Royal Enfield Bullet 350 – মোটরসাইকেল জগতের রাজকীয় ঐতিহ্য

This page was last updated on 14-Jul-2024 10:24am , By Badhan Roy

শহীদ কাপুরের “কাবির সিং”, শাহরুখ খানের “জাব তাক হ্যা জান”, ফারহান আখতার এর “ভাগ মিলখা ভাগ” সিনেমার কথা মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই বিখ্যাত সিনেমাগুলো ছাড়াও আন্তর্জাতিক বহু সেলিব্রেটিদের পর্দায় অথবা বাস্তব জীবনে ব্যাবহৃত হয়ে আসছে Royal Enfield Bullet 350 মডেলের এই আইকনিক মোটরসাইকেলটি। এর আলাদা আরেকটি পরিচয় আছে, এটি বিশ্বের ইতিহাসের দীর্ঘস্থায়ী মোটরসাইকেল মডেল হিসেবে স্বীকৃত এবং ক্রমাগত আপগ্রেডের সাথে আজ পর্যন্ত সারা বিশ্বে বাজারজাত হয়ে আসছে।

রেট্রো, ভিনটেজ অথবা ক্লাসিক – যে যেই নামেই ডাকুক না কেন এই ধরনের বাইকগুলো যেমন আলাদা একটা দাপট নিয়ে চলাচল করে পাশাপাশি এখনো Royal Enfield Bullet মালিকদের সমাজে আলাদা একটা মর্যাদাপূর্ণ অবস্থান ধরে নিয়ে সমাদর করা হয় পৃথিবীর অনেক জায়গাতেই। 

১২০ বছরের বেশি সময় ধরে Royal Enfield ব্র্যান্ডটি অসাধারণ বিল্ড কোয়ালিটির সাথে শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট মোটরসাইকেল উৎপাদন করে আসছে, যার মধ্যে Bullet 350 মোটরসাইকেল টির কথা না বললেই নয়। রাজকীয় ধাঁচের ভিনটেজ শেপ এর এই মোটরসাইকেলটি তৈরি হয়েছে ঐতিহ্য ও কারিগরী নিপুণতার মিশ্রণে, এটি রাস্তায় উপস্থিতি ও এর ইঞ্জিন সাউন্ড শুনে চোখ ফেরানো কঠিন। বিশ্বযুদ্ধ, সেনাবাহিনী কিংবা সিনেমার পর্দা ছাড়াও রেট্রো লাভার দের জন্য একদম সেরা পছন্দ হতে পারে Royal Enfield Bullet 350. চলুন এক নজরে বাইকটি সম্পর্কে ধারণা নেওয়া যাক।

Royal Enfield Bullet 350 ডিজাইন 

Royal Enfield Bullet 350 এর ডিজাইন ক্রুজার ধরনের। ক্লাসিক, মাসকুলার অ্যাগ্রেসিভ লুক, আকর্ষণীয় গ্রাফিক্স এবং অসাধারণ বিল্ড কোয়ালিটির কারনে এর রাজকীয় ভাবগাম্ভীর্য্য দৃশ্যমান। বাইকটির চ্যাসিস ও বডি স্টিল মেড, ফলে ডিউরাবিলিটিতে এই বাইক আপোষহীন তা হলফ করে বলাই যায়। ক্লাসিক লুক দেওয়া হলেও প্রযুক্তিগত দিক থেকে বাইকটি কিন্তু মোটেও পিছিয়ে নেই, যুগের সাথে তাল মিলিয়ে বাইকটির আধুনিকতা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার সবক্ষেত্রেই লক্ষণীয়।

Royal Enfield Bullet 350 ইঞ্জিন স্পেসিফিকেশন

Royal Enfield Bullet 350এর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এর শক্তিশালী ইঞ্জিন। ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ ও ৫-স্পিড গিয়ারবক্সের সাথে ৩৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল+এয়ার কুলড, ৪ স্ট্রোক ইলেক্ট্রনিক ফুয়েল-ইনজেক্টেড (EFI) ইঞ্জিনটিতে ৬১০০ আরপিএম-এ ২০.২ বিএইচপি পাওয়ার এবং ৪০০০ আরপিএম-এ ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। বুঝতেই পারছেন এই টর্ক কতটা গুরুত্বপূর্ণ সব ধরনের রাস্তায় এই বাইকটিকে নিয়ে সহজেই পাড়ি দেওয়ার জন্য। 

