Lifan KPR 150 বাইকে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন কাহিনী - শান্ত
This page was last updated on 25-Jul-2024 09:20am , By Raihan Opu Bangla
আসসালামু আলাইকুম, আমি তানজিল হাসান শান্ত । আমি Lifan KPR 150 বাইক ব্যবহার করি । প্রায় ২ বছর ধরে আমি এই বাইকটি ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার Lifan KPR 150 বাইকটি প্রায় ৪০ হাজার কিলোমিটার চালিয়েছি । বাংলাদেশ এর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এই চায়না বাইক নিয়ে এখন পর্যন্ত কোন সমস্যা বা বিপদে পরতে হয়নি।
Click To See Lifan KPR 150 Bike Price In Bangladesh
আমি কিছুদিন আগে একা বাংলাদেশ এর ৬৪ জেলা ভ্রমন এর উদ্যোগ নেই, অনেকেই আমাকে সাহস দিয়েছে আবার অনেকেই আমাকে নিরুৎসাহিত করেছে। তার একটাই কারন ছিল চায়না বাইক নিয়ে যেন রাস্তায় বিপদে না পড়ি, তখন পর্যন্ত আমার বাইকের ওডো মিটার ছিল ৩১ হাজার।
এই ৩১ হাজার রাইড এর অভিজ্ঞতায় বাইকটার প্রতি একটা আস্থা সৃষ্টি হয়েছিল । আর এই বিশ্বাস দিয়েই একা Lifan KPR 150 নিয়ে প্রিয় বাংলাদেশটা ঘুরে দেখতে বেড়িয়ে পরি ।
আমরা অনেকেই ভেবে নেই ৩০ হাজার কিলো পাড় হলে বাইকের শক্তি ক্ষমতা দূর্বল হতে থাকে এবং বিভিন্ন ইন্জিন পার্টস ক্ষয় হতে থাকে, তাও যদি হয় চায়না বাইক তখন অনেকের ভয় আরো বেড়ে যায় । এত কিছু না ভেবে আমি আমার Lifan KPR 150 বাইকটি নিয়ে বাংলাদেশ এর ৬৪ জেলা ভ্রমন এর উদ্দেশ্যে একাই বেড়িয়ে পড়ি।
Click To See Lifan KPR 150 Test Ride Review In Bangla – Team BikeBD
KPR নিয়ে এর আগেও ৮/১০ জনের বেশি বাইকার বাংলাদেশ ট্যুর দিয়েছে, সেখান থেকে আমি সাহস এবং ইচ্ছা শক্তি পাই। কিছু বড় ভাই এর অভিজ্ঞতা এবং আমার নিজের মত করে একটা টুর প্ল্যান তৈরি করি ।
ট্যুরের ব্যাকআপ হিসেবে আমি একটা ক্লাচ কেবল এবং একটা থ্রটল কেবল ছাড়া কিছুই নেই নাই । বয়স ৩১ হাজার রানিং হলেও কোন রকম টেনশন ছারাই আল্লাহ এর নাম নিয়ে ৬৪ জেলা ভ্রমন এ বেড়িয়ে পড়ি। ১৩ দিনে ৫৩ জেলা ভ্রমন করি এর মধ্যে বাংলাদেশ এ করোনা ভাইরাসের প্রভাব শুরু হয় তাই আমি আমার ভ্রমন কিছুদিন এর জন্য বন্ধ রেখে বাসায় চলে আসি ।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাকি ১১ জেলা ৩ দিন এ ভ্রমন করি। সর্বোমোট ১৬ দিনে আমি ৬৪ জেলা ভ্রমণ শেষ করি ৫১০০ কিলোমিটার রাইড করে।
আলহামদুলিল্লাহ রাস্তায় বাইক নিয়ে কোন বিপদে পড়তে হয়নি । প্রতিদিন গড়ে ৩১৫ কিলো রাইড করেছি । যেহেতু একা বের হয়েছিলাম সেহেতু কোন তাড়াহুড়া করি নাই, রাতে খুব বেশি রাইড করি নাই। আমার বাইকের সাথে (Timsun) টায়ার লাগিয়ে আমার ট্যুর সম্পন্ন করি ।
আলহামদুলিল্লাহ অনেক ভাল টায়ার যেটা নিয়ে কখনো ভাঙ্গা রাস্তায়, কখনো বৃষ্টি, কখনো কাদা, কখনো ভেজা রাস্তা পাড়ি দিতে হয়েছে। সব খানে এই টায়ার আমার কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে ।
Click To See All Lifan Bike Price In Bangladesh
অবশেষে আমার ট্যুর এর উদ্দেশ্য এর কথা বলি। আমার ইচ্ছে ছিল Lifan KPR 150 বাইকে করে বাংলাদেশ এর প্রতিটি জেলা শহর বাইকে ঘুড়বো । বিভিন্ন জেলা শহর এর বাইকারদের সাথে দেখা করবো বাইকিং নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ।
Also Read: Lifan KPR 150 ১০,০০০ কিলোমিটার রাইড রিভিউ - এ কে সবুজ
হেলমেট ও সেফটি নিয়ে কিছু কথা শেয়ার করবো । বাংলাদেশের প্রতিটি জেলার সার্কিট হাউজ এর সাথে একটি স্মৃতিমুলক ছবি তুলে রাখবো। আমি সফল ভাবে আমার ইচ্ছে গুলো পূরন করতে পেরেছি ।
এইভাবে আস্তে আস্তে আমার চায়না Lifan KPR 150 বাইকটি নিয়ে আমার ট্যুর সম্পন্ন করলাম । এই ৬৪ জেলা ট্যুরে এবং টোটাল ৪০ হাজার কিলোমিটার রাইডে আমার Lifan KPR 150 বাইকটি এত ভাল পারফরম্যান্স দিয়েছে যা ভাষায় প্রকাশ করার মত না।
Click To See All Bike Price In Bangladesh
আপনি বাইক নিয়ে বড় ট্যুর করলে অবশ্যই কুলেন্ট পরিমান মত রাখবেন, চেইন এডজাস্ট, চেইন লুব, ক্যাবেল লুব, এয়ার ফিল্টার ক্লিন, সঠিক হাওয়ার প্রেশার এগুলোর দিকে খেয়াল রাখবেন। এভারেজ ৯০-১০০ স্পিডে সারাদিন রাইড করবেন কিছুই হবে না । আমি সর্বোচ্চ ২২০ কিলো রাইড করেছি একটানা কোন বিরতি না দিয়ে ।
আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। যারা Lifan KPR 150 নিয়ে বাংলাদেশ ভ্রমন করবেন তাদের জন্য রইলো শুভ কামনা। ভবিষ্যতে দেশ এর বাইরে বাইক নিয়ে ট্যুর দেয়ার ইচ্ছে রয়েছে। দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ ।
লিখেছেনঃ শান্ত
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।