর্ন দিন । বাংলাদেশের সকল বাইকাররা নানা কর্মকান্ডের মাধ্যমে এই দিন উদযাপন করেছেন, তবে ইয়ামাহা রাইডিং ক্লাব (YRC) অন্য ভাবে দিনটি উদযাপন করেছে । ৪৯ তম বিজয় দিবসে ইয়ামাহা রাইডিং ক্লাব (YRC) শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে ।

বিজয় দিবসে শীতার্তদের মাঝে কম্বল বিতরন- Team YRC !

yrc bd group

মোটরসাইকেল র‍্যালি বা সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমানে কমন একটি বিষয় । তবে ইয়ামাহা রাইডিং ক্লাব অন্য ভাবে দিন পালন করেছে । YRC ৪৯ তম বিজয় দিবস উপলক্ষ্যে তারা শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে । টিম YRC সদস্যরা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, এবং রংপুর এর বিভিন্ন স্থানে অবস্থান নেয় । তারা সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জসহ অনেক জেলা ও বিভাগের জায়গাতে তারা শীতার্তদের মাঝে কম্বল বিতরন করে ছিল।

Also Read: YRC Mirpur এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এর বর্ষপূর্তি উদযাপন!bikers in victory day yrc bdঢাকায় YRC এর সদস্যরা ধানমন্ডি ৩২, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ এরিয়া, হাইকোর্টসহ এই এরিয়াতে কম্বল বিতরন করেন । এই এক্টিভিটি ১৬ ই ডিসেম্বর ২০১৯ তারিখ দিবাগত রাতে অনুষ্ঠিত হয় । এই কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস । ইয়ামাহা রাইডিং ক্লাবের সদস্যরা অনেক খুশি হয়েছেন তাকে এই প্রোগ্রামে পেয়ে । এটা তাদের জন্য অনেক উৎসাহ জনক ।subrata ranjan das ed of aci motors

ইয়ামাহা রাইডার্স ক্লাব সব সময় অনেক ধরনের এবং আলাদা ভাবে চিন্তা ধারার কাজ করে থাকে । মাত্র কয়েক দিন আগেই তারা আয়োজন করেছিল Cox’s Bazar Riding Fiesta, যেটা এখন পর্যন্ত বাইকারদের জন্য বাংলাদেশে সবচেয়ে বড় গেট টু গেদার ইভেন্ট । এই বছরের স্বাধীনতা দিবসে তারা অনেক দারুন একটি কাজ করেছে, সেটি হচ্ছে এই বছর তারা ছেড়ে এবং রাস্তায় ফেলে দেয়া পতাকা সংগ্রহ করেছে ও সেগুলো কে সঠিক ও সম্মানের সাথে ডিসপোজ করেছে ।yamaha riders club bangladesh

প্রতি বছর শীতের সময় অনেক কষ্ট অনুভব করেন, এছাড়া অনেকেই শীতের মাঝে খুব বেশি কষ্টে থাকে অনেকেই আবার মৃত্যু বরন করেন । শীতের সময় সবচেয়ে কষ্টে থাকেন সেই সমস্ত মানুষ যারা গরম কাপড় বা শীত বস্ত্র কিনতে পারেন না । ইয়ামাহা রাইডিং ক্লাব কে অনেক ধন্যবাদ ও অভিনন্দন যে তারা এই শীতে এগিয়ে এসেছে । বিজয় দিবসে তারা শীতার্তদের মাঝে কম্বল বিতরন সত্যি একটা দারুন উদ্বোগ ।