এই ইঞ্জিনটি বিএস ৬ প্রযুক্তির সাথে তৈরি, যা পরিবেশবান্ধব ও ভাল রাইডিং এক্সপিরিয়েন্স এর নিশ্চয়তা দেয়। এছাড়াও বাইকে Bosch এর YR7MES মডেল এর দুইটি স্পার্ক প্লাগ ব্যাবহার করা হয়েছে যা বেটার পারফর্মেন্স দেয়। বাইকটির ইঞ্জিন অয়েল গ্রেড 15w50 এবং বাইকটিতে ২.২০ লিটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি রয়েছে। 


Royal Enfield Bullet 350 ফিচারস

Royal Enfield Bullet 350এর কিছু উল্লেখযোগ্য ফিচারস হলো:

সিট হাইট, ওজন ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ৮০৫ মি.মি এর সিট হাইট, ১৭০ মি.মি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ১৯৫ কেজি ওজনের কার্ব ওয়েট থাকছে বাইকটিতে। বাইকটির এত ওজন হওয়ার কারন এর সলিড স্টীল বডি ও চেসিস, যা চালানোর সময় তেমন অনুভূত হয় না। 

ইগনিশন সিস্টেম সেলফ ইলেক্ট্রিক।

ইন্সট্রুমেন্ট ক্লাস্টার: ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি বাইকের ক্লাসিক লুক বিবেচনায় এনালগ ও ডিজিটাল দুইয়ের মিশ্রণে করা হয়েছে। ক্লাস্টারটি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে যেমন ফুয়েল লেভেল, একাধিক ট্রিপ মিটার, স্পিডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার, সার্ভিস ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর, ইত্যাদি।

কম্ফর্টেবল গ্রিপিং সিঙ্গেল সিটসঃ গ্রিপ প্যাটার্নের সাথে পিলিয়ন ও রাইডার উভয়ের জন্য অত্যান্ত আরামদায়ক সিঙ্গেল নন স্প্লিটেড সিট থাকছে বাইকটি তে। 

ভিন্টেজ লাইটিং:  ভিন্টেজ লুকের সাথে পাওয়ারফুল হ্যালোজেন হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটর বাইকটিকে আধুনিক এবং আর্কষণীয় করে তুলেছে। তবে হ্যালোজেন ভেবে হতাশ হওয়ার কিছুই নেই, এই বাইকের প্রত্যেকটি লাইট অত্যান্ত পাওয়ারফুল এবং প্র্যাক্টিকাল ভেবেই ডিজাইন করা হয়েছে যা রাইডার কে হতাশ করে না। 

টিউবলেস টায়ার: বাইকটির টায়ার সাইজ- সামনের টায়ার 100/90-19, পিছনের টায়ার: 120/80-18. বাইকটিতে স্পোক এলয় রিমের সাথে উচ্চমানের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে ফলে এবং বেটার কনফিডেন্স এর সাথে নিরাপদ রাইডিং নিশ্চিত করে।

ব্রেক: ব্রেকিং এর জন্য টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপার সহ সামনে ৩০০ মিমি এর ও পিছনে ২৭০ মিমি এর ডিস্ক ব্রেক রয়েছে। ব্রেকিং কে আরো দ্রুত এবং নিরাপদ করতে বাইকটিতে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম যা বৃষ্টি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে খুবই জরুরী। 

সাসপেনশন সিস্টেম: বাইকটির সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার ও পিছনে ৬ স্টেপ এডজাস্টেবল টুইন টিউব ইমালশন শক অ্যাবজর্বার ব্যাবহার করা হয়েছে যা রাইডিং কে আরামদায়ক করে তুলবে।

মাইলেজঃ Royal Enfield International এর তথ্য অনুযায়ী ১৩ লিটারের ফুয়েল ক্যাপাসিটির সাথে প্রতি লিটার জ্বালানী তেলে বাইকটি ৩০-৩৫ কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম। তবে পরিবেশ, জ্বালানীর মান এবং রাইডিং স্টাইলের উপর মাইলেজ কম বেশী হতে পারে। 

 

শীঘ্রই Royal Enfield এর শতবছরের ঐতিহ্যবাহী ও সর্বজন স্বীকৃত Bullet ৩৫০ মডেল টি ইফাদ মটরস এর হাত ধরে বাজারজাত হতে চলেছে। ইফাদ মটরসের সুনামের কারনে আমরা সাধারণ বাইকারগণ আশাবাদী তারা বিশ্বের অন্যতম সেরা এই ব্র্যান্ডটিকে সাধারণ বাইকারদের ক্রয়ক্ষমতার ভিতরে যৌক্তিক দাম এবং সেরা বিক্রয়পরবর্তী সেবার সাথে লঞ্চ করবে। 


 বাইকের লঞ্চিং, মূল্য ও প্রি বুকিং, বিষয়ক তথ্য সবার আগে পেতে বাইকবিডির সাথেই থাকুন। 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes