Pulsar Stuntmania – নবম পর্ব বেশি ইন্টারেস্টিং বিস্তারিত | বাইকবিডি
This page was last updated on 15-Jul-2024 05:06am , By Ashik Mahmud Bangla
Pulsar Stuntmania প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, সেমি-ফাইনালের কাছাকাছি রয়েছে । নবম পর্ব শেষ হয়েছে, এই নবম পর্ব অনেক বেশি আলাদা এবং ইন্টারেস্টিং ছিল অন্যান্য পর্ব গুলোর চেয়ে । চলুন দেখি এই নবম পর্বে কি কি আলাদা এবং ইন্টারেস্টিং ছিল ।
Pulsar Stuntmania – নবম পর্ব
এই পর্বটি শুরু হয় ৪জন প্রতিযোগীকে নিয়ে, তবে বিচারক গন একটা টুইষ্ট নিয়ে আসেন । টপ ১০জন থেকে বিদায় নেয়া দুইজন প্রতিযোগীকে তারা এই পর্বে ফিরিয়ে আনেন । তাদের মধ্যে একজন হচ্ছেন আলী আকবর এবং অন্যজন সাদাফ হোসেন, তারা দুজন ই ওয়াল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আবার শোতে ফিরে আসেন । এরপর আবার এই ৬ জন প্রতিযোগীকে তিনটি গ্রুপে ভাগ করা হয়, যেখানে প্রতিটি গ্রুপে দুজন করে মেম্বার রাখা হয় । তাদের কে চ্যালেঞ্জ দেয়া হয় ।
প্রথম চ্যালেঞ্জ | পিক এবং ড্রপ পিক এবং ড্রপের এই চ্যালেঞ্জটি খুব বেশি কঠিন ছিল না । ট্র্যাকে অনেক গুলো জিগজ্যাগ করা কোন দেয়া ছিল । যেখানে রাইডার কে জিগজ্যাগ রাইড করতে হবে । প্রথমে কোন গুলো থেকে ফ্ল্যাগ ড্রপ করতে হবে এবং তারপর আবার সেগুলো কে যথাস্থানে থেকে পিক করতে হবে । রাইডার রাইড করার সময় তার পা নিচে রাখতে পারবে না বা কোন স্পর্শ করতে পারবে না ।
তাহলে পেনাল্টি হিসেবে সময় কর্তন করা হবে । কাইয়ূম এবং সাদাফ এই দুইজন সবচেয়ে কম সময়ে এই টাস্ক কমপ্লিট করে,তবে তাদের ১ মিনিট টাইম পেনাল্টি দেয়া হয় । অন্য দুই গ্রুপে পরবর্তি চ্যালেঞ্জ এর জন্য তৈরি হয় ।
দ্বিতীয় চ্যালেঞ্জ | কালেক্ট দ্য লুপ দ্বিতীয় চ্যালেঞ্জটি একটু কঠিন ছিল, কারন এখানে দুই রাইডারকেই একই সাথে রাইড করতে হবে দুটি বাইকে । বাইক দুটি চেইন দিয়ে আটকানো থাকবে । রাইডারদের যেটা করতে হবে সেটি হচ্ছে চেইন দিয়ে লুপ গুলো আটকাতে হবে সেটিকে নিয়ে ঝুড়িতে ফেলতে হবে । উভয় টিম ই সব গুলো লুপ মানে ৫টি লুপ ঝুড়িতে ফেলতে সক্ষম হয় । এই চ্যালেঞ্জে সিয়াম এবং আলী বিজয়ী হন, কারন তারা অন্য দুজনের চেয়ে কম সময়ে চ্যালেঞ্জটি সম্পন্ন করে ছিলেন।
তৃতীয় চ্যালেঞ্জ | হিট দ্য পট দিনের শেষ এবং তৃতীয় চ্যালেঞ্জটি ছিল শেষ বা এলিমিনেশন চ্যালেঞ্জ । এখানে যিনি হেরে যাবেন তাকে এই সিজনের জন্য বিদায় নিতে হবে । শেষ পর্যন্ত দুই জন প্রতিযোগী সানোয়ার এবং ফয়সাল নিজদের স্থান ধরে রাখার জন্য একে অন্যের মুখোমুখি হয় । তবে তারা দুজনেই খুব কাছাকাছি সময়ে চ্যালেঞ্জ কমপ্লিট করেন । এই চ্যালেঞ্জে ছিল, রাইডারদের একটি বিশেষ হেলমেট পরতে হয় যাতে একটি সুচ লাগানো ছিল । তারপর রাইডার কে হেলমেট পরিধান করে বার্ন আউট করে অনেক গুলো বেলুন ঝুলানো ছিল সেগুলো ফাটাতে হবে এবং বার্ন আউট করতে করতে ফিনিশ লাইনে পৌছুতে হবে । এরপর হেলমেট পরিবর্তন করতে হবে এবং সেই হেলমেট দিয়ে পট ভাঙ্গাতে হবে ।
Click Here For Pulsar Stuntmania – Ninth Episode
এই চ্যালেঞ্জে সানোয়ার হোসেন জয় লাভ করেন এবং ফয়সাল কে এইবারের মত বিদায় নিতে হয় ।
FAQ – Frequently Asked Questions
- পালসার স্টান্টম্যানিয়া কি? উত্তরঃ পালসার স্টান্ট ম্যানিয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল স্টান্ট রিয়েলিটি শো ।
- কি ধরনের বাইক স্টান ম্যানিয়াতে ব্যবহার করা হয়েছে? উত্তরঃ Pulsar Stuntmania সিজন ১ এ ব্যবহার করা হয়েছে বাজাজ পালসার এনএস ১৬০ ।
- পালসার স্টান্ট ম্যানিয়ার বিচারক কারা? উত্তরঃ অভিনয় শিল্পী এবিএম সুমন এবং অভিনেত্রী সোহানা সাবা হচ্ছে এই শো এর বিচারক ।
- পালসার স্টান্ট ম্যানিয়ার পুরস্কার কি? উত্তরঃ যিনি এই পালসার স্টান্ট ম্যানিয়ার বিজয়ী হবেন তিনি পাবেন ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস ১৬০ ।
পালসার স্টান্টম্যানিয়ার পরবর্তি পর্ব প্রচারিত হবে আগামী ২৫ অক্টোবর ২০১৯ তারিখে এনটিভি এর পর্দায় । এছাড়া আপনারা চাইলে এনটিভি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং পালসার বাংলাদেশ এর ইউটিউব চ্যানেল এ দেখতে পাবেন ।