এবার অফিশিয়ালি বাংলাদেশে আসতে যাচ্ছে KTM বাইক!

This page was last updated on 07-Nov-2023 11:42am , By Raihan Opu Bangla

KTM (Kronreif & Trunkenpolz Mattighofen) নামটি শুনলেই চোখের সামনে কমলা রংয়ের সাথে কালো ও সাদার সংমিশ্রনের একটি মোটরসাইকেল ভেসে উঠে। হ্যা, এটাই কেটিএম। আর এই বিখ্যাত অস্ট্রিয়ান কোম্পানির বাইক বাংলাদেশে দ্রুত অফিশিয়ালি আনতে যাচ্ছে রানার অটোমোবাইলস।

  ktm duke naked sports orange color

অনেকেই গুঞ্জন শুনেছেন যে কেটিএম আসতে যাচ্ছে। এবার এটি সত্যি হতে যাচ্ছে। কেটিএম অফিশিয়ালি বাংলাদেশে আসতে যাচ্ছে। রানার অটোমোবাইলস অফিশিয়ালি কেটিএম বাংলাদেশেদের বাজারে কেটিএম আনতে যাচ্ছে। দ্রুত তারা একটি লঞ্চিং ইভেন্টও আয়োজন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের বাজারে জন্য তারা নিয়ে আসতে আচ্ছে তিনটি মডেল। এদের মধ্যে হচ্ছে KTM Duke 125 Indian, KTM Duke 125 European Version এবং KTM RC 125 Indian Version এই তিনটি ভার্সন আসার সম্ভাবনা খুবই প্রবল। কারণ প্রতিটি বাইকই লুকস এবং ডিজাইনের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে।

  ktm duke 125 european version in bangladesh



কেটিএম তাদের ইউনিক ডিজাইন এবং লুকস এর জন্য সবার কাছে পরিচিত। বিশেষ ভাবে বাইকটির কমলা রং অনেক বেশি আকর্ষণ করে থাকে। KTM Duke 125 Indian এবং KTM Duke 125 European দুটি বাইকই হচ্ছে নেকডে স্পোর্টস বাইক। উভয় ভার্সন লুকস ইঞ্জিন সবক্ষেত্রেই বাইকটি ইউরোপিয়ান ভার্সনের মত। শুধু মাত্র এর হেডলাইট এবং এক্সহস্ট এ পরিবর্তন করা হয়েছে।


দুটি বাইকের ইঞ্জিন হচ্ছে ১২৫সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ৪টি ভাল্ব যুক্ত ইঞ্জিন। ইঞ্জিন থেকে 15BHP @ 9250 rpm এবং 12Nm @ 8000 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। ইন্ডিয়ান ভার্সনটির হেডলাইট হ্যালোজেন টাইপ এবং এর এক্সহস্ট হচ্ছে আন্ডারবেলি এক্সহস্ট। অপরদিকে ইউরোপিয়ান ভার্সনটির এক্সহস্ট সাইডে এবং এর হেডলাইট হচ্ছে এলইডি। তাই অনেকি ইউরোপিয়ান ভার্সনটি কিছুটা বেশি পছন্দ করে থাকেন।


  ktm rc 125 indian version in bd price color

অপরদিকে স্পোর্টস সেগমেন্টে আসতে পারে KTM RC 125 Indian ভার্সনের বাইকটি। এই বাইকটি স্পোর্টস বাইক হিসেবে বেশ পরিচিত এর ইউনিক ডিজাইন এর কারণে। এর ইউনিক ডিজাইন একে সবার থেকে আলাদা করেছে। ডিজাইন এমন ইউনিক যে রাস্তায় চলার সময় যেকেউ একবার হলেও তাকাবে।


রানার অফিশিয়ালি কেটিএম এর বাইক গুলো বাংলাদেশে আমদানী করবে। আশা করা যাচ্ছে বাই গুলো দ্রুত লঞ্চ হবে বাংলাদেশে। অনেকেই অপেক্ষায় আছেন বাইক গুলো কবে লঞ্চ হবে। অপর দিকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ৩৫০সিসি পারমিট পাওয়া যাবে। যদি এই গুঞ্জন সত্যি হয় তবে কেটিএম তাদের উচ্চসিসি বাইক গুলো বাংলাদেশে আনতে পারবে, যা অনেক বাংলাদেশী বাইকারদের স্বপ্ন। উচ্চসিসির বাইক গুলোর মধ্যে যে বাইক গুলো আসতে পারে সেগুলো হচ্ছে KTM RC 200, KTM Duke 200 এবং KTM Duke 250


  ktm rc 200 price in bangladesh


কেটিএম আরসি ২০০ বাইকটি স্পোর্টস সেগমেন্টের বাইক। এর ইঞ্জিন হচ্ছে ১৯৯.৫সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক এবং এর পাওয়ার হচ্ছে 24.6 Bhp @ 10000 rpm এবং 19.2 Nm @ 8000 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। বাইকটি কেটিএম আরসি ১২৫ এর বড় ভার্সন।


  ktm duke 200 price in bd


এরপর রয়েছে কেটিএম ডিউক ২০০ এটি নেকেড স্পোর্টস বাইক। আবার বলা যায়, ডিউক ১২৫ এর বড় ভাই। এই বাইকটিতে দেয়া হয়েছে ১৯৯.৫সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, লিকুইড কুল, FI, DOHC ইঞ্জিন। যা থেকে 25.83 PS @ 10,000 rpm এবং 19.5 Nm @ 8000 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। অপর দিকে বলা যায় এটি কেটিএম আরসি ২০০ এর নেকেড ভার্সন।

Also Read: হাফসা মার্ট নিয়ে আসতে যাচ্ছে KTM Duke 125 ইন্ডিয়ান ভার্সন


  ktm duke 250 in bd price color

সবশেষে রয়েছে কেটিএম ডিউক ২৫০সিসি। বাইকটির ইঞ্জিন অপর দুটি বাইক থেকে কিছুটা শক্তিশালী। এর ইঞ্জিন পাওয়ারের ক্ষেত্রে 29.6 Bhp @ 9000 rpm এবং 24 Nm @ 7500 rpm পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে। উচ্চসিসির বাইকের ডিজাইনের ক্ষেত্রেও পায় একই ধরনের রাখা হয়েছে, তবে কিছুটা ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে। এতে বাইক গুলো আরও আকর্ষনীয় হয়ে উঠেছে।

KTM Duke 125 Review


রানার অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে বিখ্যাত কেটিএম। এটি বাংলাদেশের বাইকারদের জন্য একটি আনন্দের বিষয়। আমরা আশা করছি রানার বাংলাদেশে আরও নতুন ও বিখ্যাত ব্র্যান্ড বাংলাদেশে নিয়ে আসবে। সেই সাথে যদি ৩৫০সিসি পারমিশন দেয়া হয় তবে অনেক নতুন বাইক বাংলাদেশে লঞ্চ হবে। প্রতি বাইকের খবর জানতে আমাদের সাথেই থাকুন। বাইক ও বাইকিং এর সর্বশেষ তথ্য আমাদের সাইটে পেয়ে যাবেন। ধন্যবাদ।