মোটরসাইকেলের উন্নত ব্রেকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন Yongli Brake Pad

This page was last updated on 30-Dec-2024 11:53am , By Raihan Opu Bangla

বাইকের পারফরম্যান্স আপগ্রেডের জন্য অনেকেই অনেক আফটার মার্কেট পার্টস ইন্সটল করে থাকেন। কিন্তু একটি বাইকে ভাল ব্রেকিং এর জন্য পারফর্মেন্স ব্রেকপ্যাড এর বিষয়টি অনেক বাইকার এড়িয়ে যান।

Yongli পারফর্মেন্স ব্রেকপ্যাড

yongli-brakepad-price-bangladesh

সঠিক ব্রেকিং সিস্টেম আপনাকে সময়মত বাইকটি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকবে এবং এই ক্ষেত্রে Yongli এর পারফর্মেন্স ব্রেকপ্যাড হতে পারে আপনার বাইকের পারফর্মেন্স এবং ব্রেকিং আপগ্রেডের বিশ্বস্ত আফটার মার্কেট পার্টস। 

Also Read: Yongli Brake pad In Bangladesh

Yongli Brake pad গুলোতে মেটাল পার্টিকেলস এর পরিমাণ অনেক কম এবং তার পরিবর্তে কেবলার ফাইবার ব্যবহার করা হয়েছে যা সাধারণ ব্রেকপ্যাড থেকে দীর্ঘস্থায়ী।

এই ব্রেকপ্যাডগুলো বাইকের ব্রেকিং বাইট কে বাড়িয়ে তোলে ফলে জরুরি সিচুয়েশনে এটি স্টক বাইকের থেকে অনেক কম ব্রেকিং ডিস্টেন্সে বাইকটি থামাতে বা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

Also Read: Moto Mechanic In Bangladesh

এই ব্রেকপ্যাডের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি সহজে সাডেন প্রেশারে ডিস্ক লক হয় না বরং প্লেট, ডিস্ক ও প্যাডের সাথে একটি ভাল ঘর্ষণ বা ফ্রিকশন তৈরী করে একটি খুবই স্মুথ এবং রেস্পন্সিভ ব্রেকিং নিশ্চিত করে। 

yongli-brakepad-in-bangladesh-bikebd-price

তবে বলে রাখা ভাল, পারফর্মেন্স ব্রেকপ্যাডের বেস্ট আউটপুট পেতে চাইলে এগুলোর রেগুলার মেইন্টেইনেন্স এবং ক্লিনিং কিন্তু জরুরী নাহলে বিরক্তিকর শব্দ এবং ব্রেকিং পারফর্মেন্স ড্রপ করার সম্ভাবনা বেড়ে যেতে পারে।

বাংলাদেশে Yongli এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর Moto Mechanic এবং তারা বাংলাদেশের রাস্তায় এভেইলেবল প্রায় সব জাপানিজ, ভারতীয় বা চাইনিজ বাইকের জন্য আলাদা আলাদা বাইক অনুযায়ী ব্রেকপ্যাড খুবই রিজনেবল প্রাইসে সরবরাহ করে থাকে। আপনার বাইকের ইম্প্রুড ব্রেকিং এর জন্য আফটারমার্কেট এই Yongli Brake pad ইন্সটল করার মত রেকোমেন্ডেড।