বাংলাদেশের বাজারে USD সাসপেনশন ও নতুন ফিচার সহ বাজাজ N160 ও N250 লঞ্চ করলো উত্তরা মোটরস লিমিটেড

This page was last updated on 10-Jan-2026 03:34pm , By Arif Raihan Opu

বাংলাদেশে কম্যুটার এবং ন্যাকেড স্পোর্টস সেগমেন্টে অন্যতম জনপ্রিয় সিরিজের নাম বাজাজ পালসার। সময়ের সাথে সাথে পালসার বিভিন্ন সময়োপযোগী আপডেট নিয়ে বাইকারদের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখছে। সেই ধারাবাহিকতায় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ তারিখে  উত্তরা মটরস লিমিটেড লঞ্চ করেছে নতুন Bajaj Pulsar N160 এবং N250।

bajaj-n160-&-n250-launched-in-bangladesh-2026

বাংলাদেশে লঞ্চ হল নতুন Bajaj Pulsar N160 এবং N250

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজাজ এবং উত্তরা মটরস এর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন অতিথি এবং বাংলাদেশের পরিচিত সকল বাইকার। সকলকে সাথে নিয়ে বাজাজ লঞ্চ করল আপডেটেড N160 ও N250 মডেল।

bajaj-n160-2026-price

Bajaj Pulsar N160 বাইকটিতে দেওয়া হয়েছে ২৪৯.০৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ২ ভাল্ভ, ৪ স্ট্রোক এয়ার কুলড ফুয়েল ইঞ্জেক্টেড FI ইঞ্জিন যা ১৫.৭৮ হর্সপাওয়ার শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ফ্রন্ট টায়ার সাইজ ১০০-৮০-১৭ ও পিছনের টায়ার সাইজ ১৩০-৭০-১৭। 

এই বাইকটির মুল্য রাখা হয়েছে ২,৮১,০০০ টাকা মাত্র।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

অপরদিকে Bajaj Pulsar N250 বাইকটিতে দেওয়া হয়েছে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ২ ভাল্ভ, ৪ স্ট্রোক, ওয়েল কুলড ফুয়েল ইঞ্জেক্টেড FI ইঞ্জিন যা ২৪.১৬ হর্সপাওয়ার শক্তি এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ফ্রন্ট টায়ার সাইজ ১১০-৭০-১৭ ও পিছনের টায়ার সাইজ ১৪০-৭০-১৭। 

বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৬০,০০০ টাকা মাত্র।  

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল বাজাজ মোটরসাইকেলের দাম

bajaj-n160-2026-launched

উভয় বাইকেই ডুয়াল ডিস্ক ও ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং থাকায় যে কোন ধরণের রাস্তায় কন্ট্রোলিং হবে খুবই স্মুথ। সাথে নতুন আপগ্রেড হিসেবে আপসাইড ডাউন (USD) সাসপেনশন থাকায় যে কোন বাইকার কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। পাশাপাশি নতুন ডিজিটাল মিটার আরো বেশি আকর্ষণীয় এবং ইনফরমেশন সমৃদ্ধ। 

আমরাও আশাবাদী বাজাজ বরাবরের মতই সহজলভ্য পার্টস এবং আফটার সেলস সার্ভিস নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে নতুন N160 ও N250 মডেল দুইটির জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে দিতে সক্ষম হবে। বিস্তারিত জানতে এবং বাইক দুটি দেখতে বাজাজ অথোরাইজড শোরুমে ভিজিট করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর, এবং আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।