চায়নাতে লঞ্চ হল লিফানের নতুন বাইক Lifan KPM150!

This page was last updated on 29-Jul-2024 04:06pm , By Raihan Opu Bangla

লিফান বাংলাদেশ এর অন্যতম জনপ্রিয় চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট Lifan KPR স্পোর্টস বাইক সিরিজ এর মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। KPR এর পাশাপাশি তাদের ক্রুজার থেকে ট্যুরিং সব ধরনের প্রোডাক্ট রয়েছে, এখন নতুন ভাবে যুক্ত হতে যাচ্ছে Lifan KPM150, বাইকটি সম্প্রতি চায়নাতে লঞ্চ করা হয়েছে। আপনি বাইকটিকে যখন দেখবেন তখন মনে হবে বাইকটির ডিজাইন বা এই বাইকটি কোথাও দেখেছেন। হ্যা বাইকটি BMW R9T বাইকের মডেল থেকে অনুপ্রাণিত এবং এর ফিচার্স গুলোতে এলইডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ইউএসবি চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে। বাইকটির অন্যতম ফিচার্স এর দিক হচ্ছে এর এলইডি হেডলাইট এবং সেই সাথে এর স্টেইনলেস স্টিল এক্স-হস্ট।

Lifan KPT

সম্প্রতি চায়নাতে লঞ্চ হল লিফানের নতুন বাইক Lifan KPM150 !

নতুন এই Lifan KPM150 বাইকটিতে দেয়া হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল, ১৫০সিসি ইঞ্জিন এবং এই ইঞ্জিন থেকে 7.7 BHP @ 9500 RPM & 14.5 NM @ 7500 RPM টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির পাওয়ার ট্রান্সমিশনের জন্য এর সাথে যুক্ত করা হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স, এবং সেই সাথে লিফান দাবী করছে যে এই বাইকটি ৪০ কিলোমিটার মাইলেজ প্রদান করবে ও এর টপ স্পিড হবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

Lifan KPM150 এ দেয়া হয়েছে সিঙ্গেল ডাউনটিউব ফ্রেম, যা যুক্ত করা হয়েছে ইনভার্টেড ফর্ক এর সাথে, এবং রেয়ারে দেয়া হয়েছে মনোশক। এছাড়া তারা আরও যুক্ত করা হয়েছে, এলয় হুইলস, টিউবলেস টায়ার, টুইন ডিস্ক ব্রেক এবং Lifan KPT এর মত সিঙ্গেল চ্যানেল এবিএস। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৮০মিমি এবং সেই সাথে সিটের উচ্চতা হচ্ছে ৮০০মিমি।

Lifan KPT

এই বাইকটি নান্দনিকতা বা সৌন্দর্য বৃদ্ধিতে টাক-এন-রোল, ফ্যাঙ্কি হ্যান্ডেলবার, এবং ব্যাক্লড আউট ইঞ্জিন কভার। বাইকটি লিফানের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে বাংলাদেশের মার্কেটে। আশা করা যাচ্ছে মার্কেটে বাইকটি বেশ ভাল ই প্রভাব ফেলবে।

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেল এর একমাত্র ও অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজ হচ্ছে Lifan KPR, এর মাধ্যমেই লিফান তাদের যাত্রা শুরু করে, এরপর তারা নিয়ে আসে Lifan KP সিরিজ, এর মধ্যে ছিল KPS এবং KP যা লিফানের নেকেড স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় বাইক।

Lifan KPT

কয়েক দিন আগেই লিফান বাংলাদেশে তিনটি নতুন স্কুটার লঞ্চ করেছে। এদের মধ্যে ছিল Lifan KPV যা সবাইকে অনেক বেশি আকর্ষণ করেছে। আশা করা যাচ্ছে নতুন Lifan KPM150 বাইকটি বাংলাদেশে আসবে এবং লিফানের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালো ও আকর্ষণী করতে তুলবে।