New Suzuki Gixxer SF ৫০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - নাইম 

This page was last updated on 30-Jul-2024 04:38pm , By Shuvo Bangla

আমি নাইম । বগুড়া শহরে বসবাস করি । আমি একটি New Suzuki Gixxer SF বাইক ব্যবহার করি । বাইকটি  বর্তমানে ৫০০০কিলোমিটার চালিয়েছি। আজ আমি আমার এই প্রিয় বাইকটি নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।

 New Suzuki Gixxer SF ৫০০০

ছোট থেকেই বাইক এবং বাইকিং ও টুরিং ব্যাপারটা একটা স্বপ্ন ছিল তাই বাইক গ্রুপ ও বাইকিং কে ভালোবাসি। এবছর  বাইক নিতে গিয়ে আমার New Suzuki Gixxer SF  বাইকটা খুব ভালো লাগে এবং আমি আমার সখের ও পছন্দের বাইকটা নিলাম। বাইকটা ক্রয় করতে পেরে আমি অনেক খুশি।

ছোট থেকে ঘুরাঘুরি ও বাইকিং গ্রুপ ট্যুর স্বপ্নের মতো ছিলো । বাইক ক্রয় করার পরে সময় এসেছে সেই স্বপ্ন পূরণ কারার। বাইক এবং বাইকিং এর প্রতি ভালোবাসা নিয়ে সুজুকির সাথেই পথ চলতে চাই দেখতে চাই প্রিয় বাংলাদেশটাকে ।

এটাই আমার জীবনের প্রথম বাইক, বাইকটি আমি ৩ মাস যাবৎ ব্যবহার করে আসছি। এই ৩ মাসে ৫০০০ কিলোমিটারের রাইড করার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবো । 

New Suzuki Gixxer SF ক্রয় করার আগে ভাইয়ার Yamaha FZS v2 বাইক চালানোর অভিজ্ঞতা আছে! বিভিন্ন সময় এই বাইক দিয়ে আশে পাশে অনেক ট্যুর দেওয়ার অভিজ্ঞতা আছে! 

Also Read: Mabs Union Motors In West Kafrul, Rokeya Sarani, Mirpur, Dhaka

New Suzuki Gixxer SF – First Impression Review By Team BikeBD!


বাইকটি আমি বগুড়ার সুজুকির অফিসিয়াল শো-রুম থেকে ক্রয় করেছি । আমার বাইকটি আমার বাবা-মাকে সাথে নিয়ে তাদের পছন্দে ক্রয় করি । বাইক পাওয়ার পরে আমি প্রথমে আমার মা-বাবাকে নিয়ে ঘুরে ছিলাম দিনটি ছিল অনেক সুন্দর ও আনন্দময়

বাইকটি নিয়ে আমি বগুড়া টু নাটোর, বগুড়া টু সিরাজগঞ্জে ,বগুড়া টু রাজশাহী অনেক জায়গায় ভ্রমন করেছি । হাইওয়েতে বাইকটির পার্ফরমেন্স যথেষ্ট ভালো ।  

New Suzuki Gixxer SF নিয়ে বলতে গেলে সবার আগে বলতে হবে এর ব্রেকিং নিয়ে , বাইকটির ব্রেকিং এক কথায় অসাধারণ। আমাকে যেকোন পরিস্থিতে নিয়ন্ত্রণে রাখতে এটি অতুলনীয়। এছাড়া বাইকটি টর্ক এবং স্পিডিং এর জন্য অসাধারন

ফুয়েল ধারণ ক্ষমতা ১২ লিটার হওয়ায় লং টুর নিয়ে বারবার ফুয়েলের চিন্তা করতে হয় না। এর আকর্ষনীয় দিক হচ্ছে এর লুক এক কথায় বলা যায় অসাধারণ

বাইকটির পিলিয়ন সীটটি একটু হাই থাকায় দেখতে আরো আকর্ষণীয় লাগে। বাইকটি থেকে এভারেজ  ৪৮-৫০ মাইলেজ পাচ্ছি । এর টপ স্পীড পেয়েছি 127 । সব থেকে ভালো লাগে 90-100 স্পীডেও বাইকটি সফল ভাবে নিয়ন্ত্রনে থাকে

এছাড়া একটানা রাইড করায়ও যাত্রা পথে আমাকে স্মুথলি ও আরামদায়ক ভাবে রাইড করতে সাহায্য করেছে। ফলে ব্যাক পেইন এর কোন সম্ভাবনা এই বাইকে নেই

শুধুমাত্র ব্রেকিং পিরিয়ড সঠিক নিয়মে মানলে এবং সব সময় ভাল ফুয়েল ব্যবহার করলে New Suzuki Gixxer SF বাইকটি হতে পারে আরও  দীর্ঘদিনের পথসঙ্গী

এছাড়া আমি বেশি ভাগ সময় বগুড়ার শো-রুম এ সার্ভিস করাই। বাইরে কোথাও কাজ করাইনা বললেই চলে। বাইকটি নতুন অবস্থায় ২০০০ কিলোমিটার আগে 45+ মাইলেজ পেতাম ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে 50+মাইলেজ পাচ্ছি 

আমি নিয়ম অনুযায়ী বাইকটি ব্যবহার করি। ট্রাফিক আইন মেনে চলি এবং বাইক বাসা থেকে বের করার সময় মুছে বের করি এছাড়া মাঝে বাইক ওয়াশ করি

ইঞ্জিন ওয়েলটা নিয়ম অনুযায়ী পরিবর্তন করিচেইনে গিয়ার ওয়েল দেই এছাড়া মাসে বা দু-তিন মাস পর পর সাভিস করাই । ইঞ্জিন অয়েল হিসেবে মটুল ব্যবহার করি। মটুল এর পার্ফরমেন্স খুব ভালো পাচ্ছি । বাইকটিতে এখনও কোন কিছু পরিবর্তন করতে হয়নি ।

৫০০০+ কিলোমিটার রানিং হলেও বাইকটির পার্ফরমেন্স যথেষ্ট ভালো । বাইকে কোন মডিফাই করি নাই শুধু কিছু বাইকিং গ্রুপের ইস্টিকার লাগানো আছে এটাই ভালো লাগে

বাইকটি নিয়ে লম্বা সময়ের ভ্রমন বলতে বগুড়া থেকে রাজশাহী গিয়েছি। অনেক ভালো লাগছে কোনো সমস্যা হয় নাই একটু ও চলতে পথে বিরক্তি লাগে নাই পারফর্মেন্স ও অনেক ভালো ছিলো 

পরিশেষে বলতে গেলে New Suzuki Gixxer SF বাইকটি একটি অসাধারণ বাইক। বাইকটি আমার ভালোবাসার প্রিয় বাইক। তাই চেষ্টা করলাম প্রিয় বাইকটি নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ ।  Lets See Suzuki Gixxer price in Bangladesh here.

সুজুকির সব বাইকের দাম এবং সুজুকির শো-রুম সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন। নতুন নতুন মোটরসাইকেল এর বিষয়ে খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

লিখেছেনঃ নাইম  

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।