Kawasaki Ninja 125 2020 ভার্সন খুব শীঘ্রই লঞ্চিং
This page was last updated on 03-Jan-2025 11:15am , By Ashik Mahmud Bangla
কয়েক মাস আগে ম্যান ইন গ্রীন থেকে Kawasaki Motorcycle Bangladesh লঞ্চ করেছিল Kawasaki Ninja 125 । আর কয়েক দিন পর ই কাওয়াসাকি লঞ্চ করতে যাচ্ছে Kawasaki Ninja 125 2020 ভার্সন । এর সাথেই এশিয়ান মোটরস লিমিটেড বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রথম প্রিমিয়াম কোয়ালিটির মোটরসাইকেল গিয়ার্স ও এক্সেসরিজ শপ ভলকান লাইফ স্টাইল।
Kawasaki Ninja 125 2020 ভার্সন খুব শীঘ্রই লঞ্চিং। ভলকান লাইফ স্টাইল শোরুম
Kawasaki Ninja 125 2020 ভার্সন খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে । নিনজা ১২৫ নিউ ভার্সনের সব কিছুই এর আগের ভার্সনের মত একই রকম । মানে এর স্পেসিফিকেশন আগের ভার্সনের এবং ২০২০ ভার্সনের একই রকম । তবে বাইকটির গ্রাফিক্সের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে । ২০২০ এর এই ভার্সনটি আসছে ওয়ার্ল্ড সুপারবাইক মটোজিপিতে যে গ্রাফিক্স দেখেছি এবং জনাথন রে ওয়ার্ল্ড মটোজিপি চ্যাম্পিয়ন হয়েছেন সেই বাইকটির গ্রাফিক্স দেয়া হয়েছে ।
Also Read: Best Kawasaki Mileage Bikes In Bangladesh
Kawasaki Ninja 125 First Impression Review
এই ২০২০ ভার্সনের বাইকটির ইঞ্জিন হচ্ছে ১২৫সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন । ইঞ্জিন থেকে 15 BHP এবং 11.7 NM পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে । এই শক্তি ট্রান্সমিশনের জন্য এতে যুক্ত করা হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স । বাইকটি ওজনে ১৪৮ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটার পর্যন্ত ফুয়েল নেয়া যায় । Kawasaki Ninja 125 2020 বাইকটির মুল্য ধরা হয়েছে ৪,৯৯,০০০/- টাকা এবং সারা দেশে এশিয়ান মোটরবাইকস এর অথোরাইজড সব গুলো শোরুমে বাইকটির প্রি-বুকিং নেয়া শুরু হয়েছে ।
কাওয়াসাকি লাভারদের জন্য আরও একটি সুখবর হচ্ছে কাওয়াসাকি শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের প্রথম প্রিমিয়াম গিয়ার্স ও এক্সেসরইজ শোরুম ভলকান লাইফ স্টাইল । এটাই হবে তাদের প্রিমিয়াম গিয়ার্স ও এক্সেসরিজ শোরুম । এই শোরুমে তারা বিভিন্ন ব্র্যান্ডের গিয়ার্স ও এক্সেসরিজ ক্রয় করতে পারবেন । পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের গিয়ার্স ও এক্সেসরিজ পাবেন এই শোরুমে । শোরুমটি আগামী ১৪ ই ডিসেম্বর ২০১৯ তারিখে লঞ্চ করা হবে । ভলকান লাইফ স্টাইল
- Bilmola
- Repsol
- Pirelli
- MT Helmets
- SCOYCO
- Motul
- Taichi
- Akraopovic
- Yoshimura
- Timsun
- Kawasaki
- KYT
- Shell
- IDEMITSU
Also Read: Kawasaki Ninja 125 & Kawasaki Z125 Launching - True or Rumor?
বর্তমানে বাংলাদেশের বাইকাররা গিয়ার্স ও এক্সেসরিজের ব্যাপারে অনেক সচেতন । তারা সব সময় বেস্ট কোয়ালিটির এক্সেসরিজ খুজে থাকে । ভালকান লাইফ স্টাইল তাদের বেস্ট কোয়ালিটির এক্সেসরিজ খুজে পেতে সহায়তা করবে । কারন ভলকান লাইফ স্টাইলে রয়েছে বিশ্বের সকল বিখ্যাত ব্র্যান্ড ও অনেক ধরনের এবং কোয়ালিটির এক্সেসরিজ । এছাড়া লঞ্চিং এর দিন বাইকাররা সকল এক্সেসরিজে পাবে ১০% ডিস্কাউণ্ট (হেলমেট, টায়ার্স ও লুব্রিকেন্ট ছাড়া) । ধন্যবাদ ।