Kawasaki Ninja 125 2020 ভার্সন খুব শীঘ্রই লঞ্চিং

This page was last updated on 03-Jan-2025 11:15am , By Ashik Mahmud Bangla

কয়েক মাস আগে ম্যান ইন গ্রীন থেকে Kawasaki Motorcycle Bangladesh লঞ্চ করেছিল Kawasaki Ninja 125 । আর কয়েক দিন পর ই কাওয়াসাকি লঞ্চ করতে যাচ্ছে Kawasaki Ninja 125 2020 ভার্সন । এর সাথেই এশিয়ান মোটরস লিমিটেড বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রথম প্রিমিয়াম কোয়ালিটির মোটরসাইকেল গিয়ার্স ও এক্সেসরিজ শপ ভলকান লাইফ স্টাইল।

Kawasaki Ninja 125 2020 ভার্সন খুব শীঘ্রই লঞ্চিং। ভলকান লাইফ স্টাইল শোরুম

kawasaki ninja 125 2020 version

Kawasaki Ninja 125 2020 ভার্সন খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে । নিনজা ১২৫ নিউ ভার্সনের সব কিছুই এর আগের ভার্সনের মত একই রকম । মানে এর স্পেসিফিকেশন আগের ভার্সনের এবং ২০২০ ভার্সনের একই রকম । তবে বাইকটির গ্রাফিক্সের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে । ২০২০ এর এই ভার্সনটি আসছে ওয়ার্ল্ড সুপারবাইক মটোজিপিতে যে গ্রাফিক্স দেখেছি এবং জনাথন রে ওয়ার্ল্ড মটোজিপি চ্যাম্পিয়ন হয়েছেন সেই বাইকটির গ্রাফিক্স দেয়া হয়েছে ।

Also Read: Best Kawasaki Mileage Bikes In Bangladesh

Kawasaki Ninja 125 First Impression Review


এই ২০২০ ভার্সনের বাইকটির ইঞ্জিন হচ্ছে ১২৫সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন । ইঞ্জিন থেকে 15 BHP এবং 11.7 NM পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে ।  এই শক্তি ট্রান্সমিশনের জন্য এতে যুক্ত করা হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স । বাইকটি ওজনে ১৪৮ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায় । Kawasaki Ninja 125 2020 বাইকটির মুল্য ধরা হয়েছে ৪,৯৯,০০০/- টাকা এবং সারা দেশে এশিয়ান মোটরবাইকস এর অথোরাইজড সব গুলো শোরুমে বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে । 

kawasaki ninja 125 2020 price in bangladesh কাওয়াসাকি লাভারদের জন্য আরও একটি সুখবর হচ্ছে কাওয়াসাকি শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রথম প্রিমিয়াম গিয়ার্স ও এক্সেসরইজ শোরুম ভলকান লাইফ স্টাইল । এটাই হবে তাদের প্রিমিয়াম গিয়ার্স ও এক্সেসরিজ শোরুম । এই শোরুমে তারা বিভিন্ন ব্র্যান্ডের গিয়ার্স ও এক্সেসরিজ ক্রয় করতে পারবেন । পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের গিয়ার্স ও এক্সেসরিজ পাবেন এই শোরুমে । শোরুমটি আগামী ১৪ ই ডিসেম্বর ২০১৯ তারিখে লঞ্চ করা হবে । ভলকান লাইফ স্টাইল

  • Bilmola
  • Repsol
  • Pirelli
  • MT Helmets
  • SCOYCO
  • Motul
  • Taichi
  • Akraopovic
  • Yoshimura
  • Timsun
  • Kawasaki
  • KYT
  • Shell
  • IDEMITSU

vulcan lifestyle

Also Read: Kawasaki Ninja 125 & Kawasaki Z125 Launching - True or Rumor?

 বর্তমানে বাংলাদেশের বাইকাররা গিয়ার্স ও এক্সেসরিজের ব্যাপারে অনেক সচেতন । তারা সব সময় বেস্ট কোয়ালিটির এক্সেসরিজ খুজে থাকে । ভালকান লাইফ স্টাইল তাদের বেস্ট কোয়ালিটির এক্সেসরিজ খুজে পেতে সহায়তা করবে । কারন ভলকান লাইফ স্টাইলে রয়েছে বিশ্বের সকল বিখ্যাত ব্র্যান্ড ও অনেক ধরনের এবং কোয়ালিটির এক্সেসরিজ । এছাড়া লঞ্চিং এর দিন বাইকাররা সকল এক্সেসরিজে পাবে ১০% ডিস্কাউণ্ট (হেলমেট, টায়ার্স ও লুব্রিকেন্ট ছাড়া) । ধন্যবাদ ।