Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে - গুজব নাকি সত্যি

This page was last updated on 19-Nov-2024 06:06am , By Raihan Opu Bangla

সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ সম্প্রতি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছোট টিজার প্রকাশ করেছে। এই টিজারটির শেষে একটি জিক্সারের লোগ দেখা যায়, সবার মনে একটি ই প্রশ্ন যে আসলে সুজুকি কোন বাইকটি লঞ্চ করতে যাচ্ছে। 

Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে - গুজব নাকি সত্যি


suzuki gixxer 250 bd

যেহেতু এটি একটি ভিডিও টিজার ছিল, তাতে আসলে বাইকের অবয়ব সঠিক ভাবে বোঝা যাচ্ছিল না। তবে লোগ থেকে ধারনা করা হচ্ছে সুজুকি তাদের উচ্চ সিসির জিক্সার ২৫০সিসি বা জিক্সার এসএফ ২৫০সিসি লঞ্চ করতে পারে।

যদিও অনেক দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক জায়গাতে গুঞ্জন শোনা যাচ্ছিল যে সুজুকি দ্রুত তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। তবে এই গুঞ্জনটি সত্য নাকি গুজব তা এখনই বলা যাচ্ছে না। 

আমরা ধারনা করছি যে সুজুকি তাদের Suzuki Gixxer 250 এবং Suzuki Gixxer SF 250 বাইক দুটি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। যেহেতু বর্তমানে অনেক কোম্পানি তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে, সেই সুবাদে সুজুকিও তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে। 

কবে বাইক দুটি লঞ্চ হবে বা বাইক দুটির ছোট কোন ভিডিও বা ডিজাইন সম্পর্কিত কোন কিছুই সুজুকি জানায়নি। তবে আমরা ধারণা করছি ডিজাইন এবং গ্রাফিক্স সম্ভবত বর্তমানে ১৫০সিসির জিক্সার এবং জিক্সার এসএফ এর মত ই হবে। 

যদিও আমরা এখন এই বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারছি না। কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে দ্রুত বাইক দুটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। 

suzuki gixxer sf 250 price bd bikebd

অপর দিকে বাইকারদের মধ্যে আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে এর দাম কেমন হতে পারে। এই মডেল দুটির দাম আমরা ধারনা করছি সবার আশানুরূপ হবে। ধারণা করা যাচ্ছে নেকেড স্পোর্টস বাইকটির দাম ৩,৬০,০০০/- থেকে ৩,৮০,০০০/- টাকার মধ্যে হবে। অপর দিকে স্পোর্টস বা সেমি স্পোর্টস জিক্সার এসএফ এর দাম হতে পারে ৪,৬০,০০০/- থেকে ৪,৮০,০০০/- টাকা।

আমরা আশা করছি সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ দ্রুত এই মডেল দুটি বাংলাদেশে লঞ্চ করবে। আর সর্বশেষ খবর, তথ্য, মোটরসাইকেলের দাম, সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।