Suzuki GSX R150 অফিশিয়ালি লঞ্চ হলো বাংলাদেশে !!!!
This page was last updated on 13-Jul-2024 06:55am , By Saleh Bangla
Suzuki GSX R150 অফিশিয়ালি লঞ্চ হলো বাংলাদেশে !!!!
র্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে Suzuki GSX-R150 লঞ্চ করেছে । এখন পর্যন্ত বাইকটি বিভিন্ন আমদানিকারকদের হাত দিয়ে বাংলাদেশে এসেছে কিন্তু এখন র্যাঙ্কন মোটরবাইক আনুষ্ঠানিকভাবে Suzuki GSX-R150 বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে । বাইকারা এখন বিক্রয়োত্তর সেবা, স্পেয়ার পার্টস সহ সব ধরনের সুবিধা পাবেন।
র্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড Suzuki Burgman এবং নতুন Suzuki Hayate লঞ্চ করেছে । নতুন Suzuki GSX-R150 এর লঞ্চের সাথে সাথে এখন অফিশিয়ালি তিনটি জাপানিজ মোটরসাইকেল নির্মাতাদের ১৫০সিসি সেগমেন্টের সকল স্পোর্টস বাইকগুলো এখন অফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। Suzuki GSX-R150 তে ১৫০ সিসির ওয়াটার- কুল্ড এফআই ইঞ্জিন রয়েছে যা প্রায় ১৮.৯ বিএইচপি @ ১০,৫০০ RPM এবং ১৪ এনএম টর্ক @ ৯০০০ RPM ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম । মোটরসাইকেলটির ওজন ১৩১ কেজি, যা এই স্পোর্টস সেগমেন্টে বাইকের প্রতিদন্ধীদের মধ্যে সবচেয়ে হালকা ওজনের বাইক।
বাইকটি খুব মসৃণ এবং এতে গাড়ির মত চাবি ছাড়া ইগনিশন সিস্টেম আছে । Suzuki GSX-R150 এর দাম ৩৯৯,০০০ টাকা । এটি এখন তিনটি রঙে পাওয়া যাবে, MotoGP (নীল রঙ), সাদা ও কালো । ৫ম ঢাকা বাইক শো ২০১৯ থেকে এই বাইকের প্রি-বুকিং শুরু হয়েছে ।
Suzuki Burgman একটি ১২৫সিসি স্কুটার কিন্ত অন্যান্য স্কুটারের তুলনায়, এটি বেশ বড় এবং স্টাইলিশ । এই স্কুটারে রয়েছে LED হেডলাইট এবং টেল লাইট, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, অ্যালুমিনিয়াম ফুটরেস্ট, স্পোর্ট মাফলার, সুজুকির ইজি স্টার্ট সিস্টেম এবং বডি মাউন্ট ইনডিকেটরস । স্কুটারটিতে ২২ লিটার সীট স্টোরেজ এবং ২ লিটার গ্লাভস কম্পারটমেন্ট রয়েছে এবং এর সাথে রয়েছে একটি ইউএসবি চার্জার পোর্ট । এর সাইডে একটি ফুটরেস্ট রয়েছে যাতে মহিলা পিলিয়ানের এক পাশে পা রেখে বসতে কোন অসুবিধা না হয় ।
স্কুটারটি ১২৫সিসি কার্বুরেটর ইঞ্জিন বিশিষ্ট যা ৮.৫ বিএইচপি এবং ১০.২ এনএম টর্ক পর্যন্ত শক্তি উৎপন্ন করবে । স্কুটারের কোন গিয়ার নেই, তাই এটি নতুন রাইডার্স বা যারা মোটরসাইকেল চালানোর সাথে পরিচিত না হয়ে তাদের জন্য চালানো সহজ হবে । এর সঙ্গে টিউবলেস টায়ার এবং সামনে ডিস্ক ব্রেক এবং পিছন ড্রাম ব্রেক রয়েছে । এতে ৫.৬ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং এর ড্রাই ওয়েট হচ্ছে ১০৮ কেজি । এই স্কুটারটির মূল্য ২৪৯,০০০ টাকা।
Also Read: Suzuki GSX-R150 Vs Yamaha YZF-R15 V3 তুলনামুলক রিভিউ
ফাইনাল বাইক Suzuki Hayate নতুন রঙে এসেছে । ফুয়েল ট্যাঙ্কের উপর সুজুকি এবং রেয়ার ব্যাক প্যানেলে হায়াতে আকর্ষণীয় গ্রাফিক্স ব্যবহার করে লিখা হয়েছে । নতুন হায়াতে তে রয়েছে এমএফ ব্যাটারি, টিউবলেস টায়ার এবং ৫ স্টেপ অ্যাডজাস্টেব্যাল সাসপেশন ।
মোটরসাইকেল ইঞ্জিনটি এখনও আগের মতই ১১০সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে, যা থেকে ৮.৩ বিএইচপি এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করে । সাইকেলটি কিক এবং সেলফ- স্টার্ট উভয়ই আছে এবং এর ড্রাই ওয়েট ১১৪ কেজি। নতুন Suzuki Hayate এর দাম ১১৪,৯৫০ টাকা । নতুন এই হায়াতে একই গ্রাফিক্স এবং ডিজাইনের সাথে তিনটি রঙ নীল, সাদা ও কালোতে পাওয়া যাবে। ৫ম ঢাকা বাইক শো থেকে শুরু হবে প্রি বুকিং! র্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ঢাকা বাইক শো ২০১৯-তে এক্সক্লুসিভ উচ্চ সিসি মোটরসাইকেলে আনবে তাই এটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইটে ।