Keeway RKS 100 VS Dayang Runner Bullet 100 তুলনামূলক রিভিউ

This page was last updated on 29-Jul-2024 07:59am , By Saleh Bangla

বাংলাদেশের বেশীর ভাগ বাইকার হচ্ছে কমিউটার বাইকার। তারা সাধারন কমিউটিং এর জন্য বাইক ব্যবহার করে থাকে। আর এই কমিউটিং সেগমেন্টে ১০০সিসির বাইক সবচেয়ে জনপ্রিয়। সম্প্রতি কিছু ১০০সিসির বাইক কমিউটিং বাইকারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Keeway RKS 100 VS Dayang Runner Bullet 100 তুলনামূলক রিভিউ। 

keeway rks 100 vs dayang runner bullet 100 specification comparison

 রিভিউ শুরু করার আগে দুইটি বাইক সম্পর্কে কিছু জানিয়ে দিতে চাই। Keeway RKS 100 বাইকটি হাঙ্গেরিয়ার মোটরসাইকেল কোম্পানি কিওয়ের। বাংলাদেশে Keeway bike এর ডিস্ট্রিবিউটর হচ্ছে স্পীডোজ লিমিটেড।

অপরদিকে Dayang Runner Bullet 100 মডেলটি রানারের ১০০সিসি মোটরসাইকেল। রানার অটোমোবাইল লিমিটেড হচ্ছে বাংলাদেশী মোটর সাইকেল ব্র্যান্ড। যারা বাংলাদেশেই বিদেশী প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল তৈরি করছে।

প্রথমেই আমরা জানিয়ে দিতে চাই যে দুটি বাইকের ইঞ্জিন ই চাইনিজ, যদিও বাইক দুটি হাঙ্গেরি ও বাংলাদেশে তৈরি করা হয়।  কিওয়ের ইঞ্জিন ডিজাইন এবং  তৈরি করেছে QianJiang Motor Company এবং রানারের বুলেট এর ইঞ্জিন ডিজাইন এবং তৈরি করেছে Dayang Motorcycle

Keeway RKS 100 vs Dayang Runner Bullet 100 ভিজুয়াল কম্পারিজন

Keeway RKS 100 and Dayang Runner Bullet 100 উভয় বাইকের ডিজাইনের দিক থেকে  আদর্শ ডিজাইন কমিউটিং এর জন্য। তবে দুটি বাইকের ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। Keeway RKS 100 এর লুকস স্পোর্টি,  গ্লসি এবং বুস্টেড ভাবে ডিজাইন করা। তারা মূলত তরুন কাস্টোমারদের টার্গেট করে এই ডিজাইন করেছে। বাইকটির তীক্ষ্ম ও মাচো ডিজাইন তরুন বাইকারদের সহজেই আকর্ষন করবে। তাই Keeway RKS 100 এর ডিজাইন ও এপিয়ারেন্স নিয়ে কোন অভিযোগ তোলার প্রশ্ন নেই। এর ডিজাইনের দিক থেকে কমিউটিং এর স্বাদ এবং স্পোর্টি অনুভতি পাওয়া যাবে। তাই বলা যায় খুব অল্প সময়ের মধ্যে এই বাইকটি কমিউটিং বাইক মার্কেটে নিজের জায়গা দখল করে নেব। 

keeway rks 100 review

 অপর দিকে Dayang Runner Bullet 100 এর লুকস ও ডিজাইন সুন্দর ও কনভেনশনাল। এই বাইকটি অন্য সাধারন কমিউটিং বাইকের এপিয়ারেন্স এর সাথে সামঞ্জ্যস পূরন। সাধারনত যেসব কমিউটিং বাইক গ্রাম ও সিটি এলাকাতে চলাচল করে সেগুলোর মত দেখতে Dayang Runner Bullet 100। তবে Dayang Runner Bullet 100 কমিউটিং সেগমেন্টে অনেক জনপ্রিয়। এছাড়া বাইকটি এখন নতুন কয়েকটি কালারে পাওয়া যাচ্ছে। যা এর লুকস আরো বাড়িয়ে দিয়েছে। 

dayang runner bullet 100 review

 তাই যদি ভিজুয়াল কম্পারিজন এর ক্ষেত্রে Dayang Runner Bullet 100 এর চেয়ে Keeway RKS 100 কে আমি এগিয়ে রাখব। কারণ Keeway RKS 100 এর তীক্ষ্ম ডিজাইন ও  বাইরের দিকের লুকস এবং ফিচার অনেক বেশী তীক্ষ্ম আর স্পোর্টি।

Keeway RKS 100 vs Dayang Runner Bullet 100 স্পেসিফিকেশন টেবিল

কমিউটার সেগমেন্ট মুলত দাম, মাইলেজ, সার্ভিস, মেইন্টেনেন্স ও দার্ঘীস্থায়ীত্বের কথা চিন্তা করে তৈরি করা হয়। চলুন আগে দেখে নেই দুটি বাইকের কি কি আছে।

SpecificationKEEWAY RKS 100Dayang Runner Bullet 100
EngineAir cooled, 4-stroke, Single Cylinder SOHC, 2 ValveAir cooled, 4-stroke, Single Cylinder, 2 Valve
Displacement99.7cc100.54cc
Bore x Stroke50mm x 50.8mm48.82mm x 53.71mm
Compression Ratio9.5:18.8:1
Maximum Power5.5 KW @ 7500 RPM4.8KW @ 7500RPM
Maximum Torque7.6 Nm @ 5500 RPM7.0Nm @ 5500RPM
Fuel SupplyCarburetedCarbureted
IgnitionCDIDCDI
Starting MethodElectric & KickElectric & Kick
Clutch TypeMulti-plate Wet ClutchMulti-plate Wet Clutch
TransmissionFour SpeedFour Speed
Final DriveChainChain
Dimension (Length x Width x Height)2040mm x 760mm x 1050mm2060mm x 785mm x 1268mm
Frame typeBassinet typeDouble Cradle
Wheelbase1260mm1290mm
Ground Clearance185mm182mm
Saddle Height760mmNot Found
Weight (Kerb)Not Found121.5Kg
Maximum Load160 KgNot Found
Fuel Capacity:16 Liters14 Liters
Suspension (Front/Rear)Telescopic coil spring oil damped with 110mm travel /Spring-loaded with 60mm travelHydraulic Telescopic /               Coil Spring Hydraulic
Brake system (Front/Rear)Hydraulic with 230mm Disk; 130mm DrumDisk / Drum
Tire size (Front / Rear)90/90-17; 110/80-172.75-18; 3.25-18
Battery12V , 7Ah12V, 7Ah
Price (BDT)BDT 1,16,000.00BDT 1,05,000.00

 

keeway rks 100 vs dayang runner bullet 100 performance comparison

Keeway RKS 100 vs Dayang Runner Bullet 100 কোর কম্পারিজন

কোর কম্পারিজনের ক্ষেত্রে দেখা যায় যে Keeway RKS 100 অনেকটাই এগিয়ে আছে Runner Bullet 100 এর চেয়ে। তবে দুটি বাইক ই ৪ স্ট্রোক এবং এয়ারকুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি কার্বুরেটর দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়া ইঞ্জিনে দুটি ভালব যুক্ত করা হয়েছে। দুটি বাইকেই ৪ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। এছাড়া দুটি বাইকের স্টার্টিং একই রকম। 

keeway rks 100 specification

 তবে ইঞ্জিনে সামান্য কিছু পরিবর্তন আছে। যেমন Keeway RKS 100 এর ইঞ্জিন স্কয়ার ও ৯.৫:১ কম্প্রেশন রেশিও সমৃদ্ধ। কিন্তু পাওয়ার ও টর্কের দিক থেকে অনেক শক্তিশালী কমিউটিং সেগমেন্টে। কিন্তু একটি বিষয় খেয়াল রাখা উচিত আর তা হলো ইঞ্জিনে পিওর ফুয়েল ব্যবহার করা উচিত। পিওর না হলেও অন্তত RON87 এই গ্রেডের তেল ব্যবহার করা উচিত। যা আমাদের গ্রাম্য এলাকাতে সাধারনত পাওয়া যায় না। তাই এই দিক থেকে Keeway RKS 100 যারা ব্যবহার করে থাকেন বা করবেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। তাদের সার্ভিস ও মেইন্টেনেন্স এরও অনেক সমস্যা হবে। এছাড়া বাইকের পারফর্মেন্স ও অনেক কমে যেতে পারে। 

dayang runner bullet 100 specification

 অপর দিকে Dayang Runner Bullet 100 এর ইঞ্জিন রেশিও একটু লম্বা। এই বাইকটির ইঞ্জিন ইঞ্জিন কম্প্রেশন রেশিও ৮.৮:১। আর এই রেশিওতে পাওয়ার এবং টর্ক দুটোই কম পাওয়া যায় RKS 100 থেকে। RKS 100 এর চেয়ে Bullet 100 কম ঝামেলা পূর্ন বাইক। কারণ এর ফুয়েল নিয়ে কোন ধরনের কোন সমস্যা হয় না। তবে আমরা মনে করি রানার ইঞ্জিনের কম্প্রেশন বাড়িয়ে এর পাওয়ার কিছুটা বাড়াতে পারত। যদি হতো তবে বাইকটি সম্ভবত পিওর ফুয়েল নিয়ে ঝামেলায় পরতে হতো। এছাড়া মাইলেজও কমে যেতো বলে ধারনা করা হচ্ছে। আর মাইলেজ এই বাইকটির অন্যতম প্রধান দিক।

Keeway RKS 100 vs Dayang Runner Bullet 100  সার-সংক্ষেপ

আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসছি। দুটি বাইক তার নিজ নিজ ভিন্নতা নিয়ে তৈরি করা হয়েছে। Keeway RKS 100 এর লুকস অনেক বেশি স্পোর্টি Dayang Runne Bullet 100 এর চেয়ে। আর পাওয়ারে দিক থেকেও RKS 100 আরো এগিয়ে আছে। 

keeway rks 100 vs dayang runner bullet 100 comparison review

 অন্য দিকে রানারের সার্ভিস ও প্রোডাক্টের অনেক ভালো একটি ট্র্যাক রেকর্ড রয়েছে। তাই মাইলেজ, দীর্ঘস্থায়ীত্ব আর ইফেসিয়েন্সির দিক থেকে Dayang Runner Bullet 100 অনেক বেশি এগিয়ে আছে। আর Keeway একটু পিছিয়ে আছে , তবে তারা তাদের সক্ষমতা খুব শীঘ্রই দেখাতে পারবে বলে আশা করা যায়। রিডার্স এই ছিল আজকে আমাদের Keeway RKS 100 vs Dayang Runner Bullet 100 আশা করছি দুটি বাইকের সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনাদের যেকোন জিজ্ঞাসা অথবা সাজেশন আমাদের জানান। আমরা উত্তর দেয়ার চেষ্ট করব।